| ঢাকা, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২

যতটা বিতর্ক ততটাই হতাশার বিপিএল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৫ ১৫:০৯:২৫
যতটা বিতর্ক ততটাই হতাশার বিপিএল

কারণ টি-টোয়েন্টি ক্রিকেট হচ্ছে বিনোদনের পরিপূর্ণ এক প্যাকেজ। যেখানে ক্রিকেট ছাড়াও রয়েছে এ প্রজন্মের ছেলে মেয়েদের কাছে অত্যন্ত জনপ্রিয় ডিজের মত আয়োজন। থাকে আরও অনেক কিছু আয়োজন।

কিন্তু সে খানেই এক হতাশার নাম বিপিএল।উৎসবের আমেজটাই এখানে থাকে না। এর মুল কারন অবশ্যই মানহীন বিদেশি খেলোয়াড়। বিপিএলের শুরুর আসর গুলোতে গেইল, সুনিল নারিন,পোলার্ড, রাসেল, ডি ভিলিয়ার্স, হেলস, ডেভিড ওয়ার্নারদের মতো বড় বড় তারকাদের দেখা যেত। রশিদ খানের তারকা হওয়ার শুরুটাও ছিল বিপিএল থেকেই। আফগানিস্তানের খেলোয়াদের বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে বিপিএল অনেক বড় ভুমিকা পারন করেছে।

অথচ এবারের বিপিএলে নেই তেমন কোনো বড় আফগান তারকা। আর রশিদ খান তো অনেক বছর ধরেই নেই বিপিএলে। তার বিপরিতে দলগুলো এমন সব খেলোয়াড় কিনে আনছে যাদের নাম দেখলে অবাক হতে হয়। দিনশান মুনাভিরা, মালিন্দা পুষ্পকুমারা, রবিন দাস, খাজা নাফি, এসব খেলোয়াড় তাদের নিজ দেশের লীগগুলোতেই খেলতে পারেন না। তারা এসেছেন বিদেশী কোটায় বিপিএল খেলতে।

বিপিএলের একমাত্র ভরশা বলা যায় পাকিস্তানি খেলোয়াড়দের কে। কিন্তু শুরুর ম্যাচগুলোতে বাবর আজম, নাসিম শাহ, শাদাব খানদের মতো তারকাদের দেখা পাওয়া যায়নি। কবে আসবেন তাই সঠিক বলা যাচ্ছে না। আবার সবার আসার সম্ভাবনাও কম।

এখন এই অবস্থায় দর্শক টাকা দিয়ে টিকেট কেটে কাদের দেখতে যাবেন। টি-টোয়েন্টির কথা মনে হলে যাদের নামগুলো চোখে ভেসে উঠে তারা কেওই তো নেই বিপিএলে।

সিকান্দার রাজা বেনি হাওয়েলরা ছিলেন বিপিএলের ঘরের ছেলের মতো। অথচ তারাও এবার চলে গেছেন আরব আমিরাতে লীগ খেলতে। অথচ এই ধরনের অনেক খেলোয়াড়দের শেষ ভরশা ছিলো বিপিএল। আজ তাদের মানের খেলোয়ারও বিপিএল ফেলে অন্য লীগ খেলতে চলে যায়।

এসব থেকেই অনুমান করা যায় বিপিএলের মান আসলে কেমন। তবে এটা ঠিক একই সাথে অনেকগুলো টি-টোয়েন্টি লীগ শুরু হওয়ায় বড় তারকা পাচ্ছে না বিপিএলের দলগুলো। তবে মালিকপক্ষ এবং বিসিবি চেষ্টা করলে এরচেয়ে ভালোমানের বিদেশি খেলোয়ার আনতে পারতো। আর যদি সেটা একান্তই না হয় তো গত দুই বছরের মতো শুধু দেশীয় খেলোয়াড়দের নিয়ে বিপিএল আয়োজন করলে মন্দ হতো না।বিষয় টা আরেকবার ভেবে দখবে কি বিসিবি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

লিটন দাসের চোট: ভারতের বিপক্ষে অনিশ্চিত অধিনায়ক

লিটন দাসের চোট: ভারতের বিপক্ষে অনিশ্চিত অধিনায়ক

ভারত ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। অধিনায়ক লিটন কুমার দাস গতকাল অনুশীলনের সময় ...

এটাও আউট, চুরির তো সীমা থাকা উচিত; ভারত-পাকিস্তান ম্যাচ সরাসরি দেখুন

এটাও আউট, চুরির তো সীমা থাকা উচিত; ভারত-পাকিস্তান ম্যাচ সরাসরি দেখুন

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেট মাঠে আম্পায়ারের একটি বিতর্কিত সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভারত ও ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৫: এক নজরে সব পুরস্কার বিজয়ী

ব্যালন ডি’অর ২০২৫: এক নজরে সব পুরস্কার বিজয়ী

ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার, ৬৯তম ব্যালন ডি’অর বিতরণী অনুষ্ঠানটি প্যারিসের থিয়েটার ডু চ্যাটেলেতে এক জমকালো ...

ব্যালন ডি’অর ২০২৫ পুরস্কার পাচ্ছেন উসমান দেম্বেলে

ব্যালন ডি’অর ২০২৫ পুরস্কার পাচ্ছেন উসমান দেম্বেলে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যাঁল D’Or 2025 এর জমকালো আয়োজন অনুষ্ঠিত ...