| ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

যে কারনে অনুশীলন করতে পারছে না বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২২ ১৩:৪০:৪৮
যে কারনে অনুশীলন করতে পারছে না বাংলাদেশ

গত বুধবার বাংলাদেশের দ্বিতীয় অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে টসই হতে পারেনি বৃষ্টির জন্য। সেদিন দলের কয়েকজন মাঠে এসে ইনডোরে কিছুটা কসরত করে যান। বাকিরা ছিলেন হোটেলেই। দুটি প্রস্তুতি ম্যাচ শেষেও আইসিসি সূচি অনুযায়ী এই শহরে আরও দুটি দিন থেকে যেতে হয় বাংলাদেশ দলকে। তাতে আপত্তি খুব একটা ছিল না দল থেকে। কারণ, অ্যালান বোর্ডার মাঠের সুযোগ-সুবিধা বিশ্বের সেরাগুলোর একটি।

সেখানে বৃহস্পতিবার তিন ঘণ্টার নিবিড় অনুশীলন সেশনও করে বাংলাদেশ। কিন্তু শুক্রবার বৃষ্টিতে বিপত্তি আবার। চাইলে অ্যালান বোর্ডার মাঠ লাগোয়া ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ইনডোরে ব্যাটিং-বোলিং করা যেত। তবে স্রেফ কাজ চালানোর অনুশীলনের জন্য আর এ দিন মাঠে আসেনি দল।

আপাতত এখানেই শেষ বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি পর্ব। এবার মূল লড়াই শুরুর অপেক্ষা। প্রথম ম্যাচের শহর হোবার্টের পথে শনিবার ভোরে উড়াল দেবে দল। আইসিসি অবশ্য সরাসরি ফ্লাইটের ব্যবস্থা করতে পারেনি। তাই মেলবোর্নে ট্রানজিট কাটিয়ে বেশ লম্বা ভ্রমণ করেই ব্রিজবেন থেকে হোবার্টে যেতে হবে দলকে।

সূচি অনুযায়ী হোবার্টে শনিবার রাতে অনুশীলন করার কথা দলের। তবে লম্বা ভ্রমণ করে স্থানীয় সময় দুপুর ২টায় পৌঁছার পর রাতে অনুশীলন আদৌ করবে কিনা দল, সংশয় কিছুটা হলেও আছে।

একটি সংশয় অবশ্য কেটে গেছে। নিশ্চিত হয়েছে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলেছিলেন, প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ তিনি মোটামুটি চূড়ান্ত করে ফেললেও অপেক্ষা করছেন প্রতিপক্ষ নিশ্চিত হওয়ার। প্রতিপক্ষ অনুযায়ী একাদশও এদিক-সেদিক হওয়া স্বাভাবিক।

শুধু প্রথম ম্যাচের প্রতিপক্ষ নয়, বাংলাদেশের গ্রুপে আরেক প্রতিপক্ষও চূড়ান্ত হয়েছে। স্কটল্যান্ডকে হারিয়ে এই গ্রুপে জায়গা পেয়েছে জিম্বাবুয়ে। বিশ্বকাপে বা টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের প্রেক্ষাপট-বাস্তবতা যেমনই হোক, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে অন্তত জয়ের আশা নিয়ে মাঠে নামতে পারে দল।

তবে শ্রীরাম আগেই জানিয়ে দিয়েছেন, একটি করে ম্যাচ ধরে এগোতে চান তিনি। আপাতত তার দৃষ্টি তাই সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেই থাকার কথা।

জয়টা এই ম্যাচে প্রত্যাশিত হলেও নিশ্চিত ধরে নেওয়ার কারণ নেই। টি-টোয়েন্টিতে ডাচরা বিপজ্জনক দল বরাবরই। কাউন্টিতে অনেক ম্যাচ খেলা বেশ কজন অভিজ্ঞ ক্রিকেটারদের দিয়ে গড়া এই দল। আন্তর্জাতিক আঙিনায় পারফর্ম করা ক্রিকেটারও কম নেই।

তাদের বিপক্ষে দুঃসহ স্মৃতিও আছে বাংলাদেশের। ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুই সংস্করণেই আছে হারের তেতো স্বাদের অভিজ্ঞতা। দুই দলের প্রথম দেখায় ২০১০ সালে ওয়ানডেতে জয় পায় নেদারল্যান্ডসই। পরে ২০১২ সালে টি-টোয়েন্টিতেও তারা বাংলাদেশকে হারায় রোমাঞ্চকর এক লড়াইয়ে।

২০১৬ বিশ্বকাপের পর থেকে অবশ্য কোনো সংস্করণেই তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের। দলটাও তাই কিছুটা অজানা।

এই যুগে অবশ্য শুধু মুখোমুখি লড়াই থেকেই জানা-পরিচয়ের সীমাবদ্ধতা নেই। বাংলাদেশ দলের ভারতীয় অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন যেমন বিডিনিউজ টোন্টিফোর ডটকমকে বললেন, তার ল্যাপটপের দুনিয়ায় ডাচরাও বন্দি।

“এই সময়ে আসলে সব দল, সব দল সম্পর্কে জানে। তথ্য এখন হাতের মুঠোয়। আমরা যারা অ্যানালিস্ট, সম্ভাব্য সব ফুটেজ, তথ্য, সব দল ও যত বেশি সম্ভব ক্রিকেটারের সম্পর্কে অনেক কিছু আমাদের কাছে কম-বেশি থাকেই। নেদারল্যান্ডস দলের অনেক কিছুও আমাদের হাতে আছে। অবশ্যই এসব বিশ্লেষণ করে আমরা প্রস্তুতি নেব।”

মাঠের বাইরের প্রস্তুতির পাশাপাশি হোবার্টে উইকেটে মাঠের প্রস্তুতিও হবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দল এখন তাকিয়ে সেদিকেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৬: মুস্তাফিজকে নিয়ে যে সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস

আইপিএল ২০২৬: মুস্তাফিজকে নিয়ে যে সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস

নিজস্ব প্রতিবেদক: দিল্লি ক্যাপিটালস (ডিসি) আনুষ্ঠানিকভাবে তাদের প্রাক-নিলাম কৌশল চূড়ান্ত করে আইপিএল ২০২৬ মিনি-নিলামের জন্য ...

আইপিএল ২০২৬: ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ

আইপিএল ২০২৬: ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের আইপিএলের আগে বড় ধরনের রদবদল আনল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অবশেষে ...

ফুটবল

আজ রাত ৮টায় বাংলাদেশ-ভারত ম্যাচ, মোবাইলে যেভাবে দেখবেন

আজ রাত ৮টায় বাংলাদেশ-ভারত ম্যাচ, মোবাইলে যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাই পর্বের 'ডার্বি' লড়াইয়ে আজ, মঙ্গলবার (১৮ নভেম্বর), ঢাকা ...

সহজে যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ম্যাচ

সহজে যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আজ, মঙ্গলবার (১৮ নভেম্বর), রাতে মাঠে গড়াচ্ছে ...