| ঢাকা, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

‘অতীত ব্যর্থতা জানি না, নতুন শুরু করতে চাই’: শ্রীরাম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৬ ১১:২৯:৩২
‘অতীত ব্যর্থতা জানি না, নতুন শুরু করতে চাই’: শ্রীরাম

আসন্ন বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক রাসেল ডোমিঙ্গো। শ্রীধরন শ্রীরাম ইন্ডিয়াকে কাগজে কারিগরি পরামর্শক হিসেবে আনা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো শ্রীরামের সাথে ব্যাটিং কোচ জেমি সিডন্স বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন।

এ দায়িত্ব নিয়ে শ্রীরাম জানালেন, আগে কী করেছে টাইগাররা সেটি তিনি মাথায় রাখেননি। সে বিষয়ে কোনো আগ্রহও নেই তার। বরং সামনের দিনগুলোতে সবাইকে একত্রিত করে নতুনভাবে শুরুর আশা টাইগারদের নতুন উপদেষ্টার। এশিয়া কাপ খেলতে আমিরাত গিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন শ্রীরাম।

তার ভাষ্য, ‘আমি খোলা চোখ নিয়ে এসেছি। আমার পিছুটান নেই। যেটি (টি-টোয়েন্টিতে সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না) বলছেন, সেটি আসলে আমার কাছে অজানাই বলতে পারেন। আমি ওভাবে দেখছি না। খোলা চোখে দেখছি, আমার পরিকল্পনা নতুন জীবনীশক্তি আনতে চাই। দলকে একত্র করতে চাই, নতুন শুরু করতে চাই।’

অতীতে বাংলাদেশ দল কোন কোন জায়গায় ব্যর্থ হয়েছে, ভুলগুলো কী কী করেছে সেগুলো বড় করে দেখতে নারাজ শ্রীরাম। এর চেয়ে টাইগাররা যেসব কাজ ভালোভাবে করেছে সেগুলো আরও ভালো করার তাগিদ দিলেন ভারতের এ সাবেক অলরাউন্ডার। তাতেই ফল আসবে বলে বিশ্বাস তার।

শ্রীরাম বলেছেন, ‘তারা কোন বিষয় ভালো করতে পারেনি, সেটি দেখার বিষয় নয়। কী করতে পেরেছে- সেটি দেখার বিষয়। এর মাধ্যমে সেরাটা বের করে আনা। আমার নজর থাকবে স্বল্প সময়ে তাদের ওইসব শক্তিমত্তার ওপর নির্ভর করা, সেগুলো বাড়ানো। যেগুলো ভালো করিনি, সে সব এমনিতেই ঠিক হয়ে যাবে, যদি আমরা যা ভালো করছি, সেগুলো করতে থাকি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি পরিসংখ্যান দেখেছি। বোলিংয়ের কথা বললে উইকেট নেওয়ার ক্ষেত্রে- প্রথম ৩ উইকেট নেওয়ার গড়ের ক্ষেত্রে বিশ্বে আমরা অন্যতম সেরা, প্রথম ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রেও আমরা বিশ্বে অন্যতম সেরা। বাংলাদেশ অনেক কিছুই ঠিকঠাক করেছে এর আগে।’

এসময় বাংলাদেশ দলে নিজের ভূমিকা সম্পর্কে শ্রীরাম বলেন, ‘আমি আমার ভূমিকা সম্পর্কে পরিষ্কার। আমার ভূমিকা হলো রিসোর্স একত্র করা। আমাদের খুব ভালো কয়েকজন স্কিল কোচ আছেন। তারা যা করেন, তার ওপর আমার পূর্ণ আস্থা আছে। আমার কাজ মূলত অধিনায়ক, টিম ডিরেক্টরের সঙ্গে কাজ করা, এবং স্কিল কোচদের নিয়ে- তিনটি ভাগকে একত্রে আনা।’’

আইপিএল ও অস্ট্রেলিয়া দলের সঙ্গে কাজ করা এ কোচ আরও বলেন, ‘অস্ট্রেলিয়া এবং আইপিএলে কাজ করে পাওয়া টি-টোয়েন্টি অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৌশল একত্র করা- যাতে রিসোর্স ঠিকঠাক কাজে লাগাতে পারি। আমি বলছি না যে আমি দলকে নেতৃত্ব দেব, আমি শুধু সহযোগিতা করছি।’

‘ভিন্ন সংস্কৃতির সঙ্গে কাজ করা- আইপিএলে ভারতীয় ছেলেদের সঙ্গে কাজ করা, অজি সেট আপে কাজ করা- পূর্ব-পশ্চিমের একটা ভালো মিশ্রণ আছে (আমার)। বাংলাদেশে এসে আমি আসলে এদের বেড়ে ওঠা, খেলার প্রতি দৃষ্টিভঙ্গি বুঝি। একই সঙ্গে পেশাদারত্ব, প্রত্যাশার ব্যাপারটিও নিয়ে আসতে পারি। আমি মুখিয়ে আছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যে সমীকরণে বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ

যে সমীকরণে বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু এই জয়েও পূর্ণাঙ্গ ...

চমক নিয়ে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

চমক নিয়ে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

বিনোদন প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

একটু পর থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ: যেভাবে দেখবেন

একটু পর থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ: যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদন: এএফসি বাছাইপর্বে ইতিহাস গড়ার পর দীর্ঘ বিরতি ভেঙে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ ...

৯০ মিনিটের খেলা শেষ বাংলাদেশ-থাইল্যান্ডের ম্যাচ, দেখুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ বাংলাদেশ-থাইল্যান্ডের ম্যাচ, দেখুন ফলাফল

এএফসি নারী এশিয়ান কাপের প্রস্তুতির মিশনে থাইল্যান্ড সফরে প্রথম প্রীতি ম্যাচে স্বাগতিকদের কাছে হেরেছে বাংলাদেশ ...