গৌরব কাপুর বাংলাদেশ ক্রিকেটের 'প্রবলেম চাইল্ড' নামে আখ্যা দিয়েছেন যে খেলোয়াড়কে
নিজেদের প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশ এখন অনেকটা ব্যাকফুটে। সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই। এই ম্যাচের আগে অবশ্য ক্রিকবাজের একটি অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব। ম্যাচ-পরবর্তী শোতে অজয় জাদেজা-পার্থিব প্যাটেল লাল-সবুজ দলের সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেছিলেন।
তবে এর আগে শোয়ের উপস্থাপক গৌব কাপুর জাদেজাকে প্রশ্ন করেছিলেন, "সাকিব কি বাংলাদেশ ক্রিকেটের সমস্যা শিশু?" জবাবে জাদেজা বোর্ড ও সাকিবের মধ্যে সমঝোতার বিষয়টি তুলে ধরেন এবং বিভিন্ন সময়ে টি-টোয়েন্টি অধিনায়কের নানা বিতর্কেরও জবাব দেন।
গৌরব: সাকিব অনেক প্রতিভাবান ক্রিকেটার কিন্তু ওকে নিয়ে কিছু না কিছু চলতেই থাকে। অন্যতম সেরা অলরাউন্ডার, অসাধারন ক্রিকেটার। কিন্তু আপনার কি মনে হয় সাকিব বাংলাদেশ ক্রিকেটের 'প্রবলেম চাইল্ড'?। যে সবসময় কোন না কোন ঝামেলা বাধাবেই!
উত্তরে জাদেজা বলেন, 'এটা তো স্বাভাবিক, সে যদি সাধারণ কোন বাচ্চা হত তাহলে সে সাধারণ একজন ক্রিকেটার হত। ওকে ভিন্ন ভাবে চিন্তা করতে হয়, ভিন্ন ভাবে কাজ করতে হয়। এমনটা হবেই। এখানে অনেকসময় বাচ্চাকে বুঝতে হবে বাবা-মা'ই (বোর্ড) আসল বস। অথবা তাকে বাড়ি ছেড়ে নিজের মত করে জীবনযাপন করতে হবে। এক্ষেত্রে এটা সম্ভব না, কারণ আপনি যখন দেশের হয়ে খেলবেন তখন বোর্ডের অধীনে আপনাকে থাকতে হবে। আপনাকে এটা বুঝতে হবে।'
'তরুন বয়সে এসব আসলে মাথায় আসে না। সে হয়তো ভাবত আমি অনেক ভালো খেলি, আমি ভালো করব তাহলে বোর্ড কেন আমার কথা শুনবে না। কিন্তু এখন এটা আর হচ্ছে না, এই যুদ্ধটা শেষ। আমি আশা করছি এই মুহূর্তে সব সমাধানে আছে, যেখানে বোর্ড ও সাকিব দুজনই নিজেদের অবস্থান সম্পর্কে জানে। বোর্ড হয়তো এটা মানে যে এটা আমাদেরই ছেলে, সাকিবও এটা মানে এরা মুরোব্বি (বোর্ড) এদের সঙ্গে লড়াই করে আমি কথায় যাব।' আরও যোগ করেন তিনি।
তৃতীয় মেয়াদে এশিয়া কাপের আগে আবারও বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হয়েছেন সাকিব। জাদেজার দাবি, বোর্ড ও সাকিব এখন নিজেদের অবস্থান সম্পর্কে জানে। এছাড়া এই অলরাউন্ডারকে ক্লাসের 'দুষ্ট ছেলে' হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি।
জাদেজা বলেন, 'এখন যেহেতু ওরা (বোর্ড) সাকিবকে আবারও অধিনায়ক করেছে, সে হয়তো নিজের অবস্থান সম্পর্কে জানে। মাঠ ও মাঠের বাইরে নানা ঝামেলার সম্মুখীন হয়েছে সে। স্টাম্পে লাথি মেরেছে, নিষিদ্ধ হয়েছে। দলের বাইরে থেকে। তবে একটা বিষয় নিশ্চিত সে ভালো ক্রিকেটার, ভালো ব্যাটার। সে হয়তো এতোটাও আক্রমণাত্মক না। কিন্তু পরিসংখ্যানের পাল্লা অনেক ওজন। ১০০০ রান করেছে ১০০'র ওপর উইকেট নিয়েছে, এই ফরম্যাটে একমাত্র যিনি। এতেই বোঝা যায় সে কেমন ক্রিকেটার।'
'ক্লাসের দুষ্ট ছেলেকে মনিটর করলে সে ক্লাস সামলে নিবেই। বাংলাদেশ দলে অনেক প্রইভা আছে। মাহমুদউল্লাহ ৬-৭ এ নামে। সে যদি ৩,৪ বা ৫ এ নামে তাহলে খেলার ধরন বদলে যেতে পারে। আমি দেখতে মুখিয়ে আছি সাকিব কিভাবে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যায়। ওর সামনে সুযোগ আছে এই ফরম্যাটে দলের সামর্থ্য প্রমানের' আরও যোগ করেন তিনি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- শেখ হাসিনার বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা জানাল ভারত
- পে-স্কেল: সনাতনী পদ্ধতির বদলে সিটিজি ও পারফরম্যান্সভিত্তিক বেতন কেন জরুরি
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী
- দেশের বাজারে আজ এক ভরি ২১ ক্যারেট সোনার দাম
- আগামীকাল গণপরিবহন চলবে কিনা, যা জানা গেল
- মঙ্গলবার বাংলাদেশ-ভারত ম্যাচ, কখন ও কিভাবে দেখবেন
- আজকের সোনার বাজারদর: ১৭ নভেম্বর ২০২৫
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে শেখ হাসিনার অডিও বার্তা
- সারাদেশে শীতের মাঝেই বৃষ্টির আভাস
- আজকের সোনার বাজারদর: ১৮ নভেম্বর ২০২৫
- রাত পোহালেই শেখ হাসিনার মামলার রায়: সর্বশেষ যা জানা গেল
- পে স্কেল বাস্তবায়নে কঠোর আলটিমেটাম আসছে
- তিন বছরের সর্বনিম্ন চিনির দাম
- বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর
