ওয়েষ্ট ইন্ডিজ কে উড়িয়ে দিয়ে সিরিজ জয় করলো অজিরা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে সিরিজটা ভালো মতো কাজে লাগিয়েছে স্বাগতিক দল। ব্রিসবেনে টস হেরে ব্যাটিংয়ে নামা অজিরা ১০ রানে হারায় প্রথম উইকেট। দ্বিতীয় উইকেটে তার পর ৮৫ রান যোগ করেন অ্যারন ফিঞ্চ- ওয়ার্নার। পাওয়ার প্লেতে আসা ৪৫ রানের ৩৭ রানই ওয়ার্নার তুলেছেন।
তার পর অবশ্য হঠাৎ ছন্দপতন ঘটে ১১তম ওভারের পর। ৫ রানের ব্যবধানে বিদায় নেন তিনজন। ৯৫ রানে পড়ে ফিঞ্চের উইকেট। অজি অধিনায়ক ১৯ বলে ১৫ রান করতে পেরেছেন। দলীয় ৯৬ রানে ডেভিড ওয়ার্নারকেও সাজঘরে ফেরাতে পারায় স্বস্তি ফেরে সফরকারী দলে। তা নাহলে ওয়ার্নার যে কোথায় থামতেন, তা বোধহয় তিনিই জানতেন! একটা সময় দুইশো স্ট্রাইকরেটের ওপর ব্যাটিং করছিলেন।
শেষ পর্যন্ত ৪১ বলে ১০টি চার ও ৩ ছক্কায় ৭৫ রানের বিধ্বংসী ইনিংসে ফিরেছেন ওয়ার্নার। ম্যাচসেরার সঙ্গে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন তিনি।
দলীয় ১০০ রানে গ্লেন ম্যাক্সওয়েলও (১) ফিরলে শেষটা কেমন হয় তা নিয়ে শঙ্কা ছিল। তবে টিম ডেভিড ২০ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪২ রানের তাণ্ডব চালিয়ে ফিরলে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ১৭৮ রানের স্কোর দাঁড় করাতে পারে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২১ রানে তিনটি উইকেট নেন আলজারি জোসেফ। ৩৩ রানে দুটি নেন ওবেড ম্যাককয়। ২৪ রানে একটি নেন ওডিন স্মিথ।
জবাবে প্রথম ওভারে কাইল মায়ার্সকে হারায় সফরকারী দল। তার পর ব্রেন্ডন কিং আর জনসন চার্লসের ব্যাটে ভালোই জবাব মিলছিল। অ্যাডাম জাম্পা কিংকে ফিরিয়ে এই জুটি ভাঙলে পরের ব্যাটাররা আর কাঙ্ক্ষিত ইনিংস খেলতে পারেননি। স্টার্কের গতির কাছে পরাস্ত হয়ে ৮ উইকেটে করতে পেরেছে ১৪৭ রান। উল্লেখযোগ্য জুটি তৈরি করা চার্লসের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৯, কিং করেন ২৩। শেষ দিকে আকিল হোসেন ২৫ রান করতে পেরেছেন।
ক্যারিবীয়দের ধসিয়ে দিতে মিচেল স্টার্ক ২০ রানে একাই ৪ উইকেট নিয়েছেন। ৩২ রানে দুটি নেন প্যাট কামিন্স। তাছাড়া একটি করে নেন ক্যামেরন গ্রিন ও অ্যাডাম জাম্পা।
আপনার ন্য নির্বািত নিউজ
- অনড় জামায়াত-বিএনপি-এনসিপি: সেনাপ্রধানের শঙ্কা বাস্তব রূপ নিচ্ছে
- কমে গেল পেঁয়াজের দাম
- রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ, রাজনীতিতে তোলপাড়
- শিক্ষক ভাতা বাড়ছে ১৫০০ টাকা, তবু অসন্তোষ
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন কিডনিতে ক্যান্সার হয়েছে
- পেছালো টাইফয়েড টিকাদান কর্মসূচি
- ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং বন্ধ, মিলবে শুধু ডিজিটাল
- যেসব রোগের জন্য ডাবের পানি বিষের সমান
- বন্যার পূর্বাভাস: রোববার ৮ জেলা প্লাবিত হতে পারে
- বিয়ে কি আল্লাহর পক্ষ থেকে আগেই নির্ধারিত
- রাজনীতিতে উত্তেজনা, সেনাপ্রধানের শঙ্কা সত্যি হচ্ছে
- অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন জাবেদ পাটোয়ারী: নতুন তথ্য
- ফারাক্কা বাঁধের গেট খুললো ভারত, ডুবে যাবে বাংলাদেশ
- আজকের স্বর্ণের দাম: ভরিতে কমেছে ১,০০০ টাকা