মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে আবেদন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মাদরাসাতেও ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই ছুটি বাতিলের দাবিতে সরব হয়েছেন মাদরাসার কিছু শিক্ষক ও অভিভাবক। শরীয়তবিরোধী আখ্যা দিয়ে মাদরাসার ছুটির পঞ্জি থেকে ভিন্ন ধর্মাবলম্বীদের উৎসবের ছুটি প্রত্যাহারের জন্য তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে লিখিত আবেদন জানিয়েছেন।
আবেদন ও মানববন্ধনে দাবির সারসংক্ষেপ
বুধবার (২৪ সেপ্টেম্বর) মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে এই আবেদন জমা দেওয়া হয়। একই দাবিতে এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষাপঞ্জি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে মাদরাসায় দুই দিনের ছুটি রয়েছে, যা ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত চলবে। এর মধ্যে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটিও অন্তর্ভুক্ত।
আবেদনকারীরা তাদের যুক্তিতে বলেছেন:
* শরিয়তবিরোধী সিদ্ধান্ত: বিগত সরকার আলিয়া মাদরাসার ওপর যে "ইসলামবিরোধী" সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে, তার মধ্যে ভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানের ছুটি মাদরাসার জন্য অন্তর্ভুক্ত করা অন্যতম। তাদের মতে, এটি ইসলামী শরিয়তের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
* শিক্ষার্থী নেই: মাদরাসা শিক্ষাব্যবস্থায় যেহেতু কোনো ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী নেই, তাই এ সংক্রান্ত ছুটি মাদরাসার জন্য অমূলক।
* শিক্ষকদের জন্য ব্যতিক্রম: আবেদনকারীরা উল্লেখ করেন, যদি কোনো আলিয়া মাদরাসায় ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষক থাকেন, তবে তিনি তাঁর ধর্মীয় ছুটি ভোগ করতেই পারেন, এতে তাদের কোনো আপত্তি নেই।
* সর্বজনীনভাবে চাপিয়ে দেওয়া: কিন্তু আলিয়া মাদরাসার সব শিক্ষার্থীর ওপর এই ছুটি চাপিয়ে দেওয়াকে তারা শরিয়তবিরোধী বলে মনে করেন এবং অবিলম্বে তা বাতিলের দাবি জানান।
আবেদনে শিক্ষক প্রতিনিধি হিসেবে সিরাজগঞ্জের আল-ফারুক ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন সই করেন। অভিভাবক প্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর আলিম প্রথমবর্ষের শিক্ষার্থী অভিভাবক জুবায়ের আহমেদ এবং শেখ সাদ বিন জাহান।
শিক্ষাব্যবস্থায় ছুটির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পরিবর্তন বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসে কিনা, সেটাই এখন দেখার বিষয়।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে স্কেল কার্যকর হবে জানুয়ারিতে: অর্থ উপদেষ্টা
- পে স্কেল চূড়ান্ত: বেতন বাড়ার আগে জিএমপিএস চালু
- নতুন পে স্কেল: কার্যকর হচ্ছে ২০২৬-এর জানুয়ারি থেকেই
- নবম পে স্কেলে আসছে ‘সাকুল্য বেতন’ ধারণা
- পে স্কেল চূড়ান্ত! ২০২৬ এর শুরুতেই কার্যকর
- ১৫ ডিসেম্বরের আল্টিমেটামের মুখে পে-স্কেল নিয়ে নতুন দ্বন্দ্ব
- নবম পে স্কেল ২০২৬-এর শুরুতেই: বেতন বৃদ্ধির সঙ্গে আসছে ‘সাকুল্য বেতন’ ধারণা
- সরকারি পে স্কেল: অর্থ বরাদ্দ শুরু, জিপিএমএস আসছে
- আজকের সোনার বাজারদর: ৯ নভেম্বর ২০২৫
- নতুন পে স্কেল: সুপারিশ চূড়ান্তের শেষ মুহূর্তের কাজ চলছে, তবে বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা
- আজকের সোনার বাজারদর: ১০ নভেম্বর ২০২৫
- হংকং সিক্সেস ফাইনাল: দুপুরে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ, যেভাবে দেখবেন
- পে স্কেল কার্যকর কবে! জানাল কমিশন
- লাফিয়ে লাফিয়ে বাড়ল সোনার দাম
- সরকারি ছুটি ২০২৬: ঈদ ও পূজায় ছুটি কতদিন
