তদন্ত শুরু হতেই ‘নিখোঁজ’ সাবেক স্ত্রী সামিরা, ডন কোথায়
নিজস্ব প্রতিবেদক: ঢালিউডের কালজয়ী নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালত অবশেষে হত্যা মামলা হিসেবে এটির তদন্তের নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই চাঞ্চল্যকর আদেশ দেওয়ার পর মামলাটি রমনা থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে।
মামলা পুনরুজ্জীবিত হওয়ার পরই প্রধান আসামিদের নিয়ে নতুন করে রহস্য দানা বাঁধছে। মামলার তদন্ত শুরু হওয়ার পর থেকেই সালমানের সাবেক স্ত্রী সামিরা হকের কোনো খোঁজ মিলছে না। অপরদিকে, অভিযুক্ত অভিনেতা ডন হকও গত কয়েক দিন ধরে ফোনকল বা খুদে বার্তার কোনো উত্তর দেননি।
মামলা ও আসামিদের অবস্থান:
* মামলার মোড়: ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে এটি অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত ছিল। পরিবার বরাবরই এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিল।
* আসামি: নতুন এই আদেশের পর সালমানের মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলাটি করেছেন। এতে সালমানের সাবেক স্ত্রী সামিরা হক এবং খলনায়ক চরিত্রে অভিনয় করা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
সামিরার অবস্থান ও বক্তব্য:
আদালতের নির্দেশের আগে পর্যন্ত সামিরা হক গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন। ভিডিও সাক্ষাৎকারে তিনি দাবি করেন, সালমান শাহ 'সুইসাইডাল বাই নেচার' ছিলেন এবং এর আগেও তিনবার আত্মহত্যার চেষ্টা করেছেন—যার রেকর্ড মেট্রোপলিটন হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে রয়েছে।
তবে আদালতের নির্দেশের পর থেকেই পরিস্থিতি বদলেছে। গত চার দিন ধরে সামিরার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে এবং সরাসরি বা হোয়াটসঅ্যাপে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মৃত্যুর আগের রাতের ঘটনা:
সালমান শাহর মৃত্যুর আগের দিন, অর্থাৎ ৫ সেপ্টেম্বর, এফডিসিতে 'প্রেম পিয়াসী' ছবির ডাবিং চলছিল। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়:
* ডাবিং রুমে বিবাদ: সালমান শাহ তাঁর বাবা ও স্ত্রী সামিরাকে সাউন্ড কমপ্লেক্সে আসতে বলেন। শ্বশুরকে সঙ্গে নিয়ে এসে সামিরা দেখেন, সালমান ও শাবনূর ডাবিং রুমে খুনসুটি করছেন। সেই সময় সালমান-শাবনূরকে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি হওয়ায় সামিরা রেগে যান।
* গাড়িতে উত্তেজনা: সালমানের বাবা চলে যাওয়ার পর সামিরা গাড়িতে উঠলে সালমান ও পরিচালক বাদল খন্দকারও সেই গাড়িতে ওঠেন। কিন্তু সামিরা কোনো কথা বলেননি। পরে সালমান এফডিসি গেটের সামনে গাড়ি থেকে নেমে যান।
* মানসিক চাপ: চলচ্চিত্র পরিচালক শাহ আলম জানান, শেষের দিকে সালমান মানসিক চাপে ছিলেন। পরিবার ও প্রযোজকদের সঙ্গে সম্পর্কের জটিলতা এবং সমিতির নিষেধাজ্ঞাও তাঁকে আরও চাপের মধ্যে ফেলেছিল।
নবম দশকের শুরুতে চলচ্চিত্রে আসা সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭ টি ছবিতে অভিনয় করে কিংবদন্তী হয়ে ওঠেন। তাঁর মৃত্যুর ২৯ বছর পর আদালতের এই নির্দেশে ভক্তকূলের মধ্যে নতুন করে উত্তেজনা ও আশা সৃষ্টি হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০% বেতন বৃদ্ধির সম্ভাবনা: গ্রেড সংখ্যা ১৬ রেখে চূড়ান্ত রিপোর্ট আসছে আগামী সপ্তাহে!
- শুরু হল বাংলাদেশ বনাম আর্জেন্টিনা ম্যাচ: Live দেখুন এখানে
- চাকরিজীবীদের জন্য পে স্কেল নিয়ে বড় আপডেট আসলো
- কিছুক্ষণ পর শুরু হবে বাংলাদেশ vs আর্জেন্টিনা ম্যাচ: Live দেখুন এখানে
- শেষ হল বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ; দেখুন ফলাফল
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, ২০২৬ সালের জানুয়ারিতে কার্যকর
- লাতিন সুপার কাপ: আর্জেন্টিনার সাথে ড্রয়ে বাংলাদেশ, দেখুন পয়েন্ট টেবিল
- বাংলাদেশ-আর্জেন্টিনা ম্যাচে মারামারি, লাল কার্ড ২ ফুটবলার
- আন্দোলনের শঙ্কায় পে-স্কেল: দ্রুত নিষ্পত্তির তাগিদ স্বরাষ্ট্র উপদেষ্টার
- অবশেষে পে-স্কেল নিয়ে সুখবর
- শুরুতে আর্জেন্টিনার জালে বাংলাদেশের গোল: Live দেখুন এখানে
- আজ সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ vs আর্জেন্টিনা: মোবাইলে যেভাবে দেখবেন
- আজকের সোনার বাজারদর: ৯ ডিসেম্বর ২০২৫
- একটু পর বাংলাদেশ vs আর্জেন্টিনা হাইভোল্টেজ ম্যাচ: Live দেখুন এখানে
- আসছে টানা ১৫ দিনের লম্বা ছুটি, জেনে নিন কোন প্রতিষ্ঠানের কতদিন
