১১ আসামির দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তথ্য পাঠাল পুলিশ; কারা সেই ১১ জন
নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর, নতুন করে দায়ের হওয়া হত্যা মামলার ১১ জন আসামির দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ২১ অক্টোবর রমনা থানায় দায়ের করা নতুন এই হত্যা মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
রমনা থানার ওসি গোলাম ফারুক সাংবাদিকদের জানান, এজাহারভুক্ত এই আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, "আসামিদের মধ্যে কেউ কেউ বিদেশে থাকতে পারেন, তাই তারা যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠানো হয়েছে।" তিনি আরও জানান, দেশে থাকা আসামিদের গ্রেপ্তারের জন্য শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে এবং বিদেশে থাকা আসামিদের দেশে ফিরিয়ে আনতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংসহ নানা প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ। দীর্ঘ তদন্তের পর বিভিন্ন সময়ে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবেই গণ্য করা হয়। সম্প্রতি, পুলিশের পিবিআই সালমান শাহের আত্মহত্যার পক্ষে প্রতিবেদন জমা দিলেও, তার মা নীলা চৌধুরী এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি করে আসছিলেন, যার পরিপ্রেক্ষিতেই নতুন করে এই মামলা দায়ের হলো।
কারা সেই ১১ জন
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন করে যাদের আসামি করা হয়েছে, সেই ১১ জন হলেন:
১. সামিরা হক (সালমান শাহের সাবেক স্ত্রী, প্রধান আসামি)২. আজিজ মোহাম্মদ ভাই (ব্যবসায়ী/প্রযোজক)৩. লতিফা হক লুসি (সামিরা হকের মা/সালমান শাহের সাবেক শাশুড়ি)৪. ডন (চলচ্চিত্রের খলনায়ক/অভিনেতা)৫. ডেভিড৬. জাভেদ৭. ফারুক৮. মেফিয়ার বিউটি সেন্টারের রুবি (রাবেয়া সুলতানা রুবি)৯. আবদুস সাত্তার (এ. সাত্তার)১০. সাজু১১. রেজভি আহমেদ ফরহাদ
এছাড়াও, মামলার এজাহারে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে-স্কেল কার্যকর হচ্ছে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে
- রেকর্ড দরপতনের পর সস্তা হলো সোনা দাম, আজ এক ভরি কত
- আবারও টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবিরা
- কমিশনে ১১-২০ গ্রেড; ৩২ হাজার টাকা সর্বনিম্ন বেতনের প্রস্তাব
- নতুন পে-স্কেলের প্রতিবেদন জমা নিয়ে বেতন কমিশনের ঘোষণা
- বাংলাদেশে বড় পতনের পর আজ সোনার ভরি কত
- সর্বোচ্চ বেতন ২ লাখ ২০ হাজার, সর্বনিম্ন ৪০ হাজার টাকা করার প্রস্তাব
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: আরও একটি লম্বা ছুটি আসছে
- পে-স্কেল ২০২৫: বার্ষিক ১০% বেতন বৃদ্ধি, ৩৫ হাজার টাকা সর্বনিম্ন বেতনের প্রস্তাব
- নতুন পে-স্কেল: আরও ১০ সংগঠনের সঙ্গে বসছে জাতীয় বেতন কমিশন
- রেকর্ড পতনের পর বাড়ল স্বর্ণের দাম
- শনিবার বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
- নতুন পে-স্কেল: চিকিৎসা ভাতা ৫০০০, শিক্ষা ভাতা ৩০০০ করার প্রস্তাব
- সরকারি কর্মীদের জন্য সুখবর; ডিসেম্বরেই নতুন পে-স্কেল
- রেকর্ড পতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
