কেকেআর কি পারবে আজ ঘরের মাঠে নিজেদের প্লে-অফ নিশ্চিত করতে

শনিবারের ম্যাচে না হারলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যাবে কেকেআরের। আর প্রতিপক্ষ দল মুম্বাই আইপিএলে সবার আগে প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে। শনিবারের ম্যাচ নেহাতই তাদের কাছে সম্মানরক্ষার। এই অবস্থায় ইডেন গার্ডেন্সে শনিবার মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স।
দুই দল মুখোমুখি হয়েছিল গত সপ্তাহেই। ওয়াংখেড়েতে সেই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে কলকাতা। বেঙ্কটেশ আয়ার এবং মণীশ পাণ্ডে সে যাত্রায় মুখরক্ষা করেছিলেন। পরে বল হাতে মিচেল স্টার্ক চার উইকেট নিয়ে দলকে জিতিয়ে দেন। ১২ বছর বাদে ওয়াংখেড়েয় জেতে নাইটেরা। কিন্তু ঘরের মাঠেও মুম্বইয়ের বিরুদ্ধে তাদের ইতিহাস খুব ভাল নয়।
মুখোমুখি সাক্ষাতে কেকেআর ১০-২৩ পিছিয়ে রয়েছে মুম্বইয়ের বিরুদ্ধে। ঘরের মাঠে মোট ১১টি ম্যাচের মধ্যে কলকাতা জিতেছে চারটি ম্যাচে। হেরেছে সাতটিতে। পাঁচ বছর পর আবার ইডেন গার্ডেন্সে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা। ২০১৯ সালে শেষ বার নেমেছিল।
সেই ম্যাচে ক্রিস লিন, শুভমন গিল এবং আন্দ্রে রাসেলের ঝড়ে জিতেছিল কেকেআর। তবে অনেকেই ভুলে যাননি হার্দিক পাণ্ড্যের ৩৮ বলে ৯১ রানের ইনিংস। পরের তিন বছর কোভিডে অন্যত্র খেলা হয়। গত বার কেকেআর একটিই ম্যাচ খেলেছিল মুম্বইয়ের বিরুদ্ধে। সেটি হয়েছিল ওয়াংখেড়েয়।
তবে সাম্প্রতিক ফর্ম দেখলে খাতায়-কলমে কলকাতাকেই এগিয়ে রাখতে হবে। এমনিতেই গোটা দল আত্মবিশ্বাসের তুঙ্গে। ব্যাটিং বা বোলিং, সব বিভাগেই তারা ভাল খেলছে। ফিল সল্ট এবং সুনীল নারাইন যদি লখনউ ম্যাচের মতো ছন্দে থাকেন, তা হলে মুম্বইয়ের কপালে দুঃখ রয়েছে। নারাইন এমনিতেই বেগনি টুপির তালিকায় রয়েছেন। ৪০০-র উপর রান হয়ে গিয়েছে। বল হাতেও মাঝের দিকে এমন রান চেপে দিচ্ছেন যে, বিপক্ষ দলগুলির অসুবিধা হয়ে যাচ্ছে। সল্টও ঝোড়ো শুরু করছেন।
কেকেআরের মিডল অর্ডারও খারাপ নয়। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম পর্বে টপ অর্ডার ভেঙে পড়লেও মিডল অর্ডারে বেঙ্কটেশ এবং ইমপ্যাক্ট সাব মণীশ লড়াকু রান তুলে দিয়েছিলেন। চাপের মুখে পড়লে মিডল অর্ডার যে বাঁচিয়ে দিতে পারে, তা প্রমাণিত।
চিন্তা একটু থেকে যাচ্ছে বোলিং নিয়ে। হর্ষিত রানা এবং বৈভব অরোরা উইকেট নিলেও কোনও কোনও ওভারে অনিয়ন্ত্রিত বোলিং করে বড্ড বেশি রান দিচ্ছেন। একই কথা বলা চলে মিচেল স্টার্কের ক্ষেত্রেও। শনিবার তাঁকে নিয়ন্ত্রিত বল করতেই হবে।
কেকেআরের আরও একটা ভয় হল, মুম্বইয়ের হারানোর কিছু নেই। প্লে-অফ থেকে ছিটকে যাওয়ায় অনেক বেশি খোলামনে, চাপমুক্ত হয়ে খেলতে পারবেন রোহিত শর্মা, ঈশান কিশনেরা। কারও ব্যাট থেকে বড় রানের ইনিংস বেরোলে অবাক হওয়ার কিছু থাকবে না।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নারী ওয়ানডে বিশ্বকাপ: বাংলাদেশ বনাম পাকিস্তান, মোবাইলে যেভাবে দেখবেন
- বাংলাদেশকে চ্যালেঞ্জিং রানের টার্গেট দিল আফগানিস্তান
- নতুন পে-স্কেলে সরকারি বেতন কত বাড়ছে: যা জানা গেল
- সরকারি কর্মচারীদের বেতন কত হওয়া উচিত: যা জানা গেল
- আজকের টাকার রেট: ডলার, রিয়াল ও রিংগিতের বিনিময় হার
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: আজকের একাদশে চমক
- বাংলাদেশে প্রথমবার MVNO সিম চালু করতে যাচ্ছে বিটিসিএল
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণ: গ্রাহকের টাকা কতটা সুরক্ষিত
- দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে যে হারে: মার্চ-এপ্রিলেই কার্যকর
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: মোবাইলে যেভাবে দেখবেন
- আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- বাজারে আসছে নতুন MVNO সিম: অবাক করা অফার
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তনা ম্যাচ: সরাসরি দেখুন
- আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম