সাকিব-মাশরাফিদের পাশে নাম লেখালেন নাসুম

গতকাল গায়ানার প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ ওভারে তিন মেইডেনে মাত্র ১৬ রান খরচ করেছিলেন নাসুম। কিন্তু কোনো উইকেট পাননি। আজ নিজের প্রথম সাত ওভারেই ছাড়িয়ে যান আগের ম্যাচের বোলিংকে।
ক্যারিবীয় ব্যাটিং লাইনআপকে ছিন্নভিন্ন করে ব্যক্তিগত সাত ওভার শেষে নাসুমের বোলিং বিশ্লেষণ দাঁড়ায় ৭-৪-৯-৩; অর্থাৎ সাত ওভারে মেইডেন চারটি, উইকেট নিয়েছেন তিনটি। তখনই জাগে আশা, বাংলাদেশের হয়ে ইনিংসে সর্বোচ্চ মেইডেনের রেকর্ডের।
কিন্তু পরের তিন ওভারে আর মেইডেন নিতে পারেননি নাসুম। ফলে অধরাই থেকে যায় মোহাম্মদ রফিকের রেকর্ড। ১৯৯৮ সালে ভারতের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫টি মেইডেন ওভার করেছিলেন বাংলাদেশের কিংবদন্তি স্পিনার রফিক।
গত দুই যুগেও আর কেউ রফিকের এই রেকর্ড ভাঙতে পারেননি। আজকের আগে সবশেষ ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই শফিউল ইসলাম এই রেকর্ডের কাছাকাছি গিয়েছিলেন। সেদিন ৯ ওভারে চারটি মেইডেন নিয়েছিলেন শফিউল।
শফিউলের প্রায় ১০ বছর পর আবার নাসুমের হাত ধরে ইনিংসে অন্তত ৪টি মেইডেন করা বোলারের দেখা পেলো বাংলাদেশ। রফিককে ছুঁতে না পারলেও, ৪ মেইডেনের মাধ্যমে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজাদের পাশে ঠিকই নাম তুললেন নাসুম।
সবমিলিয়ে বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে ইনিংসে অন্তত ৪টি মেইডেন করলেন ২৭ বছর বয়সী নাসুম। তার আগে এ কৃতিত্ব দেখিয়েছেন রফিক (৩ বার), সাকিব (৩ বার), মাশরাফি (২ বার), সৈয়দ রাসেল (২ বার), মুশফিকুর রহমান বাবু ও শফিউল ইসলাম।
এছাড়া ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২২টি মেইডেন ওভার করেছেন মাশরাফি। বাংলাদেশের আর কোনো বোলার ওয়ানডেতে ১০০ মেইডেন নিতে পারেননি। পঞ্চাশের বেশি মেইডেন নিয়েছেন সাকিব (৯১), আব্দুর রাজ্জাক (৭০) ও রফিক (৬৩)।
উল্লেখ্য, বিশ্ব ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে ইনিংসে সর্বোচ্চ ৮ মেইডেনের রেকর্ড রয়েছে ভারতের বিষেন সিং বেদি (ইনিংসে ১২ ওভার) ও ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সের। সবমিলিয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৩১৩ মেইডেনের বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার শন পোলকের দখলে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নারী ওয়ানডে বিশ্বকাপ: বাংলাদেশ বনাম পাকিস্তান, মোবাইলে যেভাবে দেখবেন
- সরকারি কর্মচারীদের বেতন কত হওয়া উচিত: যা জানা গেল
- নতুন পে-স্কেলে সরকারি বেতন কত বাড়ছে: যা জানা গেল
- আজকের টাকার রেট: ডলার, রিয়াল ও রিংগিতের বিনিময় হার
- বাংলাদেশে প্রথমবার MVNO সিম চালু করতে যাচ্ছে বিটিসিএল
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: আজকের একাদশে চমক
- দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা
- বাংলাদেশকে চ্যালেঞ্জিং রানের টার্গেট দিল আফগানিস্তান
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণ: গ্রাহকের টাকা কতটা সুরক্ষিত
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে যে হারে: মার্চ-এপ্রিলেই কার্যকর
- বিয়ের সাজে মামা দরজায় অনশনে ভাগ্নী
- দেশের বাজারে আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- ঢাকায় ধরা পড়া হারুনকে যুক্তরাষ্ট্রে পাঠালো কারা
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: মোবাইলে যেভাবে দেখবেন
- আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম