সাকিবের হতাশা এবং বর্তমান বাংলাদেশ দলের বাস্তবতা

আফ্রিকান ব্যাটার খুব ভালো করেই চিনেন ও জানেন সাকিব, তাসকিন, লিটন, মুস্তাফিজদের শক্তি। বিপিএলে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন ১৭৪ বছরের পুরনো সিডনি ক্রিকেট স্টেডিয়ামে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঝড়ো ব্যাটিংয়ে বিশ্বকাপের চলতি আসরে প্রথম সেঞ্চুরি তুলে এলোমেলো করে দেন সাকিব বাহিনীকে। দিনের প্রথম ম্যাচে কুইন্টন ডি কককে নিয়ে রুশো সুপার টুয়েলভে পাত্তাই দেননি টাইগারদের।
প্রোটিয়াস দলের আক্রমণাত্মক ক্রিকেটের মুখে ছন্নছাড়া ক্রিকেট খেলে সাকিব বাহিনী হেরেছে ১০৪ রানের পর্বতসমান ব্যবধানে। আসরে প্রথম ম্যাচে বাংলাদেশ ৯ রানে জিতেছিল নেদারল্যান্ডসের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকার প্রথম ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে।পেসার নর্টজের সুইং ও গতিতে বেসামাল হয়ে পড়ে টাইগার ব্যাটিং লাইন।
তাকে সহায়তা করেন বাঁ হাতি চায়নাম্যান বোলার শামসি তাবরিজ। নর্টজে ৪ উইকেট এবং তাবারেজ নিয়েছেন ৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার ৫ উইকেটে ২০৫ রানের জবাবে ১৬.৩ ওভারে ১০১ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাটারদের ছন্দহীন ব্যাটিংয়ের মধ্যে সর্বোচ্চ ৩৪ রান করেন লিটন দাস। এছাড়া সৌম্য সরকার ৬ বলে ২ ছক্কায় ১৫, মেহেদী হাসান মিরাজ ১১ ও তাসকিন আহমেদ ১০ রান করেন।
অধিনায়ক সাকিব ১ রান করেন। ব্যাটিংয়ে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারে সাজঘরে ফেরেন প্রোটিয়াস অধিনায়ক টেম্বা ভাবুমা। এরপর রুশো ও ডি কক দ্বিতীয় উইকেট জুটিতে ১৩.৩ ওভারে ১৬৮ রান যোগ করেন। ডি কক ৬৩ রান করেন ৩৮ বলে ৭ চার ও ৩ ছক্কায়। রুশো তার ২৩ ম্যাচ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির ১০৯ রানের ইনিংসটি খেলেন ৫৬ বলে ৭ চার ও ৮ ছক্কায়।ম্যাচ হারের পর টাইগার অধিনায়ক সাকিব বলেন, ‘সিডনিতে উইকেট খুব ভালো ছিল। আমরা আরও অনেক ভালো ব্যাটিং করতে পারতাম। আমি ব্যক্তিগতভাবে হতাশ। কারণ, এখানে ভালো ব্যাটিংয়ের সুযোগ ছিল। এমন না যে আমরা ২০০ চেজই করে ফেলতাম। কিন্তু আমাদের অনেক ভালো শুরু ছিল। আমি নিশ্চিত সবাই প্রথম দুই ওভার দেখার পর ভেবেছে, না কিছু একটা হতে পারে। আমাদের এই জায়গাগুলোতে আসলে উন্নতির জায়গাগুলো অনেক বেশি। যদিও বারবার উন্নতি করার কথা বলতে আমার ভালো লাগে না। টি-২০ ম্যাচ আসলে এমন। ’ বাংলাদেশের তৃতীয় ম্যাচ ৩০ অক্টোবর জিম্বাবুয়ে বিপক্ষে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি কর্মচারীদের বেতন কত হওয়া উচিত: যা জানা গেল
- আজকের টাকার রেট: ডলার, রিয়াল ও রিংগিতের বিনিময় হার
- দুবাই ও আবুধাবিতে ভিসা আবেদনের নতুন শর্ত
- ফের বাড়লো সোনার দাম: ভরি প্রায় ২ লাখ টাকা!
- বিয়ের সাজে মামা দরজায় অনশনে ভাগ্নী
- ঢাকায় ধরা পড়া হারুনকে যুক্তরাষ্ট্রে পাঠালো কারা
- মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
- ১ অক্টোবর থেকে টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন না যারা
- দেশের বাজারে আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দামে আজ বিক্রি হচ্ছে সোনা
- বাংলাদেশে প্রথমবার MVNO সিম চালু করতে যাচ্ছে বিটিসিএল
- মুখ অতিরিক্ত ঘামে কেন, এর সমাধান কী
- চাঁদকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার গোপন তথ্য ফাঁস! কোন দেশ জড়িত
- ভারতকে ক্রিকেট থেকে আজীবন বহিষ্কারের দাবি: যা জানা গেল
- কিভাবে বুঝবেন ২১ দিনের মধ্যে আপনার স্ট্রোক হবে