| ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

তামিমই খুলনার সবচেয়ে বড় ভরশা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ১৮ ১০:৪২:৫২
তামিমই খুলনার সবচেয়ে বড় ভরশা

তিন ম্যাচে বাজে পারফরম্যান্সে ম্যাচ হার। দলের সেরা ক্রিকেটার তামিমের ব্যাটে রান ছিল না। টপ অর্ডার ধারাবাহিকভাবে ব্যর্থ। মিডল অর্ডারে হাল ধরতে পারছিলেন কেবল আজম খান। বাকিরাও অফফর্মে। হতাশার বৃত্ত ভেঙ্গে অবশেষে তারা জয়ের মুখ দেখলো।

মঙ্গলবার তারা হারিয়েছে রংপুর রাইডার্সকে। ব্যাট-বলে দারুণ পারফর্ম করে ৯ উইকেটের বিশাল জয়ে লড়াইয়ের খাতায় নাম তুলেছে তারা। ম্যাচ শেষে দলের পেসার পল ফন মিকারেন জানালেন, ইয়াসিরের পেছনে ব্যাকবোন হিসেবে কাজ করছেন তামিম নিজে। এজন্য ইয়াসিরের কাজটা সহজ হয়ে যাচ্ছে।

তাকে পর্দার আড়ালের নায়ক বলেছেন মিকারেন, ‘আমার মনে হয় সে পর্দার আড়ালে অনেক কিছুই করছে। দলকে সাহায্য করছে, ম্যানেজমেন্টকে সাহায্য করছে। নিজের অভিজ্ঞতাটা ভাগ করছে ইয়াসিরের সঙ্গে, যার কারণে ইয়াসির খুব দ্রুত শিখতে পারছে।’

জয় পাওয়া ম্যাচে তামিম ৪৬ বলে ৬০ রান করেছেন ৪ চার ও ২ ছক্কায়। তাদের লক্ষ্য ছিল ১৩০। তামিমের জন্য এরকম পরিস্থিতি আদর্শ বলে মনে করছেন মিকারেন, ‘বল হাতে আমরা কন্ডিশনটাকে ভালো পড়তে পেরেছি, তাদেরকে খুব কম রানে আটকে রাখতে পেরেছি। কোনো ভুল করিনি। আমরা দেখেছি, ওপরের দিকে তামিম এই ধরনের উইকেটে যে অভিজ্ঞ, এই ধরনের রান সে ১০ বারের নয় বারই তাড়া করে ফেলবে। আজ যা আমরা করলাম।’

মিরাকেন বল হাতে কোনো উইকেট না পেলেও ৩ ওভারে ডানহাতি পেসার রান দিয়েছেন ২৪। তাদের জয়ের নায়ক ওয়াহাব রিয়াজ ১৪ রানে পেয়েছেন ৪ উইকেট। ড্রেসিংরুমে হাসি ফেরায় খুশি মিকারেন, ‘ম্যাচ শেষে ড্রেসিংরুমে হাসিমুখ দেখেছি অনেক। জয়ের ধারাটা ধরে রাখতে পারলে, পরের কয়েকটা ম্যাচে জিততে পারলে, আমরা সেরা চারেও চলে আসতে পারব। প্রত্যেকটা জয়ের জন্য তখন লড়াই করতে পারব। আশা করি এরপর প্লে অফেও জায়গা করে নিতে পারব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

'ডু অর ডাই' ম্যাচ, বাংলাদেশকে জয়ের জন্য কত টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ

'ডু অর ডাই' ম্যাচ, বাংলাদেশকে জয়ের জন্য কত টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ

চট্টগ্রাম: ওয়ানডে জয়ের পর টি-টোয়েন্টিতে হারের মুখ দেখেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ লিটন দাসদের ...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে যে একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে যে একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক::ওয়ানডে সিরিজে দাপুটে জয়ের পর এবার সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের পালা। তিন ম্যাচের ...

ফুটবল

কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার পালা প্রায় শেষ! আন্তর্জাতিক প্রীতি ম্যাচে (নারী ফুটবল দল) আজ (সোমবার, ...

মাটি থেকে ১১৫০ ফুট উঁচুতে স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব

মাটি থেকে ১১৫০ ফুট উঁচুতে স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব

মধ্যপ্রাচ্যে এখন ফুটবলের উন্মাদনা তুঙ্গে। ২০২২ সালে সফলভাবে বিশ্বকাপ আয়োজন করে কাতার গোটা বিশ্বকে চমকে ...