হঠাৎ মিরাজ-শান্তের প্রশংসায় পঞ্চমুখ টাইগার সাবেক কোচ

মিরাজ ও শান্তকে জাতীয় দলে দেখে তাই পুলকিত, সন্তুষ্ট এ অস্ট্রেলিয়ান তারকা। দায়িত্ব নিয়ে কাজ শুরুর আগে রোববার মিডিয়া সেশনের শুরুতে শান্ত-মিরাজের সেই যুব দলে থাকা সময়ের স্মৃতিচারণ করলেন স্টুয়ার্ট ল।
তিনি জানিয়ে দিলেন, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যখনই কাজ করার সুযোগ হয়েছে, তখনই তার মনে হয়েছে এ দেশে প্রতিভার কমতি নেই। এখানে অনেক প্রতিভা আছে।
স্টুয়ার্ট লয়ের কথা, ‘ফিরে এসে ভালো লাগছে। আজ এখানে এসে কিছু পরিচিত, বন্ধুত্বপূর্ণ মুখ দেখতে পেলাম। অনেক ভালো স্মৃতি আছে এখানে। তাই ফিরতে পেরে ভালোই লাগছে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যখন থেকেই আছি, আমার মনে হয়েছে এখানে অনেক প্রতিভা আছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেছি। যেখানে মিরাজ-শান্তরা ছিল। ওদের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখে আমার খুব ভালো লাগছে। এটা যে শুধুই তরুণ ক্রিকেটার তৈরির জায়গা, তা কিন্তু নয়। আমি জানি যে এটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটাই হওয়া উচিত মূল উদ্দেশ্য।’
যুব দলকে খেলোয়াড় তৈরির কারখানার পাশাপাশি মানুষ গড়ে তোলার জায়গা বলেও মনে করেন ল, ‘এটা মানুষ গড়ারও জায়গা। মিরাজ-শান্তদের যখন দেখি, ওদের বিশাল হাসি দেখতে পারি। ওরা খুব গর্বিত নিজেদের পরিবার নিয়ে। ওরা এখন বিবাহিত। ওরা ক্ষুদে ক্রিকেটার থেকে শুরু করে এখন বড় হচ্ছে। ক্রিকেটে তো অবদান রাখছেই, ক্রিকেটের বাইরেও অনেক কিছু করেছে। এটাই আমি চাই।’
স্টুয়ার্ট ল অবলীলায় বলে দিলেন, জাতীয় দলের হেড কোচের চেয়ে যুব দলের কোচিংটা ভালো লাগে তার। এ অস্ট্রেলিয়ানের মনে হয় জাতীয় দলের হেড কোচের কাজ করার ক্ষেত্র তুলনামূলক কম। তার চেয়ে যুব দলের সঙ্গে কাজ করার পরিধি ও ক্ষেত্রে বেশি।
তাই মুখে এমন কথা, ‘আমি প্রধান কোচের দায়িত্ব পালন করেছি বিশ্বের বিভিন্ন জায়গায়। সত্যি কথা বলতে, আন্তর্জাতিক দলের প্রধান কোচ হিসেবে খুব বেশি কোচিংয়ের সুযোগ থাকে না। এটা মূলত অনেক কথা বলা, প্রশাসনিক কাজ করার জায়গা। কিন্তু এই দায়িত্বটা আমাকে উঠতি ক্রিকেটার নিয়ে কাজ করার সুযোগ এনে দেবে। যেখানে আমি পার্থক্য এনে দিতে পারবো। শুধু ক্রিকেটীয় সামর্থ্যে নয়, তরুণ ব্যক্তিত্ব গড়ার ক্ষেত্রেও সাহায্য করতে পারবো। তাই সুযোগটা যখন এলো, আমার জন্য হ্যাঁবলা খুব সহজ ছিল।’
আপনার ন্য নির্বািত নিউজ
- অনড় জামায়াত-বিএনপি-এনসিপি: সেনাপ্রধানের শঙ্কা বাস্তব রূপ নিচ্ছে
- কমে গেল পেঁয়াজের দাম
- রাজনীতিতে উত্তেজনা, সেনাপ্রধানের শঙ্কা সত্যি হচ্ছে
- যেসব রোগের জন্য ডাবের পানি বিষের সমান
- শিক্ষক ভাতা বাড়ছে ১৫০০ টাকা, তবু অসন্তোষ
- রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ, রাজনীতিতে তোলপাড়
- বিভিন্ন দেশের আজকের টাকার রেট (১৮ আগস্ট)
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন কিডনিতে ক্যান্সার হয়েছে
- পেছালো টাইফয়েড টিকাদান কর্মসূচি
- ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং বন্ধ, মিলবে শুধু ডিজিটাল
- বিয়ে কি আল্লাহর পক্ষ থেকে আগেই নির্ধারিত
- বন্যার পূর্বাভাস: রোববার ৮ জেলা প্লাবিত হতে পারে
- অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন জাবেদ পাটোয়ারী: নতুন তথ্য
- আজকের স্বর্ণের দাম: ভরিতে কমেছে ১,০০০ টাকা