| ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

এবার মুশফিকের রিভার্স সুইপ নিয়ে মুখ খুললেন দলপতি মুমিনুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১১ ২১:১১:৪২
এবার মুশফিকের রিভার্স সুইপ নিয়ে মুখ খুললেন দলপতি মুমিনুল

টেস্ট সিরিজে বাংলাদেশ দলের যে দুজনের ওপর ছিল বড় ভরসা, সেই দুই জন হল মুমিনুল হক ও মুশফিকুর রহিম। তবে তারাই করেছে চরম হতাশ। দুই ম্যাচে চার ইনিংসের একটিতেও দুই অঙ্ক ছুঁতে পারেননি মুমিনুল, করেছেন মোটে ১৩ রান।

নির্ভরযোগ্য ব্যাটিং যখন দলের চাপের মুখে ভুল খেলা তখন বিষয়টা মেনে দেওয়া মতেও সহজ কিছু না। শেষ টেস্টের প্রথম ইনিংসে ৫১ রান করলেও মুশফিকের আউট হওয়ার ধরন ছিল দৃষ্টিকটু। ব্যক্তিগত মাইলফলকে পৌঁছার পর হুট করেই রিভার্স সুইপ খেললেন এই ভরসাবান ব্যাটসম্যান। কিন্তু এই সটেি নিজের উইকেট বিলিয়ে আসেন দলের অভিজ্ঞতম ব্যাটার। তার অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছিল, হয়তো টি-টোয়েন্টি খেলতে নেমেছে বাংলাদেশ।

প্রথম বারের মত আস্তাভাজন মুশফিকের রিভার্স সুইপের সরাসরি সমালোচনা না করলেও, তৃতীয় দিনের খেলা শেষে দায়িত্বজ্ঞানহীন এই কাণ্ড মেনে নিতে পারেননি বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। মুশফিকের মতো ব্যাটারের কাছ থেকে এমন কাজ পুরোপুরি অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন সুজন।

তবে দলের অধিনায়ক মুমিনুল হক এ বিষয়ে কোনো ধরনের নেতিবাচক কথা বলতেই রাজি নন। উল্টো গণমাধ্যমে মুশফিকের এমন চরম দায়িত্বজ্ঞানহীনের মতো কাজের সমালোচনা চলতে থাকায় সেটির বিরোধিতাই করেছেন মুমিনুল। দলের অভিজ্ঞ ব্যাটারের এই রিভার্স সুইপকে প্রশ্নবিদ্ধ না করার অনুরোধ টাইগার অধিনায়কের।

ম্যাচ ও সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে দলপতি মুমিনুল বলেছেন, ‘আমি আগেই বলেছি, এই শট খেলে উনি (মুশফিক) সফল। আপনিও দেখেছেন, আমিও দেখেছি। আমি আপনাদের অনুরোধ করি, আপনারা অনুরোধ মানলে বাংলাদেশ দলের জন্য ভালো।’

বাংলাদেশ অধিনায়ক আরও যোগ করেন, ‘সত্যি বলছি, আপনারা জিনিসটা নিয়ে অনেক বেশি আলোচনা করতে থাকলে, উনাকে অনেক বেশি বলতে থাকলে উনার জন্য খারাপ, দলের জন্য খারাপ, দেশের জন্য খারাপ। উনি শটটা খেলেন। এই শট খেলেই সফল হন।’

মুশফিকের রিভার্স সুইপে পূর্ণ সমর্থনের কথা জানিয়ে মুমিনুল বলেন, ‘এই শট তো উনি খেলতেই পারেন। উনার গেম প্ল্যানে যদি থাকে এটা খেলবেই। এমন না যে এটা খেলে রান করেনি বা খুব অসফল। উনি এটা করে রান করে। আমার মনে হয় উনাকে সাপোর্ট করা উচিৎ। আমি উনাকে সাপোর্ট করি এটা নিয়ে।’

তার শেষ কথা, ‘মুশফিক ভাইয়ের আউটটা আমার কাছে মনে হয়, আপনি দেখুন- উনার ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি; যেসব খেলাই হয়, উনি কিন্তু... আমি জানি না আপনারা হয়তো এটা নিয়ে খুব বেশি কথা বলছেন। আপনারা বলতেই পারেন। রিভার্স সুইপ তো ক্রিকেটেরই একটা শট। তাই না? ক্রিকেটের বাইরের কোনো শট তো না?’

আপনার ন্য নির্বািত নিউজ

ক্রিকেট

সোহানকে নিয়ে এশিয়া কাপের শক্তিশালী দল ঘোষণা করলো বিসিবি

সোহানকে নিয়ে এশিয়া কাপের শক্তিশালী দল ঘোষণা করলো বিসিবি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ...

আজ মেলবোর্নের মুখোমুখি বাংলাদেশ, সরাসরি খেলা দেখুন

আজ মেলবোর্নের মুখোমুখি বাংলাদেশ, সরাসরি খেলা দেখুন

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়া সফরে থাকা বাংলাদেশ 'এ' দল আজ মেলবোর্ন স্টারসের বিপক্ষে একটি প্রস্তুতি টি-টোয়েন্টি ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ভারত বনাম বাংলাদেশ হাইভোল্টেজ ম্যাচ

৯০ মিনিটের খেলা শেষ, ভারত বনাম বাংলাদেশ হাইভোল্টেজ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল ভারত বনাম বাংলাদেশ ম্যাচ

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হল ভারত বনাম বাংলাদেশ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...