টি-২০তে নতুন নিয়ম, টসের পরে হবে একাদশ চূড়ান্ত
শুধু একাদশ গঠন করাই নয়, টি-টোয়েন্টিতে আরও অনেক পরিবর্তন আনা হচ্ছে। ফ্রি হিটে রান নেওয়া থেকে শুরু করে রান আউট, নতুন নিয়ম চালু করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ।
যে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে, তাতে বলা হয়েছে, ‘টসের আগে অধিনায়ক ১৩ জন ক্রিকেটারের নাম ঠিক করবেন। তারপর টস হয়ে গেলে সেখান থেকে ১১ জনকে ঠিক করে নেবেন। যে দু’জন প্রথম একাদশে সুযোগ পাবেন না তারা পরিবর্তিত ফিল্ডার হিসাবে মাঠে নামতে পারবেন। অনেক সময় টসের ওপর নির্ভর করে অধিনায়করা দলে দু’একটি পরিবর্তন করতে চান। সেটা যাতে করতে পারেন তার জন্যই এই নিয়ম।’
রান আউটের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। যদি কোনো ফিল্ডার ব্যাটারকে রান আউট করার জন্য থ্রো করেন এবং বল উইকেটে লেগে দূরে চলে যায় তা হলে ওভার থ্রো হিসাবে রান নেওয়া যাবে না। ফ্রি-হিটের ক্ষেত্রেও যদি বল উইকেটে লেগে দূরে চলে যায় তা হলেও রান নেওয়া যাবে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করার সময় ফ্রি-হিটে উইকেটে বল লাগার পরে দৌড়ে তিন রান নিয়েছিলেন বিরাট কোহলি ও দিনেশ কার্তিক। সেই রান নিয়ে বেশ বিতর্ক হয়েছিল। সেটা যাতে না হয় এ জন্যই নতুন নিয়ম করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘ম্যাচ জিতলে কোনো দল ৪ পয়েন্ট পাবে। অতিরিক্ত পয়েন্ট পাওয়ারও সুযোগ রয়েছে। যদি জয়ী দলের রানরেট পরাজিত দলের তুলনায় ১.২৫ গুণ হয় তা হলে অতিরিক্ত ১ পয়েন্ট পাবে তারা। পরাজিত দল কোনও পয়েন্ট পাবে না। যদি কোনও ম্যাচ ভেস্তে যায় তা হলে দু’দলই ২ পয়েন্ট করে পাবে।’
১০ জানুয়ারি থেকে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ। ছয়টি দল খেলছে এবারের প্রতিযোগিতায়। চার সপ্তাহ ধরে মোট ৩৩টি ম্যাচ হবে। আইপিএলের মতোই প্রতিটি দলে সর্বাধিক চার জন বিদেশি ক্রিকেটার খেলতে পারবেন। সেমিফাইনালে উঠবে চারটি দল।
শীর্ষে থাকা দল চার নম্বরে থাকা দলের বিরুদ্ধে খেলবে। অন্য দিকে দুই ও তিন নম্বরে থাকা দল একে অপরের বিরুদ্ধে খেলবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেল চূড়ান্ত: বেতন বাড়ার আগে জিএমপিএস চালু
- আজকের সোনার বাজারদর: ৮ নভেম্বর ২০২৫
- মহার্ঘ ভাতা: ১১-২০ গ্রেডের কর্মীদের জন্য ২৫% বৃদ্ধির প্রস্তাব, সর্বনিম্ন ৪,০০০ টাকা!
- নবম পে স্কেলে আসছে ‘সাকুল্য বেতন’ ধারণা
- নতুন পে-স্কেল জানুয়ারি থেকে কার্যকর, বাড়তি চাপ পড়বে যেসব খাতে
- নতুন পে স্কেলে যেসব আর্থিক সুবিধা বাড়তে পারে
- আজকের সোনার বাজারদর: ৭ নভেম্বর ২০২৫
- দেশে আবারও বাড়ল সোনার দাম
- নতুন পে স্কেলে ব্যয় বাড়বে ৭০-৮০ হাজার কোটি টাকা: অর্থের যোগান দেবে সরকার কীভাবে
- ১২ ব্যাংক দেউলিয়া হওয়ার পথে, ৫ বেসরকারি ব্যাংক 'নামেমাত্র টিকে আছে'
- নতুন পে স্কেলে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে সুপারিশ
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- জানুয়ারি ২০২৬ থেকেই নতুন পে স্কেল কার্যকর হওয়ার প্রবল সম্ভাবনা
- ২০২৬ সালে সরকারি ক্যালেন্ডারে যুক্ত হলো নতুন ছুটি
- নতুন পে স্কেল: সুপারিশ চূড়ান্তের শেষ মুহূর্তের কাজ চলছে, তবে বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা
