সহজ ম্যাচ কঠিন বানিয়ে জিতলো আফগানিস্তান

সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতকে ৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় আফগানরা। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাত।
ব্যাটিংয়ে নেমেই বেশ বিপদে পড়ে যায় আমিরাত। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। দলের ১৫ রানের মাথায় ২ বলে ১ রান করে সাজঘরে ফেরেন আরিয়ান লাকরা। তিনে নামা ভ্রিত্য অরভিন্দ আউট হয়েছেন গোল্ডেন ডাক মেরে। তানিশ সুরি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। ১২ বলে ৭ রান করে আউট হয়েছেন সুরি। এই তিনটি উইকেটই তুলেছেন আফগান পেসার নাভিন-উল-হক। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন ধ্রুব পারশারও। পাওয়ারপ্লের ৬ ওভার থেকে ৪ উইকেট হারিয়ে আমিরাত তুলতে পারে মোটে ৩৮ রান। ক্রিজে ভরসা হয়ে টিকে ছিলেন অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। কিছুটা প্রতিরোধ গড়েছেন তিনি, তাতে রানও উঠেছে দলের বোর্ডে। তবে ভালো শুরুর পর খেই হারিয়েছেন তিনি। দলের ৫৬ রানের মাথায় ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন তিনি।
এরপর বাকি সময়টা ধুঁকতে ধুঁকতে এগিয়েছে আমিরাতের ইনিংস। আলি নাসের কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে খেলেছেন ২২ বলে ২১ রানের ইনিংস। শেষ দিকে ১১ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন মুহাম্মদ জাওয়াদউল্লাহ। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১২৬ রানের সংগ্রহ দাঁড় করায় সংযুক্ত আরব আমিরাত।
আফগানিস্তানের হয়ে ২০ রান খরচায় ৪ উইকেট শিকার করেন নাভিন-উল-হক। ৩ উইকেট তোলেন কোয়াইস আহমেদ। এছাড়া ২ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই। জবাব দিতে নেমে ভালো শুরু পায় আফগানিস্তান। দুই ওপেনার রহমানউল্লাহ গুরুবাজ এবং হজরতউল্লাহ জাজাই শুরু থেকেই ছিলেন বেশ সাবলীল। উদ্বোধনী জুটি থেকে রান আসে ৩০। ১৪ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান গুরবাজ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডে: সরাসরি দেখুন
- চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ম্যাচ: সরাসরি দেখুন
- নতুন পে স্কেল আসছে ২০২৬ সালের শুরুতে: সর্বনিম্ন ১৬,৫০০, সর্বোচ্চ ১.৫৬ লাখ
- নতুন পে স্কেল কাঠামোর বাইরে থাকবেন যারা
- আজকের টাকার রেট: ডলার, রিয়ালসহ সকল মুদ্রার দাম
- লাফিয়ে কমে গেল এলপি গ্যাসের দাম
- এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ল
- নতুন দুই জাতীয় দিবসের ঘোষণা: থাকবে কি সরকারি ছুটি
- হাসিনার বিতর্কিত মন্তব্য নিয়ে অবস্থান বদল ভারতের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন কবে, যা জানা গেল
- আনলিমিটেড ইন্টারনেট সহ সব সুবিধা নিয়ে আসছে MVNO সিম
- অবশেষে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ভাতা নিয়ে সুখবর
- কিডনির সমস্যা হলে শরীরের কোথায় কোথায় ব্যথা হয়
- স্বর্ণের দামে নতুন রেকর্ড: ভরি ছাড়ালো ২ লাখ টাকা
- একীভূত পাঁচ ব্যাংকের টাকা আগে ফেরত পাবেন যারা