| ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

পর্তুগালের বিদায় হতাশ রোনালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৮ ০৯:৪৮:৪৬
পর্তুগালের বিদায় হতাশ রোনালদো

পুরো ম্যাচে অসংখ্য সুযোগ নষ্টের খেসারত শেষে গিয়ে দিল পর্তুগাল। আর প্রথমার্ধের পুরোটা সময় কোণঠাসা হয়ে থাকা স্পেন দ্বিতীয়ার্ধেও অনেকটা সময় পেছনে পড়ে ছিল। তবে বল দখলে আধিপত্য সবসময়ই তাদের ছিল এবং শেষে আক্রমণের তীব্রতা বাড়িয়ে তুলে নিল কাঙ্ক্ষিত ৩ পয়েন্ট।

শেষের গোলে পর্তুগালকে হারিয়ে ফাইনালসে স্পেন ম্যাচের শুরুতেই অবশ্য নিজেদের ভুলে বিপদে পড়তে পারত পর্তুগাল। ডি-বক্সে তারা বল হারালে বিনা বাধায় জোরাল শট নেন পাবলো সারাবিয়া, তবে রক্ষণে তা প্রতিহত হয়।

কিছুটা সময় দুই পক্ষের অগোছালো আক্রমণের পর ২২তম মিনিটে দ্রুত বল ক্লিয়ার করতে ছোট ভুল করে বসেন স্পেন গোলরক্ষক, সেই সুযোগে তাকে চ্যালেঞ্জ জানান রোনালদো। গোলরক্ষকের পায়ের বাধায় পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করেন পর্তুগাল অধিনায়ক। রেফারি অবশ্য কর্নারের বাঁশি বাজান

ওই কর্নার থেকেই লক্ষ্যে প্রথম শট নেয় পর্তুগাল। রুবেন নেভের দূর থেকে নেওয়া শট ঝাঁপিয়ে ফেরান স্পেন গোলরক্ষক। ৩৩তম মিনিটে দিয়োগো জটার শটও কর্নারের বিনিময়ে ফেরান উনাই সিমোন।

চাপ ধরে রেখে ৩৭তম মিনিটে আবারও গোছালো আক্রমণ শাণায় পর্তুগাল। এবার ব্রুনো ফের্নান্দেসের বুলেট গতির শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে জাল অক্ষত রেখে বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই ফের স্পেনের ডি-বক্সে বল এবং জটার পাস পেয়ে কাছ থেকে রোনালদোর শট। তবে সিমোনের বাধা এবারও এড়াতে পারেনি তারা।

শেষের গোলে পর্তুগালকে হারিয়ে ফাইনালসে স্পেন ৭০তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল পর্তুগাল। কারবাইয়োর পাস পেয়ে দিয়াসের নেওয়া শট গোলরক্ষককে ফাঁকিও দেয়, কিন্তু শেষ মুহূর্তে কোনোমতে কর্নারের বিনিময়ে ফেরান ডিফেন্ডার দানি কারভাহাল।

দুই মিনিট পর আরও একবার হতাশা বাড়ান রোনালদো। জটা ডি-বক্সে ফাঁকায় বল পাঠান, কিন্তু যথেষ্ট দ্রুত বলের কাছে পৌঁছাতে পারেননি আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১১৭ গোল করা তারকা।

৭৩তম মিনিটে ফেররান তরেসের বদলি নেমেই সুযোগ তৈরি করেন নিকো উইলিয়ামস। যদিও স্প্যানিশ ফরোয়ার্ডের শট ঠেকাতে তেমন বেগ পেতে হয়নি পর্তুগাল গোলরক্ষকের।

৭৭তম মিনিটে আরও একটি হাফ-চান্স নষ্ট করা মোরাতা নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে গড়ে দেন ব্যবধান। সতীর্থের ক্রসে হেড পাসে উইলিয়ামস বল বাড়ান অন্য পাশে আর কাছ থেকে ডান পায়ের শটে ফাঁকা জালে গোলটি করেন আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার।

শেষের গোলে পর্তুগালকে হারিয়ে ফাইনালসে স্পেনছয় ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো স্পেন। ১ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে পর্তুগাল।

স্পেনের সঙ্গে আগামী বছরের শিরোপা লড়াইয়ে জায়গা করে নেওয়া অন্য তিন দল হলো ক্রোয়েশিয়া, ইতালি ও নেদারল্যান্ডস।

গ্রুপের আরেক ম্যাচে চেক রিপাবলিককে ২-১ গোলে হারানো সুইজারল্যান্ডের পয়েন্ট ৯। ৪ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে ‘বি’ লিগে নেমে গেল চেক রিপাবলিক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৬: মুস্তাফিজকে নিয়ে যে সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস

আইপিএল ২০২৬: মুস্তাফিজকে নিয়ে যে সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস

নিজস্ব প্রতিবেদক: দিল্লি ক্যাপিটালস (ডিসি) আনুষ্ঠানিকভাবে তাদের প্রাক-নিলাম কৌশল চূড়ান্ত করে আইপিএল ২০২৬ মিনি-নিলামের জন্য ...

আইপিএল ২০২৬: ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ

আইপিএল ২০২৬: ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের আইপিএলের আগে বড় ধরনের রদবদল আনল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অবশেষে ...

ফুটবল

ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: আজ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের নকআউট পর্বের এক রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই ...

সহজে যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ম্যাচ

সহজে যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আজ, মঙ্গলবার (১৮ নভেম্বর), রাতে মাঠে গড়াচ্ছে ...