| ঢাকা, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

চোখের জলে টেনিসকে বিদায় জানালেন ফেদেরার

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৪ ১৩:৫৯:৩২
চোখের জলে টেনিসকে বিদায় জানালেন ফেদেরার

গত রাতে লেভার কাপে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার। চোখের জলে ভক্তদের ভাসিয়ে টেনিস থেকে বিদায় নিলেন ২০ গ্র্যান্ডস্ল্যাম জয়ী সুইস তারকা।

লন্ডনে নিজের শেষ ম্যাচে কান্নায় ভেঙে পড়েছেন ফেদেরার। স্ত্রী মিরকা শক্ত করে জড়িয়ে ধরেও থামাতে পারছেন না তাঁকে। ছেলে, মেয়ে, বাবা, মা ফেদেরারের কান্না থামাতে গিয়ে উল্টো অশ্রুশিক্ত। শান্তনা দিতে গিয়ে নোভাক জকোভিচও বারবার চোখ মুছলেন। অন্যদিকে নাদালতো হাউমাউ করেই কেঁদে উঠলেন। আবেগের এক অন্যরকম মুহূর্ত সৃষ্টি হলো লন্ডনের রড লেভার অ্যারেনায়।

দুই যুগ ধরে টেনিসে আনন্দের উপলক্ষ ছিলেন যিনি; তাকে এভাবে কান্না করতে দেখে কে নিজেকে সামলাবেন? টেনিস রাজ্যকে কান্নায় ডুবিয়ে ক্ল্যাসিক টেনিস রাজা রজার ফেদেরার তার রং ছড়ানো ক্যারিয়ারকে অবশেষে ‘গুডবাই’ জানিয়ে দিলেন।

লন্ডনে শেষ লড়াইয়ে ফেদেরার সঙ্গী করেছিলেন কোর্টের তুমুল প্রতিদ্বন্দ্বী, রোমাঞ্চকর বহু দ্বৈরথ উপহার দেয়া রাফায়েল নাদালকে। বন্ধু ফেদেরারকে জয় উপহার দেবার জন্য নাদালের সে যে কি তীব্র বাসনা। কিন্তু শেষটা জয় দিয়ে হলো না।

ফেদেরারের পেশাদার টেনিসে যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে। কে বুঝেছিল যে, তখন টেনিস কোর্টের বল বয় একদিন টেনিস সাম্রাজ্য শাসন করবেন।

২০০৬ সালে উইম্বলডন দিয়ে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন রজার ফেদেরার। এরপর দেখতে দেখতে কিংবদন্তি পিট সাম্প্রাসের রেকর্ড ১৪ গ্র্যান্ডস্ল্যামকে পেছনে ফেলেন। প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে জেতেন ২০টি গ্র্যান্ডস্ল্যাম।

দুই যুগের ক্যারিয়ারের দেড় হাজারেরও বেশি ম্যাচ খেলেছেন ফেদেরার। ক্ল্যাসিক টেনিসে যুগ মোহিত করে রেখেছিলেন বিশ্বকে। ক্যারিয়ারে সবচেয়ে বেশি ৮টি উইম্বলডনের শিরোপা জিতেছেন ফেদেরার। ছয়টি অস্ট্রেলিয়ান ওপেন, পাঁচটি ইউএস ওপেন এবং একটি ফ্রেঞ্চ ওপেন আছে তাঁর ক্যারিয়ারে।

গত তিন বছর ধরে ইনজুরির সাথে যুদ্ধ চলছিলো তাঁর। বেশির ভাগ সময়ই কাটছিল কোর্টের বাইরে। বয়সও ৪১ হয়ে গেছে। তাই থেমে যাওয়ার সিদ্ধান্ত নেন। রড লেভারে শেষবার কোর্টে রজার ফেদেরার হাসলেন, কাঁদলেন, কাঁদালেন এবং নাদাল, জকভিচদের কাঁধে চড়ে টেনিসকে বিদায় বললেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৬: মুস্তাফিজকে নিয়ে যে সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস

আইপিএল ২০২৬: মুস্তাফিজকে নিয়ে যে সিদ্ধান্ত নিল দিল্লি ক্যাপিটালস

নিজস্ব প্রতিবেদক: দিল্লি ক্যাপিটালস (ডিসি) আনুষ্ঠানিকভাবে তাদের প্রাক-নিলাম কৌশল চূড়ান্ত করে আইপিএল ২০২৬ মিনি-নিলামের জন্য ...

আইপিএল ২০২৬: ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ

আইপিএল ২০২৬: ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের আইপিএলের আগে বড় ধরনের রদবদল আনল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। অবশেষে ...

ফুটবল

মঙ্গলবার বাংলাদেশ-ভারত ম্যাচ, কখন ও কিভাবে দেখবেন

মঙ্গলবার বাংলাদেশ-ভারত ম্যাচ, কখন ও কিভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এএফসি এশিয়ান কাপ ২০২৭ এর বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল, মঙ্গলবার (১৮ নভেম্বর, ...

ভারত-বাংলাদেশ ডার্বি: হামজার ওপর ভরসা

ভারত-বাংলাদেশ ডার্বি: হামজার ওপর ভরসা

নিজস্ব প্রতিবেদক: এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স-এর লড়াইয়ে আগামীকাল, মঙ্গলবার রাত ৮টায়, জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ...