| ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

ঘরোয়া লিগ গুলো নিয়ে শুরু হয়েছে তুন বিপদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১১ ০৯:৩০:১৯
ঘরোয়া লিগ গুলো নিয়ে শুরু হয়েছে তুন বিপদ

বিপিএলের কয়েকটা প্রশ্ন করার পর অবশ্য সাংবাদিকদের থামিয়ে দিলেন কুমিল্লার ম্যানেজার। ডানহাতি এই ব্যাটারের কথার ফাঁকে জানালেন ফ্লাইট আছে, আর মাত্র দুইটা প্রশ্ন নেবেন। অর্থাৎ সংবাদ সম্মেলন শেষ করেই বিমানবন্দর চলে যাবেন রিজওয়ান।

সদ্য শুরু হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ঘনিয়ে আসায় দেশে ফিরছেন দেশটির ক্রিকেটাররা। রিজওয়ানের সঙ্গে এদিন পাকিস্তানে ফিরছেন খুশদিল শাহও। মোহাম্মদ আমিনর, ইমাদ ওয়াসিম, নাসিম শাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আজম খান কিংবা ওয়াহাব রিয়াজরা অবশ্য ফিরেছেন আরও আগে।

বিপিএলে তারকা বলতে যারা এসেছিলেন তাদের প্রায় সবাই ফিরে গেছেন। পাকিস্তানের ক্রিকেটারদের আগে সাউথ আফ্রিকার এসএ২০ ও সংযুক্ত আরব আমিরাতের লিগ খেলতে বিপিএল ছেড়েছেন মোহাম্মদ নবি, ডেভিড মালান, ফজল হক ফারুকীরা।

পাকিস্তানি এই ব্যাটার রিজওয়ানরা যখন দেশে ফিরছেন তখন বিপিএলে আসতে শুরু করেছেন একের পর এক তারকা ক্রিকেটার। প্লে অফে উঠায় পাকস্তানিদের বদলি হিসেবে টি-টোয়েন্টির তারকাদের আনতে শুরু করেছে কুমিল্লা, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্স। সবশেষ কদিনে কুমিল্লায় আন্দ্রে রাসেল, সুনীল নারিন এসেছেন। প্লে অফ শুরুর আগে আসবেন মঈন আলীও। এদিকে সিলেট আসছেন সাউথ আফ্রিকার জর্জ লিন্ডে, বরিশালের হয়ে খেলতে এসেছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

রংপুরের হয়ে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলতে এসেছিলেন রহমানুল্লাহ গুরবাজ ও টম কোহলার ক্যাডমোর। পিএসএল খেলতে তারাও ফিরছেন রিজওয়ানদের সঙ্গে। তাদের বদলি হিসেবে রংপুরে আসার কথা রয়েছে দাসুন শানাকা ও মুজিব উর রহমান।

একদিন আগে আসা নাভিন উল হক অবশ্য টুর্নামেন্টের বাকি সব ম্যাচ খেলে যাবেন। বিদেশি ক্রিকেটারদের এমন আসা-যাওয়ায় দল সাজাতে কিংবা পরিকল্পনা সাজাতে বিপাকে পড়তে হচ্ছে কোচদের। প্রয়োজন মতো বিদেশি ক্রিকেটার না পাওয়ার আক্ষেপও করেছেন রংপুরের প্রধান কোচ সোহেল ইসলাম। সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কোচদের চ্যালেঞ্জের কথাও।

এ প্রসঙ্গে সোহেল বলেন, ‘আপনি ঠিক বলেছেন যে এটা আসলেই চ্যালেঞ্জিং এবং আমার মনে হয় যে এই বিপিএলে কোচদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার। এত বেশি রদবদল হচ্ছে এবং বিদেশি ক্রিকেটারদের ফাঁকা পাওয়া যাচ্ছে না। যে জায়গার খেলোয়াড় খুঁজছি সেই জায়গার প্লেয়ার পাচ্ছি না।

আমরা যখন দল করি, দেশি ক্রিকেটার নিয়ে থাকি , যে জায়গাগুলোতে খেলোয়াড় দরকার সেখানে বিদেশি আনার চেষ্টা করি। এটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। দেখা যায় যে, দুটি বিদেশি ক্রিকেটার বদল হলে দলের কম্বিনেশন পরিবর্তন করতে হচ্ছে। এটা অনেক চ্যালেঞ্জিং।’

বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়ার মিছিলের কারণে প্রতিপক্ষ নিয়েও বিপাকে পড়তে হচ্ছে দলগুলোকে। একদিন আগে এসে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বরিশালের হয়ে ম্যাচ খেলতে নেমেছেন প্রিটোরিয়াস। দুবাই ক্যাপিটালসের সঙ্গে এক ম্যাচের চুক্তি করার খবরে শঙ্কা তৈরি হয় রিস টপলিকে নিয়ে। যার ফলে প্রতিপক্ষে শিবিরে কারা খেলবেন সেসব নিয়ে দ্বিধায় থাকতে হয়। যে কারণে মাঠে এসে পরিকল্পনা সাজাতে হয় বলে জানান সোহেল।

রংপুরের প্রধান কোচ বলেন, ‘অবশ্যই কঠিন। আপনি জানেন যে বড় টুর্নামেন্টগুলোতে আমরা ভিডিও অ্যানালিস্ট রাখি। পর্যালোচনা করি এবং সেভাবেই দলের পরিকল্পনা করি। এটা আমাদের জন্য আসলেই কঠিন, চ্যালেঞ্জিংও হচ্ছে। মাঠে এসে আমরা একাদশ দেখছি। দেখা যায় যে আমরা আসলে যে খেলোয়াড় নিয়ে চিন্তা করিনি সেই খেলোয়াড়টা এসে খেলছে। সিদ্ধান্তগুলো আমাদের খুব দ্রুত নিতে হচ্ছে এবং পরিকল্পনাগুলো মাঠে করতে হচ্ছে। যার ফলে দেখা যায় যে পরিকল্পনার মাঝে আমরা থাকতে পারছি না।’

‘আমরা যেভাবে পরিকল্পনা করে আসি... আমরা চিন্তা করলাম যে পাওয়ার প্লেতে প্রতিপক্ষ দলের এই ব্যাটার ব্যাটিং করার সুযোগ আছে। আমি সেভাবে নতুন বলে কে বোলিং করবে, এপাশ থেকে কে করবে, ওপাশ থেকে কে করবে সেটা পরিবর্তন হয়ে যায়। তারপরও বলবো যে এটা নিয়ে আমাদের খেলতে হবে, সব দলেরই এমন পরিস্থিতি, দ্রুত এটার সমাধান বের করে মোকাবেলা করতে হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বিসিবি: নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত

আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বিসিবি: নেতৃত্বে নাজমুল হোসেন শান্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের ...

চলছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ; লাইভ দেখুন এখানে

চলছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ; লাইভ দেখুন এখানে

প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি টাইগারদের জন্য মান বাঁচানোর ...

ফুটবল

হন্ডুরাসের জালে গোলের বন্যা বইয়ে দিল ব্রাজিল

হন্ডুরাসের জালে গোলের বন্যা বইয়ে দিল ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বিধ্বংসী রূপে দেখা গেল ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলকে। টুর্নামেন্টে নিজেদের ...

আবারও কমলো সোনার দাম

আবারও কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: এক দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স ...