| ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

হঠাৎ সার্জিও রামোসের অবসরের ঘোষণা

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১২:২৬:৩০
হঠাৎ সার্জিও রামোসের অবসরের ঘোষণা

জানা গেছে, অনেকটা ক্ষোভে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন এই সাবেক অধিনায়ক।এই ক্ষোভ মূলত কোচের ওপর। মাঠ থেকে অবসরের ঘোষণা দেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় অবসরের ঘোষণায় স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন তিনি।

বিদায়ী বার্তায় রামোস লিখেছেন, ‘সময়টা এসে গেছে জাতীয় দলকে বিদায় বলার, আমাদের প্রিয় ও রোমাঞ্চকর লা রোজা (স্পেন জাতীয় দলের ডাকনাম) ছাড়ার সময় এসে গেছে।’ বর্তমান কোচের বিরুদ্ধে অভিযোগ তোলেন রামোস, ‘এখনকার কোচের কাছ থেকে আমি একটা কল পেয়েছি। তিনি বলেছেন,

আমি যতই সক্ষম হই বা যেভাবে আমার ক্যারিয়ার গড়ি না কেন, সে আর আমাকে বিশ্বাস করে না। এই দীর্ঘ যাত্রা অত্যন্ত দুঃখের সাথে শেষ হতে চলেছে। একটি যে দীর্ঘ এবং বিদায় একটু মিষ্টি, আমরা আশা করেছিলাম লা রোসার সাফল্য শীর্ষে।

স্প্যানিশ জার্সি গায়ে রেকর্ড ১৮০ ম্যাচ খেলেছেন সার্জিও রামোস। এমনকি আগের কোচ লুইস এনরিকেও তাকে দলে রাখেননি। বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বরখাস্ত হন এনরিকে। এরপর নতুন কোচের দায়িত্ব নেন লা ফুয়েন্তে। এরপর, ইউরো ২০২৪ কোয়ালিফায়ারে স্পেন নরওয়ে এবং স্কটল্যান্ডের সাথে খেলবে। এবারও জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা নেই রামোসের।

আক্ষেপের কথা বিদায়বেলায় সরাসরি জানান তিনি, ‘আমি বিনীতভাবে বিশ্বাস করি, আমার এই ক্যারিয়ারের শেষটা হওয়া উচিত ছিল ব্যক্তিগত সিদ্ধান্তে। অথবা আমার পারফরম্যান্স জাতীয় দলের মানের নয়, এমন কারণে। কিন্তু এটি আমার বয়স বা এমন কারণে শেষ হবে, সেটা ভাবিনি। তাদের কাছ থেকে এ ব্যাপারে কিছু শুনিনি, তবে আমার মনে হয়েছে এমনই।’

রামোস রিয়াল মাদ্রিদ সতীর্থ মদরিচ, পেপে এবং পিএসজির সতীর্থ মেসির উদাহরণ টেনে দলে সিনিয়র ফুটবলারদের গুরুত্ব তুলে ধরেন, ‘তরুণ বা কম তরুণ হওয়া কোনোভাবেই গুণ বা ত্রুটি নয়। এটা শুধু ক্ষণস্থায়ী একটি বৈশিষ্ট্য, যেটির সঙ্গে পারফরম্যান্স বা সামর্থ্যের সম্পর্ক থাকতেই হবে

আমি মদরিচ, মেসি, পেপে তাদের প্রশংসা করি, ঈর্ষা করি। ফুটবলের এই ঐতিহ্য, মূল্যবোধ, যোগ্যতা ও সুবিচার দুর্ভাগ্যজনকভাবে আমার ক্ষেত্রে এমন হবে না। কারণ, ফুটবল সব সময় ন্যায্য নয়, ফুটবল কখনোই শুধু ফুটবল নয়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

পাকিস্তান শাহীনস-বাংলাদেশ: ব্যাটে ঝড় তুলল নাফে-ইয়াসির

পাকিস্তান শাহীনস-বাংলাদেশ: ব্যাটে ঝড় তুলল নাফে-ইয়াসির

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার ডারউইনে পাকিস্তান শাহীনসের বিরুদ্ধে বাংলাদেশের 'এ' দলের বোলাররা রীতিমতো চাপে পড়েছিল। পাকিস্তানের ...

পাকিস্তান শাহীনসের কাছে ৭৯ রানে হারল বাংলাদেশ

পাকিস্তান শাহীনসের কাছে ৭৯ রানে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে বড় ...

ফুটবল

এশিয়ান কাপে বাংলাদেশসহ ১২ দল, নিশ্চিত হলো মূল পর্ব

এশিয়ান কাপে বাংলাদেশসহ ১২ দল, নিশ্চিত হলো মূল পর্ব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নারী ফুটবলে এখন সাফল্যের জোয়ার বইছে। সিনিয়র দলের পর এবার অনূর্ধ্ব-২০ নারী ...

আর্জেন্টিনার পরবর্তী ২ ম্যাচ, কখন-কোথায়

আর্জেন্টিনার পরবর্তী ২ ম্যাচ, কখন-কোথায়

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের জন্য আগেই যোগ্যতা অর্জন করা সত্ত্বেও, লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এবার দুটি ...