সাকিব-মাশরাফিদের পাশে নাম লেখালেন নাসুম

গতকাল গায়ানার প্রভিডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ ওভারে তিন মেইডেনে মাত্র ১৬ রান খরচ করেছিলেন নাসুম। কিন্তু কোনো উইকেট পাননি। আজ নিজের প্রথম সাত ওভারেই ছাড়িয়ে যান আগের ম্যাচের বোলিংকে।
ক্যারিবীয় ব্যাটিং লাইনআপকে ছিন্নভিন্ন করে ব্যক্তিগত সাত ওভার শেষে নাসুমের বোলিং বিশ্লেষণ দাঁড়ায় ৭-৪-৯-৩; অর্থাৎ সাত ওভারে মেইডেন চারটি, উইকেট নিয়েছেন তিনটি। তখনই জাগে আশা, বাংলাদেশের হয়ে ইনিংসে সর্বোচ্চ মেইডেনের রেকর্ডের।
কিন্তু পরের তিন ওভারে আর মেইডেন নিতে পারেননি নাসুম। ফলে অধরাই থেকে যায় মোহাম্মদ রফিকের রেকর্ড। ১৯৯৮ সালে ভারতের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫টি মেইডেন ওভার করেছিলেন বাংলাদেশের কিংবদন্তি স্পিনার রফিক।
গত দুই যুগেও আর কেউ রফিকের এই রেকর্ড ভাঙতে পারেননি। আজকের আগে সবশেষ ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই শফিউল ইসলাম এই রেকর্ডের কাছাকাছি গিয়েছিলেন। সেদিন ৯ ওভারে চারটি মেইডেন নিয়েছিলেন শফিউল।
শফিউলের প্রায় ১০ বছর পর আবার নাসুমের হাত ধরে ইনিংসে অন্তত ৪টি মেইডেন করা বোলারের দেখা পেলো বাংলাদেশ। রফিককে ছুঁতে না পারলেও, ৪ মেইডেনের মাধ্যমে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজাদের পাশে ঠিকই নাম তুললেন নাসুম।
সবমিলিয়ে বাংলাদেশের ষষ্ঠ বোলার হিসেবে ইনিংসে অন্তত ৪টি মেইডেন করলেন ২৭ বছর বয়সী নাসুম। তার আগে এ কৃতিত্ব দেখিয়েছেন রফিক (৩ বার), সাকিব (৩ বার), মাশরাফি (২ বার), সৈয়দ রাসেল (২ বার), মুশফিকুর রহমান বাবু ও শফিউল ইসলাম।
এছাড়া ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১২২টি মেইডেন ওভার করেছেন মাশরাফি। বাংলাদেশের আর কোনো বোলার ওয়ানডেতে ১০০ মেইডেন নিতে পারেননি। পঞ্চাশের বেশি মেইডেন নিয়েছেন সাকিব (৯১), আব্দুর রাজ্জাক (৭০) ও রফিক (৬৩)।
উল্লেখ্য, বিশ্ব ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে ইনিংসে সর্বোচ্চ ৮ মেইডেনের রেকর্ড রয়েছে ভারতের বিষেন সিং বেদি (ইনিংসে ১২ ওভার) ও ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সের। সবমিলিয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৩১৩ মেইডেনের বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার শন পোলকের দখলে।
আপনার ন্য নির্বািত নিউজ
- অনড় জামায়াত-বিএনপি-এনসিপি: সেনাপ্রধানের শঙ্কা বাস্তব রূপ নিচ্ছে
- কমে গেল পেঁয়াজের দাম
- যেসব রোগের জন্য ডাবের পানি বিষের সমান
- রাজনীতিতে উত্তেজনা, সেনাপ্রধানের শঙ্কা সত্যি হচ্ছে
- রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ, রাজনীতিতে তোলপাড়
- শিক্ষক ভাতা বাড়ছে ১৫০০ টাকা, তবু অসন্তোষ
- বিভিন্ন দেশের আজকের টাকার রেট (১৮ আগস্ট)
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
- এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন কিডনিতে ক্যান্সার হয়েছে
- পেছালো টাইফয়েড টিকাদান কর্মসূচি
- ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং বন্ধ, মিলবে শুধু ডিজিটাল
- বিয়ে কি আল্লাহর পক্ষ থেকে আগেই নির্ধারিত
- বন্যার পূর্বাভাস: রোববার ৮ জেলা প্লাবিত হতে পারে
- অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন জাবেদ পাটোয়ারী: নতুন তথ্য
- আজকের স্বর্ণের দাম: ভরিতে কমেছে ১,০০০ টাকা