ব্যাট না করেই ইংল্যান্ডের স্কোরবোর্ডে ৫ রান
রাজকোট টেস্টে ভারতের ইনিংস শেষ হতে অনেক দূরে। কিন্তু তার আগেই ইংল্যান্ড তাদের ব্যাটিং ইনিংসে যোগ করে ৫ রান। তবে, রান এসেছে ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের সৌজন্যে। ক্রিজের সীমাবদ্ধ এলাকা জুড়ে রান করার চেষ্টা করে ইংল্যান্ডকে রান উপহার দেন তিনি। এর মানে পাঁচ রান দিয়ে ইনিংস শুরু করবে ইংল্যান্ড।
এদিকে এ ব্যাপারে ভারতকে প্রথম ও শেষবারের মতো সতর্ক করা হয়েছে। পপিং ক্রিজের সমান্তরালে প্রায় ৫ ফুট বা ১.৫২ মিটারকে ধরা হয় প্রতিরক্ষা অংশ। নিজের উইকেট বাঁচাতে অশ্বিন এমন কাজ করেছেন।
দুর্ঘটনাটি মূলত রেহান আহমেদের ওভারে ঘটেছে। অশ্বিন কভারের দিকে ইংলিশ স্পিনাররের বলে মেরে রানের জন্য যান। কিন্তু নন-স্ট্রাইকার ধ্রুব গুরিয়েল ফিরিয়ে আনেন। কিন্তু মিড-অনে ছুটে যান অশ্বিন। এরপর রেফারি জোয়েল উইলসন তার সঙ্গে কথা বলেন। কথোপকথন শেষে ৫ রানের পেনাল্টির নির্দেশ দেন।
ভারতের মোট থেকে এই পরিমাণ বাদ দেওয়া হবে না। কিন্তু ইংল্যান্ড যখন ব্যাট করতে নামে তখন স্কোরবোর্ডে পাঁচ রানে হেরে যায় তারা। এর মানে, ভারতের করা যেকোনো রান থেকে পাঁচ রান কম থাকলে ইংল্যান্ড সেই রেঞ্জে পৌঁছে যাবে। এই ঘটনায় মোটেও খুশি দেখা যায়নি অশ্বিনকে। তিনি বারবার রেফারির সঙ্গে কথা বলেছেন। কিন্তু অশ্বিনের কথায় কাজ হলো না। পাঁচটি পেনাল্টি কিকের সিদ্ধান্ত আটকে দেন রেফারি।
আইসিসির ৪২.১৪ এর আইন অনুযায়ী, কোনো ব্যাটার বা ফিল্ডার পিচের ঠিক মাঝখান দিয়ে দৌড়ে পিচের কোনোপ্রকার ক্ষতি করার চেষ্টা করলে সেক্ষেত্রে বিপক্ষ দল ৫ রান পেনাল্টি পাবে। কোন কারণে তাতে পা পড়লেও তাকে সঙ্গে সঙ্গেই সরে আসতে হবে। তবে অশ্বিন সেই কাজ করেননি। যার ফলে ৫ রান উপহার পাচ্ছে ইংল্যান্ড।
রাজকোটের ৩য় টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতির আগে পর্যন্ত অবশ্য ভারতের সংগ্রহ খুব একটা মন্দ নয়। এরইমাঝে ৩৮৮ রান স্কোরবোর্ডে জমা করেছে। যদিও ৭ উইকেট এরইমাঝে হারিয়ে ফেলেছে তারা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন: ১২ গ্রেড, সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার
- বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা থেকে বাদ পড়ছেন ৩০ জন
- ফেব্রুয়ারির আগে পে স্কেল সম্ভব: অর্থ উপদেষ্টা যা বললেন
- পে স্কেল নিয়ে পে কমিশন থেকে বড় দুঃসংবাদ
- বাংলাদেশের ভূমিকম্পের রেড জোন যেসব এলাকা
- ৩ টি লক্ষণ থাকলে কখনো সন্তান হবে না
- মুঠোফোনে ভূমিকম্পের সতর্কবার্তা চালু করুন এক ক্লিকে
- সূর্য ডোবার পর আর উঠবে না ২২ জানুয়ারি পর্যন্ত!
- নরসিংদীর মাধবদী যে কারনে ৯ মাত্রার ভূমিকম্পের কেন্দ্র হলো
- তৃণমূলের ক্ষোভে বেকায়দায় বিএনপি: ৩০ আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা
- রাইজিং স্টারস ফাইনাল: বাংলাদেশ বনাম পাকিস্তান, যেভাবে দেখবেন
- পে-স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়ন, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকার দাবি
- আজকের সোনার বাজারদর: ২৩ নভেম্বর ২০২৫
- বড় ভূমিকম্প ‘খুবই নিকটে’: ঢাকার বিপদ স্পষ্ট করলেন বিশেষজ্ঞরা
- একদিনে ১৬০০ ভূমিকম্পের ভয়াবহ সংকেত
