হঠাতই ক্ষোভ ঝাড়লেন পেলে-নেইমার
যে মন্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিল এবং ফুটবল বিশ্বের কিংবদন্তি পেলে। বিশ্বের একমাত্র তিনটি বিশ্বকাপজয়ী পেলে ছাড়াও ক্ষোভ জানিয়েছেন নেইমারও। তারা সমর্থন জানিয়েছেন ভিনিসিয়াস জুনিয়রের প্রতি।
গত রোববার ১১ সেপ্টেম্বর লা লিগার ম্যাচে মায়োর্কার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে গোল করার পর উদযাপন করতে নিজের মতো করে নাচেন ভিনিসিয়াস। সেই নাচকে কেন্দ্র করে অ্যাথলেটিক মাদ্রিদের কোকে বলেছিলেন, মাদ্রিদ ডার্বিতে তাদের বিপক্ষে একইভাবে উদযাপন করলে সমস্যার সৃষ্টি হবে।
কোকের এই কথার পর ১৬ সেপ্টেম্বর শুক্রবার এক টকশোতে সেলেসাওদের এই তারকাকে বানরের সঙ্গে তুলনা করে বসেন ব্রাভো। তিনি বলেন, ‘প্রতিপক্ষকে আপনার (ভিনিসিয়াস) সম্মান করতে হবে। আপনি যদি সাম্বা নাচতে চান, তাহলে ব্রাজিলের সাম্বাড্রোমে যান। স্পেনে, আপনাকে সম্মান করতে হবে এবং বানরের মতো আচরণ বন্ধ করতে হবে।’
ভিনিসিয়াসকে নিয়ে এমন মন্তব্য করার পর থেকে সকলের সমালোচনার শিকার হতে হয় পেদ্রো ব্রাভোকে। পরবর্তীতে দ্রুতই ক্ষমা চান তিনি। এছাড়াও বলেন, ‘রুপক অর্থে’ বানর শব্দটি ব্যবহার করে ফেলেছেন।
তবে ব্রাজিলের বর্তমান থেকে সাবেক ফুটবলার সবাই সোচ্চার হয়েছেন এই মন্তব্যের কারণে। সামাজিক যোগাযোগের মাধ্যমে পেলে, নেইমার থেকে শুরু করে ব্রুনো গিমারেস, রাফিনহা, রিচার্লিসনরা নিজেদের ক্ষোভ জানাতে থাকেন।
পেলে নিজের বিবৃতিতে বলেন, ‘ফুটবল হলো আনন্দ। এটা একটা নাচের উপলক্ষ। এটা সত্যিকারের পার্টি। যদিও বর্ণবাদ এখনও বিদ্যমান, এটা আমাদের আনন্দ পাওয়া থামাতে পারবে না। আমরা এভাবেই বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব; এটা আমাদের সুখী হওয়ার অধিকারের জন্য লড়াই।’
নেইমার তো ভিনিসিয়াসকে এভাবেই আরও নাচতে বলে টুইট করেন, ‘ভিনি, নাচতে থাকো।’
এদিকে ব্রুনো গিমারেস তো পেদ্রো ব্রাভোকে জেলে পুরতে পরামর্শ দিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই নির্বোধ ব্যক্তিকে গ্রেপ্তার করা দরকার! কোনো অজুহাত নেই। যদি কোনো ব্যক্তি লাইভ টিভিতে এসব বলে, তাহলে কল্পনা করুন, পর্দার আড়ালে সে কী বলতে পারে। এই লোকটিকে জেলে না দেওয়াটা অকল্পনীয়।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- আজকের সোনার বাজারদর: ০৪ জানুয়ারি ২০২৬
- নবম পে স্কেলে আমূল সংস্কারের আভাস
- জানুয়ারির মাঝামাঝি জমা হতে পারে নবম পে-স্কেলের সুপারিশ
- এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- ২০২৬ সালে যেসব মাসে টানা ৪ থেকে ১০ দিনের ছুটি পাবেন সরকারি কর্মচারীরা
- বছরের শুরুতেই এলপিজি গ্যাসের দাম বাড়ল
- হাড়কাঁপানো শীত নিয়ে শৈত্যপ্রবাহ থাকবে যতদিন
- রাতে টানা দুবার ভূমিকম্পে কেপে উঠলো বাংলাদেশ
- দেশের বাজারে আজ একভরি স্বর্ণের দাম
- শুক্রাণুর মান বাড়াতে কত ঘণ্টা ঘুম প্রয়োজন? যা বলছেন বিশেষজ্ঞরা
- আজকের সকল টাকার রেট: ০৪ জানুয়ারি ২০২৬
- টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ
- কয়েক সেকেন্ডের ব্যবধানে দুইবার ভূমিকম্প: উৎপত্তিস্থল ও মাত্রা জানুন
- আজকের সোনার বাজারদর: ০৫ জানুয়ারি ২০২৬
