ক্রিকেট বোর্ডের পরিকল্পনা মনে ধরেছে ডমিঙ্গোর

সেসময় শুধু জাতীয় দলের জন্য নয়, বিসিবি’র হাই পারফরম্যান্স দলের জন্যও কোচ খুঁজে বিসিবি। তাতে সাড়া দেন রাসেল ডমিঙ্গো। এইচপি দল নিয়ে নানান পরিকল্পনা সাজিয়ে বিসিবি'র কাছে উপস্থাপন করলে মনে ধরে যায় বোর্ডের।
বিসিবি খুশি হয়ে এইচপি দল নয় বরং জাতীয় দলের হেড কোচ করে দেয় রাসেল ডমিঙ্গোকে। না চাইতে পেয়ে যাওয়া দায়িত্ব ঠিকঠাক কাজে লাগাতে ব্যর্থ হন এই দক্ষিণ আফ্রিকান কোচ।
দুই বছর পার না হতেই ডমিঙ্গোর উপর নেমে এলো কালো মেঘের ছায়া। আসন্ন এশিয়া কাপে দলের সঙ্গে না পাঠানোর সিদ্ধান্তের সঙ্গে সরিয়ে দেয়া হলো টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকেও।
টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলেও রাখা হয়েছে টেস্ট আর ওয়ানডে দলের হেড কোচের দায়িত্বে। টি-টোয়েন্টি দলের সঙ্গে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে যুক্ত করা হয়েছে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে। বিসিবি’র এমন পরিকল্পনায় ডমিঙ্গো নারাজ নন, বরং খুশি হয়েছেন বলে জানিয়েছেন সংবাদ সম্মেলনে।
‘আমার পরিকল্পনা মনে ধরেছে। আমি মনে করি, এটা আমাকে টেস্টে এবং পঞ্চাশ ওভারের ক্রিকেটে আরও মনোযোগী করে তুলবে। টি-টোয়েন্টিতে আমাদের কিছু ভালো ফল আছে। আবার কিছু খারাপ ফলও আছে। আমি মনে করি এটা খুব ভালো দিক যে আমরা নতুন করে আবার টি-টোয়েন্টির যাত্রা শুরু করতে যাচ্ছি।’
ডমিঙ্গো আরও বলেন, ‘আমি খুব খোলা মনের। এটা শুধু আমার একার দল নয়। কিংবা আমাকে নিয়েই সব, এমন কিছু নয়। যেভাবে দলের উন্নতি সম্ভব বলে নীতিনির্ধারকেরা মনে করছেন সেভাবেই তারা সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাদের সেই সিদ্ধান্তকে সমর্থন করছি। এটা আমাকে আরও সুযোগ দিচ্ছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার, পঞ্চাশ ওভারের বিশ্বকাপ সামনে আসছে। আমাদের টেস্ট ক্রিকেটেও অনেক কাজ বাকি।’
এশিয়া কাপ কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে ওয়ানডে দলের খেলোয়াড়দের সঙ্গে থাকা ছাড়াও ডমিঙ্গো সময় দিতে পারবেন পরিবারকে। জানা গেছে বিশ্বকাপ চলাকালীন ন্যাশনাল ক্রিকেট লিগের ম্যাচগুলোও দেখবেন তিনি।
দায়িত্ব কমায় বিশেষ করে পরিবারকে সময় দেয়ার কথা উল্লেখ করে ডমিঙ্গো বলেন, ‘এখন আমি আমার পরিবার নিয়েও কিছুটা সময় কাটাতে পারবো। গত বছরের জানুয়ারি থেকে এই বছরের জানুয়ারি পর্যন্ত মাত্র পাঁচ সপ্তাহ পরিবারকে সময় দিতে পেরেছি। সামনে আমরা আরও সতেজ হয়ে আসতে পারব। আমার কাছে পরিবারটাও গুরুত্বপূর্ণ।’
আপনার ন্য নির্বািত নিউজ
- অনড় জামায়াত-বিএনপি-এনসিপি: সেনাপ্রধানের শঙ্কা বাস্তব রূপ নিচ্ছে
- কমে গেল পেঁয়াজের দাম
- রাজনীতিতে উত্তেজনা, সেনাপ্রধানের শঙ্কা সত্যি হচ্ছে
- যেসব রোগের জন্য ডাবের পানি বিষের সমান
- শিক্ষক ভাতা বাড়ছে ১৫০০ টাকা, তবু অসন্তোষ
- বিভিন্ন দেশের আজকের টাকার রেট (১৮ আগস্ট)
- রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ, রাজনীতিতে তোলপাড়
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন কিডনিতে ক্যান্সার হয়েছে
- পেছালো টাইফয়েড টিকাদান কর্মসূচি
- ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং বন্ধ, মিলবে শুধু ডিজিটাল
- বিয়ে কি আল্লাহর পক্ষ থেকে আগেই নির্ধারিত
- বন্যার পূর্বাভাস: রোববার ৮ জেলা প্লাবিত হতে পারে
- অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন জাবেদ পাটোয়ারী: নতুন তথ্য
- আজকের স্বর্ণের দাম: ভরিতে কমেছে ১,০০০ টাকা