| ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

টিকিট ছাড়া কাতার গিয়ে বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখতে পারবে ফুটবলপ্রেমীরা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৫ ১২:৫৪:৩৮
টিকিট ছাড়া কাতার গিয়ে বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখতে পারবে ফুটবলপ্রেমীরা

তবে এক্ষেত্রে অবশ্য একটি শর্ত আছে। নির্দিষ্ট দিনের আগে বিশ্বকাপের দেশে প্রবেশ করতে পারবেন না তারা।

তাছাড়া যাদের কাছে বিশ্বকাপ ফুটবলের টিকিট রয়েছে, সেসব ভাগ্যবান ফুটবলপ্রেমীরা প্রতিযোগিতা শুরুর আগেই কাতারে যেতে পারবেন।

কিন্তু অপরদিকে যাদের কাছে টিকিট নেই, তারা প্রতিযোগিতা শুরু হওয়ার পরেও কাতারের ভিসা পাবেন না। তাই তাদের অপেক্ষা করতে হবে নির্দিষ্ট দিনের জন্য।

তাছাড়া আয়োজকদের ঘোষণা অনুযায়ী ২ ডিসেম্বর থেকে টিকিট না পাওয়া ফুটবলভক্তরা কাতারে প্রবেশ করতে পারবেন।

উল্লেখ্য, কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর থেকে।

এদিকে কাতার সরকারের অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র জাবের হাম্মাউদ বলেছেন, ‘বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হলেই আমরা টিকিটহীন ফুটবলপ্রেমীদের কাতারে স্বাগত জানাতে প্রস্তুত। তবে ২ ডিসেম্বর থেকে তারা কাতারে আসতে পারবেন। আর বিশ্বকাপের এই উত্তাপ সকলেই উপভোগ করতে পারবেন।’

এবার বিশ্বকাপের টিকিট এবং ভিসা পেলেই প্রতিযোগিতার সময় কাতারে প্রবেশ করা যাবে না। এর জন্য থাকতে হবে হায়া কার্ড। আর এই কার্ড না থাকলে কাতারে এবং বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে প্রবেশ করতে দেওয়া হবে না।

কাতার বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটে হায়া কার্ডের জন্য আবেদন করা যাবে। তাছাড়া মোবাইল অ্যাপেও এই কার্ড পাবেন ফুটবলপ্রেমীরা।

এছাড়াও হাম্মাউদ বলেন, ‘আমরা প্রত্যেক ফুটবলপ্রেমীর নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। আমাদের সংশ্লিষ্ট সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে। আর সফল বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে আমরা আশাবাদী। হায়া কার্ড যাদের কাছে থাকবে, তারা ২৩ জানুয়ারি পর্যন্ত কাতারে থাকতে পারবেন।’

এদিকে বিশ্বকাপ খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীদের স্বাস্থ্য নিয়েও যত্নবান আয়োজক কমিটি।

আয়োজক কমিটির অন্যতম মুখপাত্র ইউসেফ আল মাসলামানি বলেছেন, ‘ফুটবলপ্রেমীদের জন্য আমরা বিনামূল্যের হেল্প লাইন খুলছি। তাছাড়া প্রয়োজন হলে যে কেউ ১৬০০০ নম্বরে ফোন করে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন।’

তাছাড়া বিশ্বকাপের কথা মাথায় রেখে আগেই কোভিড বিধি শিথিল করেছে কাতার সরকার।

জানা গেছে ১ নভেম্বর থেকে সে দেশে প্রবেশ করতে কোভিড পরীক্ষার রিপোর্ট প্রয়োজন হচ্ছে না। এর সাথে সাথে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হচ্ছে না মাস্কও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৬: মুস্তাফিজকে নিয়ে যে সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস

আইপিএল ২০২৬: মুস্তাফিজকে নিয়ে যে সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস

নিজস্ব প্রতিবেদক: দিল্লি ক্যাপিটালস (ডিসি) আনুষ্ঠানিকভাবে তাদের প্রাক-নিলাম কৌশল চূড়ান্ত করে আইপিএল ২০২৬ মিনি-নিলামের জন্য ...

আইপিএল ২০২৬: ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ

আইপিএল ২০২৬: ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের আইপিএলের আগে বড় ধরনের রদবদল আনল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অবশেষে ...

ফুটবল

মঙ্গলবার বাংলাদেশ-ভারত ম্যাচ, কখন ও কিভাবে দেখবেন

মঙ্গলবার বাংলাদেশ-ভারত ম্যাচ, কখন ও কিভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এএফসি এশিয়ান কাপ ২০২৭ এর বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল, মঙ্গলবার (১৮ নভেম্বর, ...

ভারত-বাংলাদেশ ডার্বি: হামজার ওপর ভরসা

ভারত-বাংলাদেশ ডার্বি: হামজার ওপর ভরসা

নিজস্ব প্রতিবেদক: এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স-এর লড়াইয়ে আগামীকাল, মঙ্গলবার রাত ৮টায়, জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ...