দেরিতে হলেও সাকিবের 'আউট' দেখে মুখ খুললেন মাহমুদউল্লাহ-মুশফিক
সাকিব, বিতর্কিত সিদ্ধান্তের পর তাসের মতো ভেঙে যায় বাংলাদেশের ব্যাটিং ইউনিট। পাকিস্তানের বিপক্ষে হেরে বাংলাদেশও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার সুযোগ হাতছাড়া করে। সাকিবের মতো এমন আউটের সিদ্ধান্তে হতাশ হয়েছেন তারই দুই সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
পাকিস্তানের বিপক্ষে গতকালের (৬ নভেম্বর) ম্যাচে শাদাব খানের ফুলার লেংথ ডেলিভারিতে খানিকটা ডাউন দ্য উইকেটে এসে ফ্লিক করতে চেয়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। তবে ব্যাটে-বলে টাইমিংটা ঠিকঠাক করতে পারলেন না অভিজ্ঞ এই ব্যাটার। শাদাবের বল সাকিবের ব্যাটে লেগে আঘাত হানে বুটে। আবেদন করলেও খানিকটা সময় নিতে সাকিবকে এলবিডব্লিউ আউট দেন অন ফিল্ড আম্পায়ার হোল্ডস্টক।
তৎক্ষণাৎ রিভিউ নেন সাকিব। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বল ব্যাটে লেগেছে। আল্ট্রা এজে দেখা মিলে সেটির প্রমাণও। তাতে খানিকটা হাসি ফুটে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মাঝে। তবে পরোক্ষণেই বদলে যায় দৃশ্যপট। টিভি রিপ্লেতে যে এজ দেখা যায় সেটা ব্যাট এবং মাটির ধরে নিয়ে অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে বহাল থাকেন ল্যাংটন। আমলে নেয়া হয়নি তিন মিটারের নিয়মও। তাতেই শুরু হয় বিতর্ক।
সাকিবকে নিয়ে এমন সিদ্ধান্তের ব্যাপারে ক্রিকফ্রেঞ্জিতে প্রচারিত দ্যা ক্যাপ্টেইনস শো'তে মাহমুদউল্লাহ বলেন, 'সত্যি কথা বলতে এটা আমার কাছে অগ্রহণযোগ্য। সাকিবের যখন ইমপ্যাক্ট হয়, তখন কিন্তু সে নিজেই সরাসরি রিভিউ নিয়েছে। তার যদি সন্দেহ থাকতো তাহলে সে তার সঙ্গীর সাথে কথা বলে নিত। সাউথ আফ্রিকার সাথে ম্যাচটিতে আমরা দেখেছি, সে রিভিউ নেয়নি। সে চিন্তা করেছে রিভিউটা ক্লোজ। দলের কথা চিন্তা করেই সে সিদ্ধান্তটা নিয়েছিল। বলটা তার ব্যাটে লেগেছে বলেই সে সিদ্ধান্তটা নিয়েছে। রিভিউ নিয়েছে। আসলেই তাই ছিল। আমি জানি না আম্পায়াররা কি দেখল, এটা হতাশার ছিল।'
একই অনুষ্ঠানে মুশফিক বলেন, 'এটা অনেক বেশি হতাশার। প্রযুক্তির এই যুগে আপনি যদি এতো বড় একটা ব্লান্ডার করেন, অনফিল্ড সিদ্ধান্তে ভুল হলে সেটা একরকম। সেটা অনেক কম সময়ে নেয়া হয়। কিন্তু যখন এটা টিভি আম্পায়ারএর কাছে যায় তার কিন্তু অনেক সময় থাকে এটা দেখার। এটা কিন্তু আমরা দেখেছি, বলটা ব্যাটে লেগেছে এবং ব্যাট মাটি থেকে কয়েক ইঞ্জি উপরে আছে। এটা আসলে হতাশার। আমরা এটাকে ভুলই বলব। এখানে অবশ্যই ভুল হয়েছে।'
টিভি আম্পায়ারের এমন সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিতে পারছিলেন না সাকিব। যে কারণে অসন্তোষ নিয়ে মাঠের মধ্যেই আম্পায়ারের সঙ্গে সাকিবকে কথা বলতে দেখা যায়। তবে কাজে আসেনি সাকিবের সেই আলাপচারিতা। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে শূন্য রানে সাজঘরে ফিরতে হয় বাংলাদেশের অধিনায়ককে। বাংলাদেশ স্কোরবোর্ডে তুলে ১২৭ রান। পাঁচ উইকেট হাতে রেখেই এই লক্ষ্য তাড়া করে পাকিস্তান।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- শেখ হাসিনার বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা জানাল ভারত
- নতুন পে-স্কেল নিয়ে সিদ্ধান্ত ঝুলে গেল
- মঙ্গলবার বাংলাদেশ-ভারত ম্যাচ, কখন ও কিভাবে দেখবেন
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী
- আজ রাত ৮টায় বাংলাদেশ-ভারত ম্যাচ, মোবাইলে যেভাবে দেখবেন
- সহজে যেভাবে দেখবেন বাংলাদেশ-ভারত ম্যাচ
- দেশের বাজারে আজ এক ভরি ২১ ক্যারেট সোনার দাম
- আজকের সোনার বাজারদর: ১৮ নভেম্বর ২০২৫
- আগামীকাল গণপরিবহন চলবে কিনা, যা জানা গেল
- আজকের সোনার বাজারদর: ১৭ নভেম্বর ২০২৫
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- সারাদেশে শীতের মাঝেই বৃষ্টির আভাস
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে শেখ হাসিনার অডিও বার্তা
- ৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম ফ্রান্স: জেনেনিন ফলাফল
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সর্বশেষ যা জানা গেল
