| ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

গুজরাট ০১,ব্যাঙ্গালুরু ০২, লখনৌ ০৩, দেখে নিন বাকিদের অবস্থান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২০ ১০:৩২:২৩
গুজরাট ০১,ব্যাঙ্গালুরু ০২, লখনৌ ০৩, দেখে নিন বাকিদের অবস্থান

শুধু মাত্র ব্যাঙ্গালুরুর জয়ে পাল্টে গেলো গোটা চিত্র। তালিকায় লখনৌ নেমে গেছে চারে, ব্যাঙ্গালুরু উঠে এসেছে দুই নম্বরে। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আইপিএলের লড়াইয়ে লোকেশ রাহুলের লখনৌকে ১৮ রানে হারিয়েছে ফ্যাফ ডু প্লেসিস-বিরাট কোহলিদের দল ব্যাঙ্গালুরু।

এদিকে ১৮২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৬৩ রানেই থেমে যায় লখনৌ। ১০৮ রানের মধ্যে ৫ উইকেট হারানো দলটির শেষ দুই ওভারে দরকার ছিল ৩৪ রান।মারমুখী চেহারায় হাজির মার্কাস স্টয়নিসকে (১৫ বলে ২৪) ১৮তম ওভারের দ্বিতীয় বলে জশ হ্যাজেলউড আউট করলে শেষ আশাটাও যেন শেষ হয়ে যায় লখনৌর।

ম্যাচের শেষ ওভারে দরকার পড়ে ৩১ রান। হর্ষল প্যাটেলের ওভারে জেসন হোল্ডার দুই ছক্কা হাঁকালেও অসম্ভবকে সম্ভব করা হয়নি। ৯ বলে ১৬ করে আউট হন ক্যারিবীয় অলরাউন্ডার। ২৮ বলে ৪২ রান করা ক্রুনাল পান্ডিয়াই ছিলেন দলের সর্বোচ্চ ইনিংসের মালিক।

ব্যাঙ্গালুরুর অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজেলউড ৪ ওভারে ২৫ রান খরচায় নেন ৪টি উইকেট।এর আগে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি মিস করেন ফ্যাফ ডু প্লেসি। তবে তার ৯৬ রানের ঝড়ো ইনিংসে ভর করেই ৬ উইকেটে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ব্যাঙ্গালুরু।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ব্যাঙ্গালুরু। ইনিংসের প্রথম ওভারে দুশমন্ত চামিরা পঞ্চম আর ষষ্ঠ বলে ফিরিয়ে দেন অনুজ রাওয়াত (৪) আর বিরাট কোহলিকে (০)। ব্যাঙ্গালুরুর বোর্ডে তখন মাত্র ৭ রান। এরপর গ্লেন ম্যাক্সওয়েল ঝড় তুললেও বেশিক্ষণ টিকতে পারেননি।

১১ বলে ২৩ রান করে সাজঘরের পথ ধরেন অসি অলরাউন্ডার। সুয়াশ প্রভুদেশাই ৯ বলে করেন ১০। ৬২ রানে ৪ উইকেট হারায় ব্যাঙ্গালুরু।সেখান থেকে শাহবাজ আহমেকে নিয়ে ৪৮ বলে ৭০ রানের জুটি ডু প্লেসির। ১৬তম ওভারে দলীয় ১৩২ রানের মাথায় শাহবাজ (২২ বলে ২৬) রানআউটের কবলে পড়লে ভাঙে এই জুটি।

তবে ফ্যাফ ডু প্লেসি একদম শেষ পর্যন্ত দলকে টেনে নিয়ে গেছেন। ইনিংসের এক বল বাকি থাকতে তিনি আউট হন সেঞ্চুরির দ্বারপ্রান্তে এসে। ৬৪ বলে ১১ বাউন্ডারি আর ২ ছক্কায় ৯৬ রান করে জেসন হোল্ডারের শিকার হন প্রোটিয়া এই তারকা।লখনৌ বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন দুশমন্ত চামিরা আর জেসন হোল্ডার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তামিম বললেন, 'এটা ফিক্সিং'

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তামিম বললেন, 'এটা ফিক্সিং'

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ...

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ক্ষুব্ধ তামিম

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ক্ষুব্ধ তামিম

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় দলের সাবেক ...

ফুটবল

রাতে বার্সেলোনা-পিএসজি হাইভোল্টেজ ম্যাচ, মোবাইলে যেভাবে দেখবেন

রাতে বার্সেলোনা-পিএসজি হাইভোল্টেজ ম্যাচ, মোবাইলে যেভাবে দেখবেন

আজ রাতে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস ...

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১৫ প্রার্থী: ‘নোংরামি’ ও ‘অদৃশ্য চাপ’ই মূল কারণ

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১৫ প্রার্থী: ‘নোংরামি’ ও ‘অদৃশ্য চাপ’ই মূল কারণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে শেষ মুহূর্তে ১৫ জন প্রার্থী মনোনয়ন ...