"শেষ ওভারেও জয় সম্ভব ছিল"
শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান। আর্শদিপের প্রথম বল থেকে এক রান নেন তাসকিন আহমেদ। পরের বলে ছক্কা মারেন নুরুল হাসান সোহান। তাতে ৪ বলে ১৩ রানের সমীকরণ দাঁড়ায় বাংলাদেশের সামনে। তৃতীয় বল থেকে কোনো রান নিতে পারেনি বাংলাদেশ। তবে চতুর্থ বল থেকে দুই রান নিয়ে স্ট্রাইক নিজের কাছেই রাখেন সোহান।
তাতে শেষ দুই বলে সমীকরণ দাঁড়ায় ১১ রানে। পঞ্চম বলে চার মেরে খেলা বাঁচিয়ে রাখেন সোহান। শেষ বলে ছক্কা মারলে ড্র করতে পারতো বাংলাদেশ। কিন্তু তা আর হয়নি। এই বল থেকে এক রান নিলে ৫ রানের ব্যবধানে হারে সাকিব আল হাসানের দল।
সোহান বলেন, 'আমার কাছে মনে হয় যে একটা ভালো সুযোগ ছিল। ক্লোজ একটা ম্যাচ ছিল। জিততে পারলে ভালো হতো। লিটন ভালো শুরু করে দিয়েছিল, আমরা শেষ ওভারে আত্মবিশ্বাসী ছিলাম যে হয়ে যাবে কিন্তু একটা বাউন্ডারি কম ছিল।'
ভারতের ১৮৪ রানের জবাবে পাওয়ার প্লে'তে দারুন খেলেছে বাংলাদেশ। লিটন দাসের ২১ বলে হাফ সেঞ্চুরিতে ৬ ওভারে ৬১ রান স্কোরবোর্ডে তুলে তারা। এর এক ওভার পরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। ৭ ওভারে দলীয় সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৬৪ রান। আর তখনই হানা দেয় বৃষ্টি।
বৃষ্টির পর বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রানের। এমন লক্ষ্যে বৃষ্টির পর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তাড়া-হুড়া করতে থাকে বাংলাদেশ। আর তাতেই শুরু হয় ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। শুরুটা হয়েছিল লিটনের রান আউট দিয়ে। এরপর নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান এবং ইয়াসির আলি রাব্বি দ্রুত সাজঘরে ফিরেন।
এরপরও শেষ ওভারে প্রয়োজনীয় রান রেট ছিল ১০ এর কাছাকাছি। যা টি-টোয়েন্টি ক্রিকেটে অসম্ভব কিছু নয়। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান এবং তাসকিন আহমেদের ব্যাটে বাংলাদেশ লড়াই করলেও ১৪৫ রানের বেশি করতে পারেনি। আর তাতে ৫ রানে হারে দল।
সোহান বলেন, 'খেলাটায় যখন ছন্দ ছিল, আমরা একটা ভালো অবস্থানে ছিলাম। যখন একটা বিরতি আসবে, তখন কিন্তু ছন্দ পতন হবে। অনেক সময় দেখবেন, ভালো করছি তখন তাড়াতাড়ি করি, আবার খারাপ হচ্ছে তখন সময় নিয়ে তারপর করি। আমার কাছে মনে হয় বিরতি প্রভাব ফেলে। দুর্ভাগ্যবশত আজকে আমরা জিততে পারিনি।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- শেখ হাসিনার বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা জানাল ভারত
- পে-স্কেল: সনাতনী পদ্ধতির বদলে সিটিজি ও পারফরম্যান্সভিত্তিক বেতন কেন জরুরি
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে যা বললেন শুভেন্দু অধিকারী
- দেশের বাজারে আজ এক ভরি ২১ ক্যারেট সোনার দাম
- আগামীকাল গণপরিবহন চলবে কিনা, যা জানা গেল
- মঙ্গলবার বাংলাদেশ-ভারত ম্যাচ, কখন ও কিভাবে দেখবেন
- আজকের সোনার বাজারদর: ১৭ নভেম্বর ২০২৫
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে শেখ হাসিনার অডিও বার্তা
- সারাদেশে শীতের মাঝেই বৃষ্টির আভাস
- আজকের সোনার বাজারদর: ১৮ নভেম্বর ২০২৫
- রাত পোহালেই শেখ হাসিনার মামলার রায়: সর্বশেষ যা জানা গেল
- পে স্কেল বাস্তবায়নে কঠোর আলটিমেটাম আসছে
- তিন বছরের সর্বনিম্ন চিনির দাম
- বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর
