| ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

এক ইনিংসে ৫ উইকেট নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন খালেদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৭ ১০:৪৪:৪৫
এক ইনিংসে ৫ উইকেট নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন খালেদ

চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে ৪ উইকেট নিয়েছিলেন ২৯ বছর বয়সী এ ডানহাতি পেসার। সেদিন অল্পের জন্য না পেলেও, মাস তিনেকের মধ্যে মাইলফলকটি ছুঁয়ে ফেললেন খালেদ। বাংলাদেশের ষষ্ঠ পেসার হিসেবে টেস্টে ফাইফার নিলেন তিনি।

চার বছর ও নয় টেস্টের ক্যারিয়ারে দেশের চেয়ে দেশের বাইরেই বেশি সফল খালেদ। সেই বেশির মাত্রাও কম নয়। অঙ্কের হিসেবে দেশের চেয়ে দেশের বাইরে খালেদের পরিসংখ্যান প্রায় দশগুণ ভালো। সামনে থেকে দেশের চেয়ে দেশের বাইরেই হয়তো বেশি খেলতে চাইবেন খালেদ।

দেশে যেখানে চার টেস্টের ছয় ইনিংসে খালেদের শিকার মাত্র এক উইকেট। অন্যদিকে বিদেশের মাটিতে পাঁচ টেস্টের আট ইনিংসে খালেদ নিয়েছেন ১৮টি উইকেট। দেশে এই উইকেটের জন্য খালেদের খরচ ৩৩০ রান। অর্থাৎ দেশের মাটিতে ৩৩০ তার বোলিং গড়।

অন্যদিকে বিদেশের মাটিতে ১৮ উইকেটের প্রতিটির পেছনে খালেদের খরচ ৩৩.৫৫ রান। এছাড়া দেশে ৫৬১ বল করে এক উইকেট পাওয়ায় তার স্ট্রাইকরেট ৫৬১-ই। কিন্তু বিদেশের মাটিতে ১৮ উইকেট নেওয়ার পথে প্রতি ৫৬.১ ডেলিভারিতে একবার করে সাফল্য পেয়েছেন খালেদ।

ক্যারিয়ারের প্রথম ফাইফারের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত এ পেসার, ‘আলহামদুলিল্লাহ্ খুবই ভালো লাগছে। অনেকদিন পর পাঁচ উইকেট পেলাম আন্তর্জাতিক ক্রিকেটে। অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম পাঁচ উইকেট কীভাবে নেওয়া যায়। এটা ধরে রাখার চেষ্টা করবো।’

পাঁচ উইকেট নেওয়ার পথে ক্যারিবীয়দের সেঞ্চুরিয়ান কাইল মায়ার্সকেও আউট করেছেন খালেদ। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিকে দ্বিতীয় ডাবল সেঞ্চুরিতে নিয়ে যাওয়ার আশায় আক্রমণাত্মকই খেলছিলেন মায়ার্স। তখনই বুদ্ধিদীপ্ত এক স্লোয়ারে মায়ার্সকে সাজঘরে পাঠান খালেদ।

তাই মায়ার্সের উইকেটে বাড়তি তৃপ্তির কথা জানিয়ে খালেদ আরও বলেন, ‘প্রত্যেকটা উইকেটই আমার জন্য বিশেষ কিছু।। যেহেতু প্রথমবার পাঁচ উইকেট পেয়েছি। বিশেষ করে মায়ার্সের উইকেটটা ছিল অনেক কষ্ট করার ফল। চেষ্টা ছিল ওকে আউট করার। ওকে স্লোয়ার বল দিয়ে পরাস্ত করেছি। এটা নিজের কাছে ভালো লেগেছে যে ওকে প্ল্যান করে আউট করতে পেরেছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

তৃতীয় টি-টোয়েন্টির জন্য নতুন করে দল ঘোষণা করল বিসিবি

তৃতীয় টি-টোয়েন্টির জন্য নতুন করে দল ঘোষণা করল বিসিবি

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। ...

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ...

ফুটবল

কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার পালা প্রায় শেষ! আন্তর্জাতিক প্রীতি ম্যাচে (নারী ফুটবল দল) আজ (সোমবার, ...

মাটি থেকে ১১৫০ ফুট উঁচুতে স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব

মাটি থেকে ১১৫০ ফুট উঁচুতে স্টেডিয়াম বানাচ্ছে সৌদি আরব

মধ্যপ্রাচ্যে এখন ফুটবলের উন্মাদনা তুঙ্গে। ২০২২ সালে সফলভাবে বিশ্বকাপ আয়োজন করে কাতার গোটা বিশ্বকে চমকে ...