শ্রীলঙ্কা-নামিবিয়ার ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিশ্বকাপের

অষ্টম আসরের উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে গ্রিলংয়ের কার্দিনিয়া পার্কে নামিবিয়ার মুখোমুখি হবে এশিয়ার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সকাল ১০টা থেকে ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও স্টার স্পোর্টসে।
শ্রীলঙ্কার মতো নাবিমিয়ার চোখও রয়েছে সুপার-১২ এ। আর সেটা সম্ভব করতে হলে জয়ের বিকল্প নেই। অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই তাদের। এর আগে একবারই তারা মুখোমুখি হয়েছিল লঙ্কানদের। তাও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ওই দেখায় আগে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে মাত্র ৯৬ রানে অলআউট হয়েছিল তারা। জবাবে ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছিল লঙ্কানরা।
এশিয়া কাপের মতো বিশ্বকাপেও স্বপ্নযাত্রা অব্যাহত রাখতে চায় শ্রীলঙ্কা। যেমনটা বলেছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা, ‘দুর্দান্ত এশিয়া কাপের পর আমরা এখন খুবই আত্মবিশ্বাসী। এখানকার পরিবেশ দারুণ। আমাদের ব্যাটিংয়ে আমরা ফোকাস করছি। এখানে যদিও গ্রীষ্মকাল শুরু হচ্ছে, সে কারণে কন্ডিশন কিছুটা ভিন্ন হবে।’
ইনজুরির কারণে এশিয়া কাপে শ্রীলঙ্কা তাদের সেরা বোলিং স্কোয়াড নিয়ে খেলতে পারেনি। তবে বিশ্বকাপে তাদের সেরা বোলাররা আছে। তাই বোলিং বিভাগ নিয়ে বেশ আত্মবিশ্বাসী শানাকা, ‘আমাদের বোলাররা নিজেদের প্রস্তুত করেছে। দুষ্মান্থে চামিরা ও লাহিরু কুমারা দলে আছেন। এছাড়া এশিয়া কাপে ভালো করা বোলাররা আমাদের জন্য প্লাস পয়েন্ট।’
তবে নামিবিয়ার বিপক্ষে নিজেদের ফেভারিট ভাবতে রাজি নন লঙ্কান দলপতি, ‘অবশ্য নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে। টি-টোয়েন্টি ক্রিকেটে আসলে বোঝা মুশকিল কে কখন দারুণ খেলে বসে। তবে দিনশেষে সেরা দলই জয়লাভ করে।’
নামিবিয়া অবশ্য ছেড়ে কথা বলবে না। গেল বিশ্বকাপে তারা দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। সংযুক্ত আরব আমিরাতের সেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল সুপার-১২ এ। আগের বিশ্বকাপের ধারাবাহিকতা এই বিশ্বকাপেও তারা ধরে রাখতে চাইবে। সেক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দিবেন ডেভিড ভিসে ও রুবেন ট্রাম্পেলমানরা।
শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচের আগে নামিবিয়ার অধিনায়ক গার্হার্ড এরাসমাস বলেছেন, ‘আমার মনে হয় গেল আসরের চেয়ে এবারের আসরটি আমাদের জন্য ভিন্ন হবে। আন্ডারডগ হিসেবে আমরা শুরু করলেও আমাদের কাছে প্রত্যাশা কিন্তু বেশিই থাকবে। আগের চেয়ে আরও ভালো খেলতে হবে।’
আগেভাবেই অস্ট্রেলিয়ায় এসে প্রস্তুতি নিতে শুরু করেছিল নামিবিয়া। সে কারণে তাদের প্রস্তুতি বেশ ভালো হয়েছে। সে বিষয়ে এরাসমাস বলেছেন, ‘আমাদের প্রস্তুতি বেশ ভালো। আমরা অস্ট্রেলিয়ার কান্ট্রিসাইডে আগে-ভাগে এসে প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। তার ফলে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছি। তবে বিশ্বকাপের মতো ম্যাচে ভালো করতে হলে নিজেদের সামর্থ ও দক্ষতার সর্বোচ্চটুকু দিতে হয়।’
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:কুশাল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দানুস্কা গুনাথিলাকা, চারিথ আসালঙ্কা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, চামিকা করুণারত্নে, দুষ্মান্থে চামিরা ও প্রমোদ মাদুশান।
নামিবিয়ার সম্ভাব্য একাদশ:স্টিভেন বার্ড, লোহান্দ্রে লৌরেন্স, গার্হার্ড এরাসমাস, ডিভান লা কুক, জে জে স্মিট, ডেভিস ভিসে, জেনি গ্রিন, রুবেন ট্রাম্পেলমান, বার্নার্ড স্কোলজ, মাইকেল ফন লিনজেন ও বেন শিকোঙ্গো।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- জান্নাতি ব্যাক্তির ৩ টা রোগ লেগেই থাকে
- রেলগাড়ি থেকে ঝুলিয়ে ফেলে দেওয়া: ভাইরাল ভিডিওর নেপথ্যে কী ঘটেছিল
- ভোক্তা অধিকারের আব্দুল জব্বার মন্ডলের উপর হামলা, সত্যতা নিয়ে যা জানা গেল
- বাংলাদেশের বাজারে আজ এক ভরি সোনা ও রূপার দাম
- সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন বাড়লো সরকারি চাকরিজীবীদের
- নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা আসছে, নিশ্চিত করলেন অর্থ উপদেষ্টা
- বাংলাদেশে ধেয়ে আসছে বন্যা, ডুবে যেতে পারে ৪ জেলা
- পরীমণির মৃত্যুর গুজব: সত্যিটা কী!
- নতুন হারে মহার্ঘ ভাতা: কোন গ্রেডে কত বাড়ছে!
- যদি এই ৪টি আলামত থাকে, বুঝবেন আল্লাহ আপনাকে খুব ভালোবাসেন
- গ্রামের গোপন কারখানায় তৈরি হচ্ছে অনুমোদনহীন শিশুখাদ্য
- ৯০ হাজার প্রাণ, ১৫০ বিলিয়ন ডলার ক্ষতি: পাকিস্তানের দাবি
- মমতাজের বাড়ি থেকে ৯০০ কোটি উদ্ধারের ভিডিও আসলে কী
- কক্সবাজারে মার্কিন বাহিনীর উপস্থিতি নিয়ে যা জানা গেছে
- আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা: হিটু শেখের ফাঁসি