ভারত নয়, যেন আম্পায়ারদের বিপক্ষেই পরাস্ত টাইগাররা
দর্শক সমর্থকরা অধিকাংশ সময় আলোচনা একটু বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে গেলেও, প্রশ্ন তোলার কিছু জায়গা কিন্তু অবশ্যই রয়েছে। ২০১৫ বিশ্বকাপে রোহিত শর্মা বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হলে নো বল সিগন্যাল দেয় আম্পায়ার। সিদ্ধান্তটি ফিফটি-ফিফটি ছিল তবে সেটি ভারতের পক্ষেই গিয়েছিল। ২০১৮ এশিয়া কাপে লিটনের স্টাম্পিংটাও ছিল একই রকম ফিফটি-ফিফটি। সেইবারও সিদ্ধান্ত ভারতের পক্ষেই গিয়েছিল।
এছাড়া বেশ কিছু ম্যাচে ফিফটি-ফিফটি সিদ্ধান্তগুলো অধিকাংশ ক্ষেত্রে ভারতের পক্ষেই যেতে দেখা গিয়েছে। আজকের ম্যাচে অবশ্য এরকম আরো একটি অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে সমর্থকেরা। ওভারে দ্বিতীয় বাউন্সার মাথার বেশ উপর দিয়ে যাওয়ায় বিরাট কোহলি নিজে নো বল সিগন্যাল দেন। পরবর্তীতে কোহলির দেখাদেখি সিগন্যালটি অন ফিল্ড আম্পায়ার দিয়ে দেন।
এটি নো বল ছিল কি ছিল না সেটি এখানে আলোচনার বিষয় নয়, আলোচনার বিষয় এর আগে কোনো ক্রিকেটার কে কখনো অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে এভাবে নিয়ন্ত্রণ করতে দেখা যায়নি। এই ঘটনা চলাকালীন সাকিব নিজে গিয়ে কোহলির সাথে বেশ কিছুক্ষণ এ প্রসঙ্গে কথাও বলেন। তবে বেশ হাস্যজ্জল ভাবেই বিষয়টি সামাল দিয়েছেন বিশ্বসেরা ব্যাটসম্যান এবং নাম্বার ওয়ান অলরাউন্ডার।
নুরুল হাসান সোহানের ব্যাটিং এর সময়ও একটি ওয়াইড বল না দেওয়া নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়। কলটি ফিফটি ফিফটি ছিল, এবং যথারীতি এইবারও ফলটি ভারতের দিকেই গিয়েছে। ভারত এখানে কোনো ষড়যন্ত্র করছে কিংবা অনৈতিক ভাবে সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করছে এসব কথা বলা নিঃসন্দেহে হাস্যকর। তবে ব্যাপারটি সত্যিই কিছুটা বিস্ময়কর প্রত্যেকটি ফিফটি-ফিফটি ডিসিশন দিনশেষে কেনই ভারতের পক্ষে যাচ্ছে।
কারণ যেটাই হোক পাঁচ রানের ছোট্ট ব্যবধানে হারা ম্যাচের ফল সম্পূর্ণ ভিন্ন হতে পারত যদি দুটি ফিফটি-ফিফটি ডিসিশনও টাইগারদের পক্ষে আসতো। তাই হয়তো বলাই যায়, মাইটি ভারতের কাছে নয়, দিনশেষে আম্পায়ারদের কাছে পরাস্ত হয়েছে সাকিব বাহিনী।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে ২০ গ্রেডের জন্য নতুন বেতন স্কেল প্রকাশ
- পে স্কেলের প্রতিবেদন দাখিল নিয়ে সর্বশেষ তথ্য জানাল বেতন কমিশন
- ১০ বছরে স্বর্ণের দামে সবচেয়ে বড় ধস
- নতুন পে স্কেল কার্যকর যে মাসে
- রেকর্ড পতনের পর আবারও কমল স্বর্ণের দাম
- বাড়ল বাড়িভাড়া: চিকিৎসা ও উৎসব ভাতা নিয়ে যা জানাল মন্ত্রণালয়
- হঠাৎ কেন ১০ বছরের সর্বনিম্ন ধস নামল স্বর্ণের দামে
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত টাকা বাড়ল বেতন
- রেকর্ড গড়ার পরই বড় ধস! সোনার দামে হঠাৎ বড় পতন
- দ্বিগুণ উৎসব ভাতা, ৮০% বাড়ি ভাড়া ও ভাতা বাড়ানোর প্রস্তাব
- আবারও সোনার দামে বিশাল বড় পতন
- এ মাসেই শেষ হচ্ছে পে কমিশনের আলোচনা, কবে আসছে বেতন বৃদ্ধির সুপারিশ
- স্বর্ণের দামের ১২ বছরে সবচেয়ে বড় পতন
- নতুন বেতন কাঠামো প্রস্তাব: সর্বোচ্চ বেতন ২ লাখ ২০ হাজার, সর্বনিম্ন ৪০ হাজার
- বাংলাদেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে সোনা
