১০ উইকেটে লজ্জাজনক হারের পর রোহিত শর্মার জবানবন্দি
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে, তিন ম্যাচের চলতি ওয়ানডে সিরিজের শুভারম্ভ করেছিল টিম ইন্ডিয়া।
গতকাল রোববার বিশাখাপত্তনমের ডক্টর ওয়াইএসআর রেড্ডি এসিএ-ভিডিসিএ দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছিল ভারত-অস্ট্রেলিয়া। ১০ উইকেটে লজ্জার হার হারল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। ২০২১ সালের ডিসেম্বরে বিরাট কোহলির জুতোয় পা গলান রোহিত। পঞ্চাশ ওভারের ফরম্যাটে ভারতের পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক হন 'হিটম্যান'। তারপর থেকে ঘরের মাঠে এই প্রথম তিনি ওয়ানডে হারলেন। এমনকী রোহিতের নেতৃত্বে ভারত টানা ন'টি ওয়ানডে ম্যাচ জিতেছে ঘরের মাঠে। চলতি বছর ভারত শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকে ৩-০ হোয়াইটওয়াশ করেছে। ম্যাচ হেরে রোহিত মিচেল স্টার্কেরই প্রশংসা করেছেন।
রোহিত শর্মা লজ্জাজন হারের পর বলেন, 'এই ফল অত্যন্ত হতাশাজনক। এই নিয়ে কোনও সন্দেহ নেই। আমরা যে খেলাটা খেলতে পারি, সেটাই খেলতে পারিনি। ব্যাট হাতে নিজদের প্রয়োগ করিনি। আমরা জানতাম এই রান কিছুই না। সত্যি বলতে এটা কোনও ভাবেই ১১৭-র পিচ নয়। নিজেদের প্রয়োগ করতে পারিনি আমরা।'
এদিনের ম্যাচে ৫৩ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন স্টার্ক। অজি বোলারের ভূয়সী প্রশংসা করে রোহিত বললেন, 'স্টার্ক হাতে নতুন বল নিয়ে অস্ট্রেলিয়ার জন্য বছরের পর বছর এমন করে আসছে। ও ওর শক্তিপ্রদর্শন করেই আজ এই পারফর্ম করেছে। আর ওর শক্তির কাছেই আমরা পরাজিত হয়েছি। আমাদের এটাই বুঝতে হবে। সেভাবে খেলতে হবে। ওদের সব বোলারই দারুণ বল করে আমাদের চাপে রেখেছে।' এদিন স্টার্ক ছাড়াও দারুণ বল করেছেন সিন অ্যাবট (তিন উইকেট) ও ন্য়াথান এলিস (দুই উইকেট)।আগামী বুধবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এই ম্যাচ যে জিতবে, সিরিজ যাবে তার দখলেই। ফলে তৃতীয় ওয়ানডে হয়ে গেল ডিসাইডার।
প্রকৃতপক্ষে বিগত ছয় বছরে রোহিতের নেতৃত্বে এটি ভারতের প্রথম হার। ২০১৭ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত হেরেছিল। রোহিত ছিলেন ক্যাপ্টেন। যদিও তিনি ছিলেন বিরাটের বদলে স্টপ-গ্যাপ অধিনায়ক। রোহিতের কিন্তু স্টপ-গ্যাপ অধিনায়ক হিসেবেও রেকর্ড দারুণ। তাঁর নেতৃত্বে ভারত ১০ ম্যাচের মধ্যে আট ম্যাচ জিতেছে। পঞ্চাশ ওভারের ফরম্যাটে ভারতের পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক হওয়ার পর, রোহিত হোম এবং অ্যাওয়ে মিলিয়ে মাত্র তিনটি ওয়ানডে ম্যাচ হেরেছে। এদিনের ম্যাচ বাদ দিয়ে গতবছর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ২-১ সিরিজ হার। এছাড়া রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ওয়ানডে সিরিজ জয়ের একটি ম্যাচ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নবম পে-স্কেল: ৯০% বেতন বৃদ্ধির সুপারিশ, রিপোর্ট জমা আগামী সপ্তাহেই
- পে স্কেল: ৭ ইস্যু নিয়ে তারেক রহমানের সঙ্গে বসছেন কর্মচারীরা
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, জানুয়ারির শেষে কার্যকর
- পে-স্কেল নিয়ে সুখবর পেলেন যেসব কর্মকর্তারা
- নবম পে স্কেলে যত বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের বেতন
- রাতে টানা দুবার ভূমিকম্পে কেপে উঠলো বাংলাদেশ
- হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহ: ৭ জেলায় আবহাওয়া অফিসের বিশেষ বার্তা
- পে স্কেল নিয়ে তারেক রহমানের দ্বারস্থ সরকারি কর্মচারীরা
- যে ভিটামিনের অভাবে শীতে বেশি ঠান্ডা লাগে
- কয়েক সেকেন্ডের ব্যবধানে দুইবার ভূমিকম্প: উৎপত্তিস্থল ও মাত্রা জানুন
- সয়াবিন তেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত
- আজকের সোনার বাজারদর: ০৫ জানুয়ারি ২০২৬
- ৮ জানুয়ারি পে-কমিশনের মেগা বৈঠক: চূড়ান্ত হতে পারে নবম পে-স্কেল
- নবম পে স্কেল নিয়ে এলো বড় সুখবর
- হাড়কাঁপানো শীতে জবুথবু দেশ: কতদিন চলবে এই শৈত্যপ্রবাহ
