| ঢাকা, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

যার কথায় চূড়ান্ত হল খুলনা দলের অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ০৬ ১১:৪৮:০১
যার কথায় চূড়ান্ত হল খুলনা দলের অধিনায়ক

বিপিএলের এবারের আসরে খুলনার টাইগার্সের হয়ে খেলছেন তিনি। বিপিএলে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের এই মিডিল অর্ডার ব্যাটসম্যান। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

যার প্রধান কারণ তামিম ইকবাল। নিঃসন্দেহে সবাই ধারণা করেছিল খুলনার অধিনায়কের দায়িত্ব যাবে তামিম ইকবালের কাঁধে। এমনিতেই তামিম বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা অভিজ্ঞ ওপেনার ব্যাটসম্যান। তার মতো অভিজ্ঞ ব্যাটসম্যান দেশে খুবই কমই আছে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। বিপিএল একাধিক টুর্নামেন্টে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তামিম ইকবাল। যে কারণে তামিম ইকবালের জায়গায় ইয়াসির আলীকে অধিনায়ক করায় সমালোচনা হচ্ছে অনেক।

তবে তামিমের কারণেই রাব্বিকে অধিনায়ক করা হয়েছে বলে জানা গেছে। দলের পক্ষ থেকে জানানো হয়, ‘কোচ খালেদ মাহমুদ, টিম ম্যানেজমেন্টের অন্যরা ও ‘আইকন’ ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে কয়েকবার আলোচনা’ করার পর ইয়াসিরকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বিবৃতিতেই পরিষ্কার, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ভালোভাবেই সম্পৃক্ত ছিলেন তামিম।

মূলত আগামী দিনের নেতা তৈরি করতেই তামিম ইকবাল এমন সিদ্ধান্ত নিয়েছে। তামিম মনে করেন বিপিএল শেখার জায়গা। এখান থেকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন তিনি। যে কারণে তিনি অধিনায়ক হিসাবে রাব্বিকেই বেছে নিয়েছেন।

রাব্বিকে অধিনায়ক করা নিয়ে তামিম ইকবাল বলেন, “বিপিএলে বিদেশি ক্রিকেটারদের সামলাতে হয়, অনেক সময় বিদেশি কোচ বা সাপোর্ট স্টাফ থাকেন, টস করতে যাওয়া, মাঠ সামলানো, মিডিয়ার সঙ্গে নিয়মিত কথা বলা, এসব বিপিএল থেকেই বেশি করে শেখা যায়”।

“আমার তাই অনুরোধ ছিল, এমন কাউকে যেন অধিনায়ক করা হয়, যার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের উপকার হয়। দলের মালিকপক্ষ ও টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা, দেশের ক্রিকেটের কথা ভেবে আমার অনুরোধ রেখেছেন।”

“রাব্বির (ইয়াসির) হয়তো অধিনায়কত্বের অভিজ্ঞতা খুব বেশি নেই, তবে ভালোভাবে সামলাতে পারবে বলে আমার বিশ্বাস। স্মার্ট ক্রিকেটার, খেলা ভালো বোঝে। একটু কঠিন ক্রিকেট দিয়েই অভিজ্ঞতা হোক, কঠিন থেকে শিখলে ওর জন্যও ভালো হবে”

“কাউকে দায়িত্ব না দিলে তো আমরা বুঝতে পারব না কে কেমন করবে। অনেক সময় দায়িত্বই অনেকের সেরাটা বের করে আনে। ওকে মাঠের ভেতরে-বাইরে সাহায্য করার জন্য আমরা তো আছিই। দিনশেষে একটা দল হয়ে খেলার ব্যাপার। আশা করি, রাব্বির নেতৃত্বে আমরা ভালো করব”।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশকে চ্যালেঞ্জিং রানের টার্গেট দিল পাকিস্তান

বাংলাদেশকে চ্যালেঞ্জিং রানের টার্গেট দিল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে ...

ফাইনালের টিকিট পেতে টাইগারদের যা করতে হবে

ফাইনালের টিকিট পেতে টাইগারদের যা করতে হবে

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দাপটের সঙ্গে হারালেও, দ্বিতীয় ম্যাচেই ...

ফুটবল

ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ: মোবাইলে যেভাবে দেখবেন

ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ: মোবাইলে যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: টানা দুই আসরে ফাইনালে ভারতের কাছে হারের আক্ষেপ ঘোচানোর লক্ষ্যে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ...

তামিমকে 'ব্যবহার' করছে বিএনপি: ক্রীড়া উপদেষ্টা

তামিমকে 'ব্যবহার' করছে বিএনপি: ক্রীড়া উপদেষ্টা

ক্রিকেট তারকা তামিম ইকবালকে ঘিরে সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একটি রাজনৈতিক দল ...