| ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

নেইমারের অন্যরকম ‘হার’

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০২ ১২:০৬:৩৯
নেইমারের অন্যরকম ‘হার’

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে। বর্তমান প্রেসিডেন্ট জইর বলসোনারোকে সাপোর্ট করে সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরে গেছেন তিনি। নির্বাচনে লুলা দা সিলভা আবারও লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

গত সেপ্টেম্বর মাস থেকেই প্রকাশ্যে বলসোনারোকে সমর্থন জানিয়ে আসছিলেন নেইমার। ব্রাজিল কিংবা পিএসজির হয়ে মাঠে নামলেও নির্বাচনের প্রচারণায় সামনের সারিতেই ছিলেন তিনি। ফ্রান্সে বসে টিকটক ভিডিও, টুইটার পোস্ট আর লাইভ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রচারণা চালিয়েছিলেন বলসোনারোর পক্ষে।

কিন্তু ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে নেইমারের টিকটক ও টুইটারে বলসোনারোর পক্ষে ভোট প্রার্থনা প্রচারণা কাজে লাগেনি। বলসোনারোকে হারিয়ে নির্বাচনে জিতেছেন সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

এক লাইভে অংশ নিয়ে নেইমার বলেছিলেন, ‘কাতার বিশ্বকাপে প্রথম গোল তিনি বলসোনারোকে উৎসর্গ করবেন। নির্বাচনে বলসোনারোর প্রার্থিতা নম্বর ২২। বিশ্বকাপে দুই হাত উঁচু করে ‘২২’ দেখাবেন বলে জানান। একপর্যায়ে নেইমার এমনও বলেন, তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়টিতে বলসোনারো পাশে ছিলেন।’

ব্রাজিল ফুটবলে এই সময়ের জনপ্রিয় তারকা নেইমার এভাবে নির্বাচনী প্রচারণায় নেমে যাওয়ায় কিছুটা বিরক্তিও প্রকাশ করেন কোচ তিতে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, কাতার বিশ্বকাপে যাওয়ার আগে বা পরে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাবেন না।

এদিকে নেইমারের বলসোনারোকে সমর্থনের বিষয়ে স্বার্থ আছে বলে অভিযোগ করেছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, ‘নেইমারের ওপর আমার ক্ষোভ নেই। সে কাকে প্রেসিডেন্ট দেখতে চায়, সেটা বলতেই পারে। তবে সে আমাকে ভয় পাচ্ছে। কারণ, আমি প্রেসিডেন্ট হয়ে গেলে বলসোনারো যে ওকে আয়কর থেকে বাঁচিয়ে দিয়েছে, সেটা আমি খুঁজে পাব।’

গত রোববার ভোট গণনায় লুলা দা সিলভার সংখ্যাগরিষ্ঠতার খবর পেতেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন নেইমার। ব্রাজিলের পতাকা হাতে আকাশের দিকে আঙুল উঁচিয়ে তাকিয়ে থাকা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘স্রষ্টা তোমার ইচ্ছে পূরণ করুক।’

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে ফেভারিট হিসেবেই নিজেদের হেক্সা মিশনে যাবে ব্রাজিল দল। ‘জি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

নেপালকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল

নেপালকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ ‘এ’ দল

নিজস্ব প্রতিবেদক: টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের নবম ম্যাচে নেপাল 'এ' দলকে ৩২ রানের বিশাল ব্যবধানে ...

১০ ওভার শেষ বাংলাদেশ বনাম নেপাল; সরাসরি খেলা দেখুন

১০ ওভার শেষ বাংলাদেশ বনাম নেপাল; সরাসরি খেলা দেখুন

নিজস্ব প্রতিবেদক: টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের টিকে থাকার লড়াইয়ে নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ...

ফুটবল

বার্সেলোনা-মায়োর্কা ম্যাচ: সরাসরি খেলা দেখুন

বার্সেলোনা-মায়োর্কা ম্যাচ: সরাসরি খেলা দেখুন

নিজস্ব প্রতিবেদক: আজ (শনিবার, ১৬ আগস্ট, ২০২৫) লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামছে ...

আর্জেন্টিনার পরবর্তী ২ ম্যাচ, কখন-কোথায়

আর্জেন্টিনার পরবর্তী ২ ম্যাচ, কখন-কোথায়

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের জন্য আগেই যোগ্যতা অর্জন করা সত্ত্বেও, লিওনেল স্কালোনির আর্জেন্টিনা এবার দুটি ...