অভিষিক্ত গুজরাট জিতলেন আইপিএল শিরোপা

পরে জয়ের লক্ষে জবাবে ব্যাট হাতে ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়া, শুভমান গিলরা ব্যাট হাতে মুল কাজটা করে দেন। ব্যাট-বল দুই বিভাগের দারুণ পারফরম্যান্সে ১৫তম আইপিএল ফাইনালে রাজস্থানকে ৭ উইকেটে হারিয়েই শিরোপা জিতেছে গুজরাট।
আইপিএল ইতিহাসে প্রথমবার আইপিএল খেলতে এসেই শিরোপা জিতল গুজরাট। এতে দুর্দান্ত ভূমিকা রাখলেন হার্দিক পান্ডিয়া। আজ গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে কার্যকারী একটা ইনিংসও খেলেছেন পান্ডিয়া।
এতোদিন মুম্বাই ইন্ডিয়ান্সের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা হার্দিককে মোটা অংকে কিনে অধিনায়কত্ব দেয় গুজরাট। প্রথমবার আইপিএল খেলতে নামা দলটা যে সঠিক নির্বাচনই করেছেন সেটা বুঝা গেল শিরোপা জয়ের মাধ্যমে। পুরো সিরিজে রান করেছেন পান্ডিয়া। ব্যাট হাতে বেশ ফর্মে ছিলেন। ৪৮৭ রান করেন চলতি আইপিএলের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। পাশাপাশি উইকেট পেয়েছেন ৮টি।
আজ ফাইনালের লড়াইয়ে শুরুতেই গুরাটের সেরা তারকা জস বাটলারকে ফিরিয়ে বড় বাঁধা কাটিয়েছেন পান্ডিয়া। চার ওভার বোলিং করে মাত্র ১৭ রানে তিন উইকেট তুলে নেওয়া পান্ডিয়াই আজ দিনের বোলার। পরে ব্যাট হাতে ৩২ রানের কার্যকারী এক ইনিংস খেলে বড় ভূমিকা রেখেছেন।
রোববার (২৯ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোজি স্টেডিামে টস জিতে প্রথমে ব্যাটি করার সিদ্ধন্ত নেন রাজস্থান অধিনায়ক স্যাঞ্জু সামসন। এটাই বুঝি কাল হলো! শুরুটা অবশ্য বেশ ভালোই হয়েছিল। পাওয়ার প্লেতে ৪৪ রান তোলার পর ১০ ওভার ওভারে রাজস্থানের পুঁজি ছিল ৭১ রান।
কিন্তু রশিদ খান ও হার্দক পান্ডিয়া বল হাতে নেওয়ার পর থেকেই পাল্টে যায় দৃশ্যাপট। মাঝের ওভারগুলো থেকে সেভাবে রান তুলতে পারেনি রাজস্থান। শেষ পর্যন্ত ১৩০ রানে থামে রাজস্থানের ইনিংস। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেছেন জস বাটলার। এছাড়া ইয়াসভি জায়সোয়াল করেছেন ২২ রান। গুজরাটের হয়ে পান্ডিয়া তিনটা ও সাই কিশোর দুটি করে উইকেট নিয়েছেন।
পরে জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি গুজরাটের। ২৩ রানে দুই উইকেট হারিয়ে বসে দলটি। তারপর শুভমান গিল ও হার্দিক পান্ডিয়া গড়েন দুর্দান্ত এক জুটি। তাদের জুটিতে উঠে ৬৩ রান। দু’বার ক্যাচ তুলে দেওয়া শুভমান অবিচল ছিলেন শেষ অবদি। ৪৩ বলে ৩টি চার ও ১টি ছয়ের সাহায্যে খেলেছেন ৪৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস।
পান্ডিয়া ৩০ বলে ৩৪ রান করে ফিরলে গিলকে নিয়ে বাকি কাজটা সেরেছেন ডেভিড মিলার। ১৯ বলে ৩টি চার ও ১টি ছয়ে ৩২ রানে অপরাজিত ছিলেন মিলার। ১৮.১ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য ১৩৩ রান তুলে ফেলে গুজরাট।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দাসী রেখে সহবাস: ইসলাম কী বলে
- হাত-পায়ের এই ৭ লক্ষণ কিডনি নষ্টের ইঙ্গিত
- নতুন প্রতীক নিয়ে নির্বাচনে আসছে আওয়ামী লীগ
- তদন্তে মিথ্যা প্রমাণিত: বাংলা প্রথম পত্রের পরীক্ষা বাদ আনিসার
- বাংলাদেশে আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম কোরিয়া, লাইভ দেখবেন যেভাবে
- পদত্যাগ করতে পারেন ড. ইউনূস
- সরকারি কর্মচারীর বেতন বাড়ছে: বসছে বেতন কমিশনের সভা
- ৭২ ঘণ্টায় দেশের ২০ জেলা বন্যায় প্লাবিত হতে পারে
- ৮০ মিনিটে কোরিয়ার বিপক্ষে ১-৩ গোলে পিছিয়ে বাংলাদেশ
- ৯০ মিনিটে কোরিয়ার বিপক্ষে ১-৬ গোলে হারল বাংলাদেশ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- সিজারে সন্তান নিলে কি জান্নাত মিলবে না
- ৯০ বছর ধরে হাতুড়ির বদলে গ্রেনেড ব্যবহার!
- অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা: আজ প্রথম টি-টোয়েন্টি, কে জিতবে