০ রানে আউট হাওয়ার পরে মনের কষ্টের কথা জানালেন কোহলি
এবারের আইপিএলের আসরে দুঃস্বপ্নের মত কাটছে কোহলির। দলকে জয়ে নিয়ে যেতে বড় ইনিংস খেলতে হিমশিম খাচ্ছেন; কখনও আবার রান করতে, আবার কখনো ক্রিজে টিকে থাকতেই গলদঘর্ম হওয়ার দশা। আইপিএলের এবারের আসরে দেখা মিলেছে দুর্লভ এক দৃশ্যের। কোহলি ক্যারিয়ারে প্রথমবারের মত পরপর দুই ইনিংসে গোল্ডেন ডাকের শিকার হয়েছেন।
আসরের অন্যতম দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে গোল্ডেন ডাকের শিকার হওয়ার পর পরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও প্রথম বলে উইকেট হারান নড়বড়ে কোহলি। সাজঘরে ফেরার সময় তাকে হাসতে দেখা যায়। কেন এই তিক্ত অভিজ্ঞতার পর হাসছিলেন, আর সে সময় কেমন অনুভূতি ছিল, সব কিছু নিয়েই মুখ খুলেছেন কোহলি।
কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভিডিও করা এক পোস্ট বার্তায় তিনি বলেন, ‘প্রথম বলে ডাক সত্যিই অভাবনীয়। টানা দ্বিতীয়বার প্রথম বলে শূন্য করে ফেরার সময় নিজেকে খুব অসহায় লাগছিল।’
অসহায় লাগার ক্ষণে কোহলি কেন হাসছিলেন, সেই প্রশ্ন ওঠা অবান্তর নয়। কোহলি তাই জিজ্ঞাসুদের তৃষ্ণা মিটিয়ে নিজেই জানিয়েছেন কারণ। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে এমনটা আগে কখনও হয়নি। তাই আমি হাসছিলাম। কারণ সেই সময়ে আমার মনে হচ্ছিল, এটাই আমার দেখা বাকি ছিল! এতদিনের ক্যারিয়ারে তাহলে মোটামুটি সব কিছুই দেখে ফেললাম। অনেক দিন ধরে খেলছি, সাফল্য-ব্যর্থতা সব আমার দেখা হয়ে গেছে।’
কোহলি এই অফ ফর্মে সমালোচকরা যেন হালে পানি পেয়েছেন। ক্রিকেট বোদ্ধারা কোহলিকে বিশ্রামের পরামর্শও দিচ্ছেন। কোহলি অবশ্য স্পষ্টভাবে জানিয়েছেন, সমালোচকদের কথায় কান দিচ্ছেন না তিনি। পরোক্ষভাবে তাদের পাত্তা না দেওয়ার বিষয়টিও জানিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।
কোহলি বলেন, ‘ওরা তো কোনো দিন আমার পাদুকা পরতে পারবে না। ওরা কোনো দিন বুঝতে পারবে না আমার মনে কী চলছে। আমি কি অনুভব করছি এটা তারা বুঝতে পারবে না। আমার জীবন, আমার মুহূর্তগুলো তারা ভোগ করবে না। ওরা আমার মতো দৃষ্টিভঙ্গিতে জীবনটা দেখে না। বিভিন্ন মুহূর্তগুলোকেও আমার মতো করে উপভোগ করতে পারে না।’
নিন্দা বন্ধ করতে না পারলেও কোহলি তাই কান বন্ধ রাখছেন। তিনি জানান, ‘বাইরের আওয়াজকে তো আটকানো যাবে না। তাই নিজেকেই উঠে গিয়ে টিভির আওয়াজ কমিয়ে দিতে হবে। অথবা বাইরের আওয়াজকে পাত্তা দেওয়া চলবে না। আমি অবশ্য দুটোই করি।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- শেখ হাসিনার বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা জানাল ভারত
- পে-স্কেল: সনাতনী পদ্ধতির বদলে সিটিজি ও পারফরম্যান্সভিত্তিক বেতন কেন জরুরি
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী
- দেশের বাজারে আজ এক ভরি ২১ ক্যারেট সোনার দাম
- আগামীকাল গণপরিবহন চলবে কিনা, যা জানা গেল
- মঙ্গলবার বাংলাদেশ-ভারত ম্যাচ, কখন ও কিভাবে দেখবেন
- আজকের সোনার বাজারদর: ১৭ নভেম্বর ২০২৫
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে শেখ হাসিনার অডিও বার্তা
- সারাদেশে শীতের মাঝেই বৃষ্টির আভাস
- আজকের সোনার বাজারদর: ১৮ নভেম্বর ২০২৫
- রাত পোহালেই শেখ হাসিনার মামলার রায়: সর্বশেষ যা জানা গেল
- পে স্কেল বাস্তবায়নে কঠোর আলটিমেটাম আসছে
- তিন বছরের সর্বনিম্ন চিনির দাম
- বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর
