| ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

অথচ এই রুশোই বহুদিন খেলননি সাউথ আফ্রিকা হয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৭ ১৩:৩৬:৩৮
অথচ এই রুশোই বহুদিন খেলননি সাউথ আফ্রিকা হয়ে

রুশোর এই উদযাপন একটু ভিন্ন। তবে ব্যাট হাতে তার এমন রুদ্ররূপ বাংলাদেশের ক্রিকেটে খুব চেনা। বিপিএলে তার ব্যাটের উত্তাল ঢেউ দেখা গছে তো কতবারই। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দ্বিতীয় সফলতম বিদেশি ব্যাটসম্যান তিনি। সেই অভিজ্ঞতাকে সঙ্গী করে এবার তিনি কচুকাটা করলেন বাংলাদেশের বোলারদের। এই টি-টোয়েন্টি বিশ্বকাপকে উপহার দিলেন প্রথম সেঞ্চুরি।

সিডনির ২২ গজে বৃহস্পতিবার যখন গার্ড নেন রুশো, বাংলাদেশ তখন তেতে আছে প্রথম ওভারে উইকেট নিয়ে। কিন্তু রুশো ও কুইন্টন ডি কক মিলে দ্রুতই বাংলাদেশকে মিইয়ে দেন নিজেরা জ্বলে উঠে। চার-ছক্কার ঝড় তুলে যখন তিনি শেষ পর্যন্ত থামলেন ১৯তম ওভারে, নামের পাশে তখন জ্বলজ্বল করছে ৫৬ বলে ১০৯ রান। সেখানে চার ৭টি, ছক্কা ৮টি।

ডি ককের সঙ্গে তার জুটি ১৬৮ রানের। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে দেড়শ রানের জুটি হলো এই প্রথম।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই ইনিংস আগেও কোনো সেঞ্চুরি ছিল না রুশোর। ম্যাচও অবশ্য খুব বেশি খেলেননি। ম্যাচও অবশ্য খুব বেশি খেলেননি। স্রেফ ১৫ টি-টোয়েন্টি খেলেই জাতীয় দলের ক্যারিয়ারকে থমকে দিয়ে কলপ্যাক চুক্তিতে পাড়ি জমান ইংল্যান্ডের ক্রিকেটে। সেই সময়ে ফিফটি ছিল কেবল দুটি, সর্বোচ্চ ৭৮।

৬ বছরের নির্বাসন শেষে আবার দেশের জার্সি গায়ে চাপান তিনি গত জুলাইয়ে। ফেরার পর দ্বিতীয় ম্যাচেই ইংলিশ বোলিং গুঁড়িয়ে অপরাজিত থেকে যান সেঞ্চুরি থেকে ৪ রান দূরে। সেই দূরত্ব পরে ঘুচিয়ে দিতেও সময় নেননি খুব একটা। তিন ম্যাচ পরই ভারতের বিপক্ষে ইন্দোরে পেয়ে যান কাঙ্ক্ষিত সেই তিন অঙ্কের দেখা। ৪৮ বলে অপরাজিত ১০০! সেঞ্চুরি সংখ্যা আরেকটি বাড়িয়ে নিলেন এবার পরের ইনিংসেই।

কলপ্যাক চুক্তির দীর্ঘ সময়টায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট তাকে না পেলেও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় আলোকিত করতে থাকেন তিনি ব্যাটের দ্যুতিতে। সেই ঝলকানি দেখা যায় বিপিএলেও। ২০১৮-১৯ আসরে তার ব্যাট থেকে আসে ৫৫৮ রান, পরের আসরে ৪৯৫ রান।

সব মিলিয়ে ৩৬ ইনিংস খেলে তার রান ১ হাজার ২৪০। ব্যাটিং গড় ৪৪.২৮, স্ট্রাইক রেট ১৪৮.৮৫। বিদেশি ক্রিকেটারদের মধ্যে বিপিএলে তার চেয়ে বেশি রান আছে কেবল ক্রিস গেইলের। তবে গড় ও স্ট্রাইক রেট দুটিই বেশি রুশোর।

বাংলাদেশের এই ম্যাচে খেলা সব বোলারের বিপক্ষেই ব্যাটিংয়ের অভিজ্ঞতা তার আছে বিপিএলে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিজ্ঞতার সমৃদ্ধ ভাণ্ডার তো আছেই। সব মিলিয়ে দলের আবশ্য জয়ের ম্যাচে অসাধারণ ব্যাটিংয়ে পার্থক্য গড়ে দিলেন তিনিই

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: মোবাইলে যেভাবে দেখবেন

আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: মোবাইলে যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়া কাপের ব্যর্থতার পর আত্মবিশ্বাস পুনরুদ্ধারের কঠিন মিশনে আজ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ ...

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ক্ষুব্ধ তামিম

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ক্ষুব্ধ তামিম

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় দলের সাবেক ...

ফুটবল

দুই ম্যাচ সামনে রেখে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

দুই ম্যাচ সামনে রেখে ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করছে ব্রাজিল। আগামী ১০ ...

নারী ওয়ানডে বিশ্বকাপ: বাংলাদেশ বনাম পাকিস্তান, মোবাইলে যেভাবে দেখবেন

নারী ওয়ানডে বিশ্বকাপ: বাংলাদেশ বনাম পাকিস্তান, মোবাইলে যেভাবে দেখবেন

অবশেষে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের দীর্ঘ প্রতীক্ষিত যাত্রা। আজ, বৃহস্পতিবার (০২ অক্টোবর) নিজেদের ...