| ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

‘আরেকটু বেটার হতে পারে সবকিছু’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১১ ১৪:৪৩:৪৫
‘আরেকটু বেটার হতে পারে সবকিছু’

রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান উত্তর দিতে গিয়ে প্রথমে পাশ কাটিয়ে যেতে চাইলেন। তার প্রথম কথাটির ভাবার্থ তেমনটাই দাঁড়ায়। প্রেস মিটে সোহানের প্রথম কথা ছিল এমন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে যখন তর্কাতর্কি হয়েছে, তখনতো আমি ঠিক সেখানে ছিলাম না। আমি এই পাশে ছিলাম। মাঠে ছিলাম, তবে অন্য দিকে। কী কথা হয়েছে আমি জানি না। আমি আমার পাশে ছিলাম।’

কিন্তু আপনিও তো বোলার পরিবর্তন করেছেন। সোহানের জবাব, ‘আমি দেখছিলাম, সাকিব ভাই বাইরে থেকে যখন চেঁচাচ্ছিলেন, এজন্য আমিও বদলাচ্ছিলাম। সাকিব ভাই যখন বাইরে থেকে চিৎকার করছিল, এজন্য আমিও বদলাচ্ছিলাম বাইরে থেকে।’

কিন্তু পুরো ঘটনাটি যা ঘটলো, তেমনটা কি আগে কখনো দেখেছেন? এই প্রশ্নের জবাবটা আর এড়িয়ে যেতে পারলেন না সোহান। সোজা-সাপটা বলে ফেললেন, ‘না আগে দেখিনি। আজকে দেখলাম। প্রথমবার।’

সোহান যোগ করেন, ‘সবাই নিজ নিজ দলের ভালোর চেষ্টা করেন। আসলে আপনার দলের জন্য যতটুকু করা দরকার, আমার কাছে মনে হয় যে ফেয়ার এনাফ। যে যার দিক থেকে চেষ্টা করে। আমি যদি বলি, আমি অবশ্যই চাইবো আমার সেরা বোলার সেরা ব্যাটারের সামনে বোলিং করা।’

তবে রংপুর অধিনায়ক মানতে নারাজ, পরিস্থিতি ঘোলা করতে ইচ্ছে করেই এমন ঘটনা ঘটায়। ‘কেউ চায় না, এরকম কিছু কিছু জিনিস ঘটে যায়; এটা হয়, কারো একরম চিন্তা থাকে না। অনেক কিছু যেটা মাঝে মধ্যে হয়।’

তবে সোহানের শেষ অনুভব মিশ্রিত বক্তব্য, ‘আরেকটু বেটার হতে পারে সবকিছু।’

সেই বেটারট কেমন? ‘বেটারটা সবদিক থেকেই। বেটারটা আমার মনে হয় শুধু খেলোয়াড়রা করবে এমন না, সব জায়গা থেকেই আসা উচিত। সবারই এ জিনিসে ইনভলভ হওয়া উচিত। আপনি যদি মনে করেন আমরা ক্রিকেটার আমরা পেশায় আছি। শুধু এই চিন্তা না করে। যার যার জায়গায় সবাই যদি বেটার করতে চায়। তাহলে আরও বেটার হতে পারে। কারণ আমাদের কালচারটাই এরকম, কিছু করলেই উল্টো দিকে চলে যায়।’

কোন বিষয়গুলো ট্রিগার পয়েন্ট? সোহানের জবাব, ‘আমি যেটা বললাম, যখন মাঠে খেলি আমরা, আমি অবশ্যই চাইবো শতভাগ দিয়ে আমার দল যেন জেতে। অনেক সময় যে জিনিস বললাম, কিছু ইন্সিডেন্ট ঘটে। এটা পার্ট অব গেম; কিন্তু আমার কাছে মনে হয় জিনিসগুলো আরেকটু বেটার চিন্তা ভাবনা করলে..., অবশ্যই আমি চাইবো দল যেভাবেই হোক জিতুক। অনেক সময় ভুল সিদ্ধান্ত হয়, আমরা হয়তো রিয়্যাক্ট করি। কিছু কিছু জিনিস ওই সময় বেশ কয়েকটি জিনিস থেকে হয়; কিন্তু এ বিষয়গুলো আরেকটু ভালো করা যায়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

মুস্তাফিজের ‘ম্যাজিক’ ওভার: এক ওভারে নিলেন ৩ উইকেট

মুস্তাফিজের ‘ম্যাজিক’ ওভার: এক ওভারে নিলেন ৩ উইকেট

নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (ILT20) গালফ জায়ান্টসের বিপক্ষে বল হাতে তাণ্ডব চালিয়েছেন বাংলাদেশের ‘কাটার ...

চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ; সরাসরি দেখুন এখানে

চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ; সরাসরি দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের অঘোষিত ‘কোয়ার্টার ফাইনাল’। সেমিফাইনালের টিকিট নিশ্চিত ...

ফুটবল

এবার ব্রাজিল ৫: আর্জেন্টিনা ২

এবার ব্রাজিল ৫: আর্জেন্টিনা ২

ফিফা র‍্যাঙ্কিং: শীর্ষে স্পেন, দুইয়ে আর্জেন্টিনা ও পাঁচে ব্রাজিল নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের শেষবারের মতো বিশ্ব ...

ভিলারিয়াল বনাম বার্সেলোনা: (Live) দেখুন এখানে

ভিলারিয়াল বনাম বার্সেলোনা: (Live) দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার শিরোপা লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে টেবিলের শীর্ষ দুই দল ভিলারিয়াল ও ...