রুটের ব্যাটে জয়ের পথে ইংল্যান্ড

কিন্তু কে জিতবে লর্ডস টেস্টে? ইংল্যান্ড নাকি নিউজিল্যান্ড? সম্ভাবনার পাল্লাটা ইংল্যান্ডের দিকেই বেশি ঝুঁকে আছে। আর মাত্র ৬১ রান করলেই জয় নিশ্চিত। কিন্তু উইকেট যে হাতে আছে আর কেবল ৫টা!
ক্রিকেট সব সময়ই গৌরবময় অনিশ্চয়তার খেলা। টেস্ট ক্রিকেট হলে তো কথাই নেই। সেই গৌরবময় অনিশ্চয়তার কারণেই মাত্র ৬১ রান বাকি থাকলেও ইংল্যান্ডের সম্ভাবনাকে নিরঙ্কুশ বলার কোনো সুযোগ নেই।
কারণ যে কোনো একটি স্পেলেই বদলে যেতে পারে দৃশ্যপট। জয়ের রাস্তা থেকে পরাজয়ের রাস্তায় চলে যেতে পারে বেন স্টোকসরা। সে ক্ষেত্রে অবশ্য টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন কিংবা কলিন ডি গ্র্যান্ডহোমদের একটি-দুটি ম্যাজিক্যাল স্পেল করতে হবে।
ইংল্যান্ডের জয়ের স্বপ্ন টেনে চলছেন সাবেক অধিনায়ক জো রুট। ৭৭ রান নিয়ে ব্যাট করছেন তিনি। তার সঙ্গী বেন ফোকস। তিনি ব্যাট করছেন ৯ রান নিয়ে। বলা যায়, কোনো অঘটন না ঘটলে ম্যাচটা ইংল্যান্ডই জিতবে।
দ্বিতীয় দিন শেষে লর্ডসে হারের মুখে দাঁড়িয়ে ছিল ইংল্যান্ড; কিন্তু শনিবার প্রথমে স্টুয়ার্ট ব্রড বল হাতে এবং শেষে জো রুট ব্যাট হাতে স্বাগতিকদের ম্যাচে ফিরিয়ে আনেন।
শুক্রবার ২৩৬ রানে চার উইকেট হারিয়ে দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল এবং টম ব্লান্ডেলের দাপটে বড় স্কোরের দিকেই এগচ্ছিল কিউইরা; কিন্তু শনিবার স্টুয়ার্ট ব্রডের বলে মিচেল ফেরেন ১০৮ রান করে। জেমস অ্যান্ডারসন ফিরিয়ে দেন ব্লান্ডেলকে। শতরান থেকে চার রান দূরে থেমে যায় তার ইনিংস।
ব্রডের এক ওভারে তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। সেখানেই ম্যাচ ঘুরে যায় ইংল্যান্ডের দিকে। ৮৩তম ওভারের তৃতীয় বলে আউট হন মিচেল। পরের বলে রান আউট হন প্রথম ইনিংসে রান পাওয়া কলিন ডি গ্র্যান্ডহোম। ওভারের পঞ্চম বলে কাইল জেমিসনকে বোল্ড করেন ব্রড। নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় ২৮৫ রানে।
ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন হয় ২৭৭ রান। চতুর্থ ইনিংসে এই বিশাল রান তাড়া করতে নেমে প্রথমেই ফিরে যান জ্যাক ক্রাউলি। মাত্র ৯ রান করে আউট হন তিনি। অন্য ওপেনার অ্যালেক্স লিস করেন ২০ রান। দুই ওপেনারকেই ফেরান জেমিসন।
রান পাননি অলি পোপও। ১০ রান করেন তিনি। বোল্টের বলে বোল্ড হন পোপ। জনি বেয়ারস্টো ১৬ রানে আউট হন। ৬৯ রানে চার উইকেট হারিয়ে ইংল্যান্ড শিবিরে তখন ফের হারের আশঙ্কা।
ওই সময়ই সাবেক এবং বর্তমান অধিনায়কের ব্যাটে প্রাণ ফিরে পেল ইংল্যান্ড। জো রুট এবং বেন স্টোকস ৯০ রানের জুটি গড়েন। স্টোকস ৫৪ রান করে ফিরলেও এখনও ক্রিজে রয়েছেন রুট। উইকেটরক্ষক বেন ফোকসকে সঙ্গী করে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি কর্মচারীদের বেতন কত হওয়া উচিত: যা জানা গেল
- আজকের টাকার রেট: ডলার, রিয়াল ও রিংগিতের বিনিময় হার
- বাংলাদেশে প্রথমবার MVNO সিম চালু করতে যাচ্ছে বিটিসিএল
- বিয়ের সাজে মামা দরজায় অনশনে ভাগ্নী
- দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা
- ঢাকায় ধরা পড়া হারুনকে যুক্তরাষ্ট্রে পাঠালো কারা
- দেশের বাজারে আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে যে হারে: মার্চ-এপ্রিলেই কার্যকর
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণ: গ্রাহকের টাকা কতটা সুরক্ষিত
- ১ অক্টোবর থেকে টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন না যারা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: আজকের একাদশে চমক
- চাঁদকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার গোপন তথ্য ফাঁস! কোন দেশ জড়িত
- আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- দলিল থাকলেও ছাড়তে হবে ৫ ধরনের জমির দখল
- টানা ১০ দিন চিনি না খেলে শরীরে কী হয়