পাপনের সঙ্গে দেখা করার পরে সাকিবকে যা বললেন বিসিবি বস

গতকাল বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন আর আজ (শুক্রবার) বিপিএলের নবম আসর শুরুর প্রথম দিন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক তা নিয়ে মুখ খুললেও ব্যবস্থা গ্রহণ করা হবে, এমন কথা বলেননি।
বরং ভেতরের খবর, আজ শেরে বাংলায় অনুশীলন করতে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেছেন সাকিব। একান্তে কথাও বলেছেন। ফলে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সাকিবের মন্তব্যের জের ধরে কোনোরকম উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা খুব কম। বিসিবি বেশ নমনীয়।
এদিকে আজ সন্ধ্যায় প্রেস কনফারেন্সে ঘুরে ফিরে সে প্রশ্ন উঠলো। বোর্ডের চুক্তিভুক্ত ক্রিকেটার হিসেবে সাকিব কি অমন কথা বলতে পারেন? সাকিবের আচরণকে কোনোরকম শৃঙ্খলাবিরোধী কাজ বলে ধরে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলেননি কেউই।
বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকই কেবল কিছুটা তির্যক কণ্ঠে বলেছেন, ‘সাকিব ঢাকা প্রিমিয়ার লিগের প্রশংসা করে বিপিএলের সমালোচনা করলেও আমরা লক্ষ্য করেছি, তিনি কিন্তু প্রায়শই প্রিমিয়ার লিগ এড়িয়ে চলেন। খেলেন না, খেললেও নিয়মিত না। কিন্তু কখনই বিপিএল খেলা থেকে বিরত থাকতে দেখিনি। মনে হয় না বিপিএলের কোনো আসর সাকিব বাদ দিয়েছেন।’
তবে প্রসঙ্গ উত্তপ্ত হতে না দিয়ে পরক্ষণেই তিনি বলেন, ‘মাশরাফি আর সাকিব তো আর আমাদের (বোর্ডের) বাইরে নয়। আমাদেরই অংশ। মত পার্থক্য থাকলেও আমরা একই পরিবারভুক্ত।’
তবে কয়েকবার ওই প্রশ্ন ওঠার পর দুজনই (মল্লিক আর শেখ সোহেল) আকার-ইঙ্গিতে আরও কিছু বলতে গিয়েছিলেন। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন কায়দা করে তাদের কথা কেড়ে নিয়েছেন। নিজে ফ্লোর নিয়ে সিইও সুজন কিছুট ভিন্ন সুরে কথা বলেন। তাতে কোনো রাগ ক্ষোভ ফুটে না উঠলেও মনে হলো, তিনি এখন সাকিব ইস্যুতে মুখ খুলতে চান না।
নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এটা নিয়ে কথা বলার আসলে এখন সঠিক সময় নয়। এ নিয়ে পরেও কথা বলা যাবে। আমরা চাই বিপিএলটা ভালোমত শেষ করতে। এখন বিপিএল নিয়েই ভাবতে চাই। বিপিএল যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ হয়, সে চিন্তাই করছি। সেটাই লক্ষ্য।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সুদানে বিমান হামলায় নিহত ৪০ আমিরাতি ভাড়াটে সেনা
- আগামীকাল ৫ আগস্ট সরকারি ছুটি: বন্ধ থাকবে ব্যাংকসহ যেসব প্রতিষ্ঠান
- সিমের রেজিস্ট্রেশন বাতিল করবেন যেভাবে
- কপালে কালো দাগ হওয়া কিসের লক্ষণ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- নতুন প্রতীক নিয়ে নির্বাচনে আসছে আওয়ামী লীগ
- যেভাবে মারা গেলেন সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ
- বাংলাদেশ বনাম কোরিয়া, লাইভ দেখবেন যেভাবে
- ৮০ মিনিটে কোরিয়ার বিপক্ষে ১-৩ গোলে পিছিয়ে বাংলাদেশ
- আওয়ামী লীগ নেতাদের আশ্রয় নিয়ে ভারতের বিরুদ্ধে মমতা
- হাত-পায়ের এই ৭ লক্ষণ কিডনি নষ্টের ইঙ্গিত
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় রেট
- শেষ হল বাংলাদেশ বনাম তিমুর লেস্তে ম্যাচ, দেখে নিন ফলাফল
- ৯০ মিনিটে কোরিয়ার বিপক্ষে ১-৬ গোলে হারল বাংলাদেশ
- দুটি লক্ষণ দেখলে বুঝবেন সন্তানের উপর বদনজর পড়ছে