| ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

তামিমই খুলনার সবচেয়ে বড় ভরশা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৮ ১০:৪২:৫২
তামিমই খুলনার সবচেয়ে বড় ভরশা

তিন ম্যাচে বাজে পারফরম্যান্সে ম্যাচ হার। দলের সেরা ক্রিকেটার তামিমের ব্যাটে রান ছিল না। টপ অর্ডার ধারাবাহিকভাবে ব্যর্থ। মিডল অর্ডারে হাল ধরতে পারছিলেন কেবল আজম খান। বাকিরাও অফফর্মে। হতাশার বৃত্ত ভেঙ্গে অবশেষে তারা জয়ের মুখ দেখলো।

মঙ্গলবার তারা হারিয়েছে রংপুর রাইডার্সকে। ব্যাট-বলে দারুণ পারফর্ম করে ৯ উইকেটের বিশাল জয়ে লড়াইয়ের খাতায় নাম তুলেছে তারা। ম্যাচ শেষে দলের পেসার পল ফন মিকারেন জানালেন, ইয়াসিরের পেছনে ব্যাকবোন হিসেবে কাজ করছেন তামিম নিজে। এজন্য ইয়াসিরের কাজটা সহজ হয়ে যাচ্ছে।

তাকে পর্দার আড়ালের নায়ক বলেছেন মিকারেন, ‘আমার মনে হয় সে পর্দার আড়ালে অনেক কিছুই করছে। দলকে সাহায্য করছে, ম্যানেজমেন্টকে সাহায্য করছে। নিজের অভিজ্ঞতাটা ভাগ করছে ইয়াসিরের সঙ্গে, যার কারণে ইয়াসির খুব দ্রুত শিখতে পারছে।’

জয় পাওয়া ম্যাচে তামিম ৪৬ বলে ৬০ রান করেছেন ৪ চার ও ২ ছক্কায়। তাদের লক্ষ্য ছিল ১৩০। তামিমের জন্য এরকম পরিস্থিতি আদর্শ বলে মনে করছেন মিকারেন, ‘বল হাতে আমরা কন্ডিশনটাকে ভালো পড়তে পেরেছি, তাদেরকে খুব কম রানে আটকে রাখতে পেরেছি। কোনো ভুল করিনি। আমরা দেখেছি, ওপরের দিকে তামিম এই ধরনের উইকেটে যে অভিজ্ঞ, এই ধরনের রান সে ১০ বারের নয় বারই তাড়া করে ফেলবে। আজ যা আমরা করলাম।’

মিরাকেন বল হাতে কোনো উইকেট না পেলেও ৩ ওভারে ডানহাতি পেসার রান দিয়েছেন ২৪। তাদের জয়ের নায়ক ওয়াহাব রিয়াজ ১৪ রানে পেয়েছেন ৪ উইকেট। ড্রেসিংরুমে হাসি ফেরায় খুশি মিকারেন, ‘ম্যাচ শেষে ড্রেসিংরুমে হাসিমুখ দেখেছি অনেক। জয়ের ধারাটা ধরে রাখতে পারলে, পরের কয়েকটা ম্যাচে জিততে পারলে, আমরা সেরা চারেও চলে আসতে পারব। প্রত্যেকটা জয়ের জন্য তখন লড়াই করতে পারব। আশা করি এরপর প্লে অফেও জায়গা করে নিতে পারব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

নাসুমের বাবা এখন নিরাপত্তাকর্মী: এমন পরিণতির নেপথ্যে কী

নাসুমের বাবা এখন নিরাপত্তাকর্মী: এমন পরিণতির নেপথ্যে কী

সিলেট: জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী এখন জীবনধারণের জন্য সিকিউরিটি গার্ডের কাজ ...

আপনজন হারালেন মুশফিকুর রহিম, সমুদ্রসৈকত থেকে মরদেহ উদ্ধার

আপনজন হারালেন মুশফিকুর রহিম, সমুদ্রসৈকত থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আহনাফ (১৬)-এর মরদেহ ...

ফুটবল

শুরু হলো বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ, সরাসরি দেখুন

শুরু হলো বাংলাদেশ-সিঙ্গাপুর ফুটবল ম্যাচ, সরাসরি দেখুন

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বর্তমানে মাঠে খেলছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। যদিও উভয় দলই ...

আগামীকাল ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচ: সরকারি যেভাবে দেখবেন

আগামীকাল ব্রাজিল বনাম বলিভিয়া ম্যাচ: সরকারি যেভাবে দেখবেন

দীর্ঘ প্রতীক্ষার পর ১০ই সেপ্টেম্বর, বুধবার ভোর ৫:৩০ মিনিটে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামতে চলেছে ...