তাসকিন নাকি নাসুম, দেখেনিন একাদশে জায়গা হচ্ছে যার
আর মাত্র কয়েক ঘণ্টা পরেই এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সাকিব আল হাসানকে মাঠে নামবে বাংলাদেশ। লক্ষ লক্ষ ভক্ত টাইগারদের শারীরিক ভাষা, পারফরম্যান্স এবং ফলাফল দেখার জন্য উন্মুখ। ম্যাচ শুরুর আগে থেকেই একাদশ নিয়ে কৌতূহল সবার।
ইনসাইড নিউজ আজ শারজাহ স্টেডিয়ামের উদ্দেশ্যে টিম বাস রওনা হওয়ার আগে প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করা হবে। তবে দলের সমন্বয় নিয়ে কিছুটা সংশয় রয়েছে বলে জানা গেছে। অতএব, একাদশ দিনের আগে এটি করা ঠিক নয়। ব্যাটিং নিয়ে কোনো সংশয় নেই টিম ম্যানেজমেন্টের।
এনামুল হক বিজয়ের সঙ্গে শেষ মুহূর্তে সুযোগ পাওয়া নাইম শেখকে দিয়ে ইনিংসের সূচনা করার সিদ্ধান্ত একরকম পাকা। আর মোসাদ্দেক হোসেন সৈকতকে ধরে ৭ ব্যাটার খেলানো মোটামুটি নিশ্চিত বলেই জানা গেছে। অধিনায়ক সাকিবের তিন নম্বরে খেলাও মোটামুটি চূড়ান্ত। আফিফ হোসেন ধ্রুবকে চারে খেলিয়ে পাঁচে মুশফিক, ছয়ে মোসাদ্দেক ও রিয়াদকে সাত নম্বরে খেলানোর চিন্তা ভাবনা চলছে।
এই ব্যাটিং লাইনআপের সঙ্গে দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদি হাসান যুক্ত হবেন বলে শোনা যাচ্ছে। সাইফউদ্দিনের অন্তর্ভুিক্ততে বাড়তি বোলার খেলানোর পথ হয়েছে প্রশস্থ। বাকি দুই পজিশনে আরও দুই পেসার খেলানো হতে পারে।
বাঁহাতি মোস্তাফিজুর রহমান ও দ্রুতগতির তাসকিন থাকতে পারেন একাদশে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সুবিধা করতে না পারা তাসকিনকে খেলানো না হলে মোস্তাফিজ ও সাইফউদ্দিনকে নিয়েই গঠিত হতে পারে পেস ডিপার্টমেন্ট। তখন আরও একজন বাড়তি স্পিনার খেলানোর সুযোগ থাকবে।
নাসুম আহমেদ বা মেহেদি হাসান মিরাজের কেউ একজন হতে পারেন সেই স্পিনার। তাহলে কী দাঁড়ালো? খুব সম্ভাবনা দুই পেসার খেলানোর। তাতে করে সাকিবের সঙ্গে শেখ মেহেদি ও নাসুম আহমেদের খেলার সম্ভাবনা রয়েছে। আর পেসার সংখ্যা বাড়িয়ে তিনে নিয়ে গেলেও সাকিবের সঙ্গে অফস্পিনার শেখ মেহেদির দলভুক্তি মোটামুটি নিশ্চিত।
এখন দেখার বিষয় পেসার তিনজন নাকি দুইজন খেলেন? শারজাহর পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। তবে শতভাগ ব্যাটিংস্বর্গ নয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিশেষ করে দ্বিতীয় সেশনের মাঝামাঝি সময়ে গিয়ে স্লথ হতে থাকে। সে কারণে বাংলাদেশ শেষ পর্যন্ত তিন পেসার ফর্মুলায় যাবে কি না সন্দেহ।
কারণ তিন পেসার নিয়ে মাঠে নামার অর্থ হলো তাসকিনের অন্তর্ভক্তি। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে তাসকিন সুবিধা করতে পারেননি। ৪ ওভারে ৪২ রান দিয়ে উইকেট পাননি। সিরিজে পরের দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি।
তাসকিনের বদলে সুযোগ পেয়ে সমীহ জাগানো বোলিং করেন হাসান মাহমুদ। কিন্তু ইনজুরির কারণে এশিয়া কাপ স্কোয়াডে নেই হাসান। তাই তিন পেসার নিয়ে দল মাঠে নামলে তাসকিনকে খেলানো ছাড়া পথ নেই। তাসকিনকে খেলানো নিয়ে একটা সংশয় থাকলেও তাকে খেলানোর পক্ষেও আছে যুক্তি।
তাসকিন না খেললে ৩ স্পিনার নিয়ে দল সাজানো হলে সাকিব ও শেখ মেহেদির সঙ্গে নাসুমের দলভুক্তির সম্ভাবনা বেড়ে যায়। নাসুম জিম্বাবুয়ে সফরে বেদম মার খেয়েছেন। প্রথম ম্যাচে ৪ ওভারে বিনা উইকেটে ৩৮ রান দেওয়া নাসুম শেষ খেলায় মাত্র ২ ওভারে দিয়ে বসেন ৪০ রান।
তাকে এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে খেলানোয় থাকছে রাজ্যের ঝুঁকি। তবে যেহেতু মার্চে আফগাস্তিানের সঙ্গে ঘরের মাঠে নাসুমের আছে ম্যাচ উইনিং এক স্বপ্নীল স্পেল (চার ওভারে ১০ রানে ৪ উইকেট), তাই তাকে বাইরে রাখার আগে ভাবতে হচ্ছে কয়েকবার।
সবমিলিয়ে একাদশ সাজাতে গিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বেই ভুগছে টিম ম্যানেজমেন্ট। দেখা যাক শেষ পর্যন্ত পঞ্চম বোলিং অপশন হিসেবে কাকে বেছে নেয়া হয়, পেসার তাসকিন নাকি স্পিনার নাসুম?
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেলে অগ্রাধিকার পাচ্ছে যে বিষয়
- নবম পে স্কেল: বাস্তবায়ন নিয়ে নতুন ইঙ্গিত
- বুধবার সাধারণ ছুটি: খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
- ৯ কেন্দ্রীয় হেভিওয়েট নেতাকে বহিষ্কার করলো বিএনপি
- পে-স্কেল নিয়ে সুখবর, অগ্রাধিকার পাচ্ছে ৩ বিষয়
- দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
- আজকের সোনার বাজারদর: ৩১ ডিসেম্বর ২০২৫
- ২ জানুয়ারির প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- জানুয়ারির মধ্যে জমা হচ্ছে পে-স্কেলের সুপারিশ: চূড়ান্ত ডেডলাইন জানাল কমিশন
- বিএনপির বড় রদবদল; তারেক রহমানের নতুন আসন ও চূড়ান্ত তালিকা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ স্থগিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
- বছরের শুরুতেই স্বস্তি: দেশের বাজারে কমলো ডিজেল, অকটেন ও পেট্রলের দাম
- হাড়কাঁপানো শীতের মাঝেই আসছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
- আজ সাধারণ ছুটিতে যা যা বন্ধ থাকবে, যা যা খোলা থাকবে
- আজকের সোনার বাজারদর: ০১ জানুয়ারি ২০২৬
