| ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

রেয়াল মাদ্রিদে মোটা টাকা বেতন পাবেন এমবাপ্পে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুন ০৪ ১৩:৪৪:১৫
রেয়াল মাদ্রিদে মোটা টাকা বেতন পাবেন এমবাপ্পে

ওর্স্ট কেপ্ট সিক্রেট-এর বাংলা কী হতে পারে- এমন একটা গোপন খবর যেটা সবাই জানেন! কিলিয়ান এমবাপ্পে যে রেয়াল মাদ্রিদে যাচ্ছেন, এটাও সম্ভবত ফুটবলে গত কয়েক বছরের সবচেয়ে বড় ওর্স্ট কেপ্ট সিক্রেট।

শেষ পর্যন্ত যা জানত সবাই, সেটিই গতকাল ঘোষণা দিয়ে জানিয়েছে রেয়াল মাদ্রিদ। পিএসজির সঙ্গে চুক্তি যে আর নবায়ন করছেন না, এই মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন – সেটা তো এমবাপ্পে গত মাসেই জানিয়ে দিয়েছিলেন। গতকাল রেয়াল মাদ্রিদ দিয়েছে এই অঙ্কের দ্বিতীয় পর্বের ঘোষণা – ২৫ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার বিনা দলবদল ফি-তে যোগ দিচ্ছেন মাত্রই ১৫তম চ্যাম্পিয়নস লিগ জেতা মাদ্রিদের কূলীন ক্লাবটিতে। চুক্তি পাঁচ বছরের।

ভিনিসিয়ুস, রদ্রিগো, বেলিংহ্যাম, চুয়ামেনি, কামাভিঙ্গা, ভালভের্দে…রেয়াল মাদ্রিদের এরই মধ্যে তরুণ সুপারস্টারে ভরা দলে হয়তো সবচেয়ে বড় তারাই হবেন এমবাপ্পে। তা তাঁকে কিনতে তো কোনো অর্থ লাগছে না, কিন্তু বললেই তো আর এত বড় দলবদল কোনো টাকা-পয়সা ছাড়া হয়ে যায় না! এমন দলবদলে সাধারণত একটা মোটা অঙ্কের ‘সাইনিং বোনাস’ থাকে। আর বেতন…সে তো বিশাল অঙ্কের হবেই।

কিন্তু অঙ্কটা কত?

ইংলিশ দৈনিক গার্ডিয়ান জানাচ্ছে, বছরে কর বাদ দেওয়ার পর এমবাপ্পে মাদ্রিদে বেতন হিসেবে পাবেন ১ কোটি ৫০ লাখ থেকে ২ কোটি ইউরোর মধ্যে। স্কাই স্পোর্টসও তা-ই জানাচ্ছে।

বেতনের পাশাপাশি বড় অঙ্কের বোনাসও থাকছে। সে অঙ্কটা নিয়ে অবশ্য দুই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। গার্ডিয়ান বলছে, অঙ্কটা ১২ কোটি ইউরো। স্কাই স্পোর্টস বলছে ১০ কোটি। তবে অঙ্কটা যা-ই হোক, সেটি চুক্তির পাঁচ বছরে সমানভাবে বন্টন করা হবে।

পিএসজিতে বছরে এমবাপ্পের বেতন (বোনাসসহ) ছিল বছরে ৫ কোটি, তবে সেটি ছিল কর বাদ দেওয়ার আগে। অবশ্য ফরাসি এমবাপ্পের জন্য ফ্রান্সে করের হার যতটা ছিল, স্পেনে তার চেয়ে বেশি হওয়ার কথা। তবে ইতালিয়ান বিখ্যাত সাংবাদিক ফাব্রিসিও রোমানো জানিয়েছেন, ২০২২ সালে এমবাপ্পেকে দলে টানতে যে বেতনের প্রস্তাব দিয়েছিল মাদ্রিদ, এখনকার বেতন তার চেয়ে অনেক কম!

তবে সুপারস্টারদের জন্য বেতন-বোনাসের চেয়েও বড় ব্যাপার তো হয়ে দাঁড়ায় তাদের ব্র্যান্ড ইমেজ, সেটি ক্লাবের সঙ্গে কীভাবে ভাগাভাগি হবে – চুক্তিতে তা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। স্প্যানিশ ক্রীড়াদৈনিক এএস জানাচ্ছে, সেখানে এমবাপ্পের জন্য বিশাল ছাড়ই থাকছে। চুক্তি অনুযায়ী, রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে যেসব ব্র্যান্ড স্পনসরশিপের চুক্তি সই করেছিলেন এমবাপ্পে, সেগুলোর আয়ের ১০০ ভাগই তিনি পাবেন। আর মাদ্রিদে যোগ দেওয়ার পরের স্পনসরশিপ চুক্তির আয়ের ৮০ ভাগ পাবেন এমবাপ্পে, ২০ ভাগ মাদ্রিদ।

মাদ্রিদে এমবাপ্পের জার্সি কোনটি হবে

ক্লাবে ৭, জাতীয় দলে ১০ – এতদিন এটাই তো ছিল জার্সির ক্ষেত্রে এমবাপ্পের পছন্দের নাম্বার। কিন্তু রেয়াল মাদ্রিদে এই মুহুর্তে তো ৭ বা ১০ – কোনোটাই খালি নেই। ভিনিসিয়ুস পরেন ৭ নম্বর জার্সি, ১০ নম্বর জার্সিধারী লুকা মদরিচ আরেক মৌসুমের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছেন। সে ক্ষেত্রে এমবাপ্পে কোন জার্সিটা পরবেন?

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর পাশাপাশি ফাব্রিসিও রোমানো জানাচ্ছেন, এক্ষেত্রে নিজের আইডল ক্রিস্টিয়ানো রোনালদোকেই অনুসরণ করতে যাচ্ছেন এমবাপ্পে। মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমের নিজের পছন্দের ৭ নম্বর জার্সি পাননি রোনালদো, কারণ তখন রাউল গনসালেস মাদ্রিদেই ছিলেন। সে কারণে প্রথম মৌসুমে ৯ নম্বর জার্সি পরেছিলেন রোনালদো। পরের মৌসুমে রাউলের বিদায়ের পর রোনালদো পেয়েছিলেন ৭ নম্বর জার্সি।

এমবাপ্পেও এই মৌসুমে ৯ নম্বর জার্সিই পরবেন, করিম বেনজেমার বিদায়ের পর থেকে ওই জার্সিটি এই মুহুর্তে কারও দখলে নেই। রোমানো জানিয়েছেন, এমবাপ্পের দিক থেকে ১০ নম্বর জার্সির জন্য কোনো আবদারই করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, আগামী মৌসুমের শেষে লুকা মদরিচ বিদায় বা অবসর নিলে এমবাপ্পের গায়ে উঠবে ১০ নম্বর জার্সি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

মুস্তাফিজুরকে ছাঁটাই; বোর্ডে কোনও আলোচনাই হয়নি! জানতেনই না আইপিএলের কর্তারা

মুস্তাফিজুরকে ছাঁটাই; বোর্ডে কোনও আলোচনাই হয়নি! জানতেনই না আইপিএলের কর্তারা

মুস্তাফিজুরকে ছাঁটাইয়ের নেপথ্যে বিসিসিআইয়ের ‘একক’ সিদ্ধান্ত: অন্ধকারে ছিলেন আইপিএল কর্তারাও নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর ...

আইপিএল থেকে বাদ পড়া মোস্তাফিজ কি ক্ষতিপূরণ পাবেন! যা জানাল কর্তৃপক্ষ

আইপিএল থেকে বাদ পড়া মোস্তাফিজ কি ক্ষতিপূরণ পাবেন! যা জানাল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: আইপিএল নিলামে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের সাথে লড়াই করে ৯ কোটি ...

ফুটবল

২০২৬ বিশ্বকাপ জিতবে কারা: ব্রাজিল না আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপ জিতবে কারা: ব্রাজিল না আর্জেন্টিনা

২০২৬ বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিলকে বাদ দিয়ে ট্রফির দাবিদার হিসেবে চার দেশের নাম জানালেন টনি ক্রুস নিজস্ব প্রতিবেদক: ...

ভিলারিয়াল বনাম বার্সেলোনা: (Live) দেখুন এখানে

ভিলারিয়াল বনাম বার্সেলোনা: (Live) দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার শিরোপা লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে টেবিলের শীর্ষ দুই দল ভিলারিয়াল ও ...