| ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

ফরাসি সুপারস্টার এমবাপেকে এবার ধুয়েমুছে সাফ করলেন আর্জেন্টিনীয় মহাতারকা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১১ ১২:৫৫:০১
ফরাসি সুপারস্টার এমবাপেকে এবার ধুয়েমুছে সাফ করলেন আর্জেন্টিনীয় মহাতারকা

কিলিয়ান এমবাপেকে এবার তুলোধোনা করলেন আর্জেন্টিনার বিখ্যাত মিউজিশিয়ান কার্লোস আলবার্তো সোলারি। যিনি দুনিয়ায় খ্যাত ইন্ডিও সোলারি নামে। সাংবাদিক মার্সেলো ফিগুয়েরাসের সঙ্গে ‘এল কোহেতে আ লা লুনা’ অনুষ্ঠানে এক কথোপকথনে তিনি সরাসরি এমবাপেকে তীব্র আক্রমণ করে বসেন। বলে দেন, “ও এক অসহ্য ছোকরা। নেইমার ওঁকে সহ্য করে। এমবাপে এখনই বিশ্বের একনম্বর হতে চায়। আরে ভাই, অন্তত তাঁদের তো সম্মান দাও, যাঁরা তোমার আগেই দুনিয়ার সেরা হয়েছে।”

এমবাপে এই মুহূর্তে দুর্ধর্ষ ছন্দে রয়েছেন। বিশ্বকাপ ফাইনালে রেকর্ড গড়েছেন ক্লাব ফাইনালের ইতিহাসে জিওফ হার্স্টের পর দ্বিতীয় ফুটবলার হিসাবে হ্যাটট্রিক করে। মেসির থেকে এক গোল বেশি করে গোল্ডেন বুটও এবার জিতে নিয়েছেন এমবাপে। ২০০২-এ ব্রাজিলের রোনাল্ডোর পর এই প্ৰথমবার কেউ একটি বিশ্বকাপের সংস্করণে এতগুলো গোল করলেন।

এমবাপে মেসি, ফনটাইনের সঙ্গেই পরের বিশ্বকাপে গোল করে পেরিয়ে যেতে পারেন পশ্চিম জার্মানির প্রাক্তন গোলকিপার গার্ড মুলার (১৪), রোনাল্ডো নাজারিও (১৫), জার্মানির মিরোস্লাভ ক্লোজেদের (১৬)।

তবে এত রেকর্ডের ঘনঘটা সত্ত্বেও এমবাপের সতীর্থদের সঙ্গে মনোভাব সমালোচনা কুড়িয়েছে। পিএসজির দুই সুপারস্টার নেইমার এবং মেসির সঙ্গেও তাঁর ইগোর সংঘাত রয়েছে। মেসির মত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাতারকার সঙ্গে খেললেও নূন্যতম সম্মান না দেওয়ার অভিযোগ উঠেছে এমবাপের বিরুদ্ধে। গত অগাস্টেই মন্তেপিয়ারের বিরুদ্ধে যে ম্যাচে পিএসজি ৫-২ ব্যবধানে জয় পেয়েছিল, সেই ম্যাচেই বিতর্কের সূত্রপাত ঘটিয়ে যান এমবাপে। মেসির কাছ থেকে ক্রস না পেয়েই সটান মহাতারকাকেই ধাক্কা দিয়ে বসেন এমবাপে। এত দুঃসাহস দেখে মেসিও প্রাথমিকভাবে অবাক হয়ে গিয়েছিলেন।

মেসি সৌজন্যে খাতিরে এমবাপের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণই করে গিয়েছেন। তবে এমবাপে বারেবারেই অসম্মান করে গিয়েছেন মহাতারকাকে। বিশ্বকাপ ফাইনালে গোল করে একাধিকবার মেসির মুখের ওপর উদযাপন করেছেন।

এই বিতর্কের একদম সাম্প্রতিক সংযোজন মেসির পিএসজি সংবর্ধনায় এমবাপের গড়হাজির থাকা। লেন্সের কাছে হারের পরেই এমবাপে ক্লাবের কাছ থেকে ছুটি আদায় করে নিউইয়র্কে পাড়ি দিয়েছিলেন এনবিএ ম্যাচে হাজির থাকতে। সঙ্গী ছিলেন বন্ধু আচরাফ হাকিমি। বিশ্বকাপ জয়ের পর মেসির পিএসজি পদার্পণের মুহূর্তেই এমবাপের এই ছুটি চাওয়া ফুটবল বিশেষজ্ঞদের নজর এড়িয়ে যায়নি।

নেইমারের সঙ্গে তাঁর সমস্যার সূত্রপাত দলের পেনাল্টি-টেকার কে হবেন, তা নিয়ে। সেই সংঘাত এখনও চলছে। বিশ্বকাপের পর মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, এমবাপে পিএসজিকে তিন শর্ত দিয়েছে ক্লাবে থাকার জন্য। যে চুক্তির অন্যতম নেইমারের বিতাড়ন। Fichajes-এর প্রতিবেদন থেকেই সাম্প্রতিক আপডেটে জানা গিয়েছে, এমবাপের চাপের কাছে নতি স্বীকার করে নেইমারকে মাত্র ৫০ মিলিয়ন পাউন্ডেই বিক্রি করে দিতে চলেছে প্যারিসের ক্লাবটি। ইতিমধ্যেই নেইমারকে নেওয়ার জন্য উৎসাহ প্রকাশ করেছে ইপিএলের তিন ক্লাব- নিউক্যাসল ইউনাইটেড, ম্যান সিটি এবং চেলসি।

মেসি এমবাপেকে নিয়ে পাল্টা কোনও সংঘাতের পথে না গেলেও আর্জেন্টিনীয় গোলকিপার পাল্টা দেওয়ার কাজ করেছেন বিশ্বকাপে। আর্জেন্টিনীয় ড্রেসিংরুমে এমবাপের নিয়ে কুৎসিত গান গেয়েছিলেন এমি মার্টিনেজ। তারপরে বুয়েন্স আয়ার্সে বাস প্যারেডে মার্টিনেজকেই দেখা গিয়েছিল এমবাপের পুতুল হাতে সেলিব্রেশন করতে। তবে দুই ক্ষেত্রেই মার্টিনেজকেই থামাননি মেসি। যা নিয়ে প্রবল আলোচনার স্রোত বয়ে গিয়েছিল ফুটবল বিশ্বে।

আপনার ন্য নির্বািত নিউজ

ক্রিকেট

বিপিএলে ফিক্সিং: জাতীয় দলের ক্রিকেটারসহ তিন ফ্র্যাঞ্চাইজি জড়িত!

বিপিএলে ফিক্সিং: জাতীয় দলের ক্রিকেটারসহ তিন ফ্র্যাঞ্চাইজি জড়িত!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর সর্বশেষ আসরে ফিক্সিংয়ের সঙ্গে জাতীয় দলের একজন বর্তমান ক্রিকেটারসহ ...

বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্স ম্যাচ, সরাসরি দেখুন

বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্স ম্যাচ, সরাসরি দেখুন

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটপ্রেমীদের জন্য এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ের অপেক্ষা। 'টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ'-এর তৃতীয় ম্যাচে মুখোমুখি ...

ফুটবল

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করল আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদন: ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ...

আর্জেন্টিনার পরবর্তী ২ ম্যাচ, কখন-কোথায়

আর্জেন্টিনার পরবর্তী ২ ম্যাচ, কখন-কোথায়

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের জন্য আগেই যোগ্যতা অর্জন করা সত্ত্বেও, লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এবার দুটি ...