সাব্বিরের দুর্দান্ত শতক ও নাবিলের ৫ উইকেটে শিরোপা জয়ের দিকে এগিয়ে গেল মাশরাফিরা

এদিকে ৩৩ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলে লিজেন্ডস অব রূপগঞ্জ। এরপর সাব্বির রহমান ও নাঈম ইসলাম তৃতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়েন। ফর্মে থাকা নাঈম আজ রান তুলতে হিমশিম খেয়েছেন, ৬৭ বলে করেন ৩৩ রান। চতুর্থ উইকেটেও বড় জুটি পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। ৯৫ রানের জুটি গড়েন সাব্বির ও চিরাগ জানি।
এই ম্যাচে শতক হাঁকিয়ে সাব্বির আউট হলে ভেঙে যায় চতুর্থ উইকেটের জুটি। ২০১৯ সালের পর এই প্রথম সাব্বিরের ব্যাটে আবার শতক দেখা গেল। ১১১ বলে ১২৫ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। আটটি করে চার ও ছক্কা হাঁকান তিনি। চিরাগ ৬৬ বলে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে চারটি চার ও সাতটি ছক্কা।
নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করে লিজেন্ডস অব রূপগঞ্জ। মাশরাফি বিন মুর্তজা করেন ১৫ বলে ১৭ রান। রূপগঞ্জ টাইগার্সের পক্ষে দুইটি উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রূপগঞ্জ টাইগার্স। দলীয় সংগ্রহ তিন অঙ্ক ছোঁয়ার আগেই রূপগঞ্জ টাইগার্সের পাঁচ ব্যাটার সাজঘরে ফিরে যান। ষষ্ঠ উইকেটে সাদ নাসিম ও মোহাম্মদ শরিফউল্লাহ ৯২ রানের জুটি গড়েন। শরিফউল্লাহ আউট হলে ভাঙে এই জুটি। শেষ দিকে মুগ্ধ করেন ১৩ বলে ২৩ রান।
নির্ধারিত ৫০ ওভারে রূপগঞ্জ টাইগার্স থামে ২৭০ রানে। শতক হাঁকিয়ে ১১৬ রানে অপরাজিত থাকেন সাদ। লিজেন্ডস অব রূপগঞ্জ পায় ৫৫ রানের জয়। লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে নাবিল সামাদ পাঁচটি এবং সঞ্জিত সাহা দুইটি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ ৩২৫/৫ (৫০ ওভার)সাব্বির ১২৫, চিরাগ ৯৫*, নাঈম ৩৩;মুগ্ধ ২/৫০।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ২৭০/৯ (৫০ ওভার)সাদ ১১৬*, শরিফউল্লাহ ২৯, মার্শাল ২৬, মুগ্ধ ২৩*;নাবিল ৫/৪৭, সঞ্জিত ২/৩৫।
লিজেন্ডস অব রূপগঞ্জ ৫৫ রানে জয়ী।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি কর্মচারীদের বেতন কত হওয়া উচিত: যা জানা গেল
- আজকের টাকার রেট: ডলার, রিয়াল ও রিংগিতের বিনিময় হার
- বাংলাদেশে প্রথমবার MVNO সিম চালু করতে যাচ্ছে বিটিসিএল
- বিয়ের সাজে মামা দরজায় অনশনে ভাগ্নী
- দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা
- ঢাকায় ধরা পড়া হারুনকে যুক্তরাষ্ট্রে পাঠালো কারা
- দেশের বাজারে আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে যে হারে: মার্চ-এপ্রিলেই কার্যকর
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণ: গ্রাহকের টাকা কতটা সুরক্ষিত
- ১ অক্টোবর থেকে টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন না যারা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: আজকের একাদশে চমক
- চাঁদকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার গোপন তথ্য ফাঁস! কোন দেশ জড়িত
- আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- দলিল থাকলেও ছাড়তে হবে ৫ ধরনের জমির দখল
- টানা ১০ দিন চিনি না খেলে শরীরে কী হয়