বিপিএলের নিজের দল নিয়ে গোপন তথ্য দিলেন ইমাদ ওয়াসিম
দুজনের মধ্যে বন্ধুত্ব আছে বোঝা গেলো। যার শুরুটা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দিয়ে। বন্ধু নাসিরের দলকে হারাতে ২০ রানে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১১ রান করেছেন ইমাদ। প্রথমবার পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। সিলেট স্ট্রাইকার্সের জন্য বিপিএলটা অনেক সহজ হয়ে গেছে ধারাবাহিক পারফরম্যান্স করা। ঢাকায় পাঁচদিনে চার ম্যাচ খেলে চারটিতেই জয় তুলে নেয়। চট্টগ্রামে পাঁচদিনের বিরতির পর মাঠে নেমে একই ধারাবাহিকতা।
সাফল্যের রহস্য জানাতে গিয়ে পাকিস্তানের এই স্পিন অলরাউন্ডার বললেন, ‘আমরা খুবই ভালো শুরু পেয়েছি। প্রতিটি দল এমন শুরু চাইবে। চার-পাঁচ ম্যাচ জিততে চাইবে। ভাগ্য আমাদের সঙ্গে আছে, আমরা সবকটি ম্যাচ জিতেছি। সবচেয়ে ভালো যে বিষয়টি তা হলো, দলের প্রত্যেকের সম্পৃক্ততা আছে। পেসার, স্পিনার, টপ অর্ডার ব্যাটসম্যান, মিডল অর্ডার-লোয়ার অর্ডার প্রত্যেকের অবদান আছে। এখন পর্যন্ত আমরা দারুণ কম্বিনেশন পেয়েছি। ড্রেসিংরুমের পরিবেশও খুবই ভালো।’
ঢাকায় চার ম্যাচে চারটিতে সিলেট হেসেখেলেই জিতেছে। চার ম্যাচের তিনটিরই জয়ের নায়ক ছিলেন তৌহিদ হৃদয়। এছাড়া জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত রান করছেন নিয়মিত। মুশফিক, থিসারা দলের দাবি মেটাচ্ছেন। বোলিংয়ে মাশরাফি, আমির, ইমাদ, রাজারা দ্যুতি ছড়াচ্ছেন। ব্যাট-বলের পারফর্মের সঙ্গে ফিল্ডিংয়েও দলটা ভালো করছে। তাতে কাজটা সহজ হয়ে যাচ্ছে বলে মনে করেন ইমাদ, ‘স্পিনার, পেসার, ব্যাটসম্যানরা সবাই পারফর্ম করছে। ড্রেসিংরুমের পরিবেশ সব সময় দারুণ হয় যখন আপনি সবগুলো ম্যাচ জিতবেন। সঙ্গে আমাদের দলটা বেশ শক্তিশালী। বিশেষ করে স্থানীয় ক্রিকোটররা শান্ত, হৃদয়, মুশফিক, মাশরাফিরা অসাধারণ পারফর্ম করছে।’
এসবের সঙ্গে মাশরাফির নেতৃত্ব খুব কাজে আসছে বলেও মত ইমাদের, ‘ক্রিকেটের সে কিংবদন্তি। অসাধারণ নেতা, দারুণ মানুষ। সে কতটা ভালো তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার কাছে নেই। তার জন্য আমার সবটুকুই সম্মানের। অভিভাবক হিসেবে সে যা বলে তাই আমরা অনুসরণ করি। খেলাটাকে সে খুব উপভোগ করে। আমার সঙ্গে কাজ করা সেরা মানুষদের একজন সে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেল: নতুন বেতনের সুপারিশ যেমন হবে জানালো কমিশন
- নবম পে-স্কেল আসছে ৩ ধাপে: বেতন শুরু জানুয়ারি ২০২৬ থেকে
- পে-স্কেলের সুপারিশ জমা নিয়ে সুখবর
- নবম পে স্কেল বাস্তবায়ন: তিন ধাপের পরিকল্পনা চূড়ান্ত করল কমিশন
- পে-স্কেল: আসছে ২৬ ডিসেম্বর নতুন ঘোষণা
- ৯ম পে-স্কেল: নতুন ঘোষণা আগামী শুক্রবার
- ২০২৬ সালেই ৯ম পে-স্কেল; সর্বনিম্ন বেতন হতে পারে ৩৫ হাজার টাকা!
- চমকে যাওয়ার মতো তথ্য দিলেন শুটার ফয়সালের আপন চাচি
- সরকারি কর্মচারীদের নতুন প্রস্তাব: সর্বনিম্ন বেতন ৩২ হাজার ও সর্বোচ্চ ১.২৮ লাখ দাবি
- পে-স্কেল নিয়ে সর্বশেষ তথ্য জানাল কমিশন
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ ডিসেম্বর ২০২৫
- বাংলাদেশে যে রক্তের গ্রুপে হার্ট অ্যাটাক বেশি হয়
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- আজকের স্বর্ণের বাজারদর: ২১ ডিসেম্বর ২০২৫
- কেন আটকে আছে নতুন পে-স্কেল
