১১ বছর পর পে কমিশন: দুই পে স্কেলের সমান বেতন বাড়বে!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বিরতি দিয়ে, প্রায় এক দশক পর নবম পে কমিশন গঠিত হয়েছে। এই কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করেই ঘোষণা করা হবে বহু প্রতীক্ষিত নবম পে স্কেল। ১১ বছর পর বেতন কাঠামো পরিবর্তনের কারণে সরকারি চাকরিজীবীরা এবার বেতন বৃদ্ধির হার দুটি পে স্কেলের সমান করার জোর দাবি তুলেছেন।
বেতন বৃদ্ধির দাবির যৌক্তিকতা:
সরকারি চাকরিজীবীদের জন্য সর্বশেষ পে স্কেল ঘোষিত হয়েছিল ২০১৫ সালে। সেই সময় পর্যন্ত স্বাধীনতার পর কর্মজীবীরা গড়ে সাড়ে পাঁচ বছরের ব্যবধানে একটি পে স্কেল পেয়েছেন। যেহেতু এবার প্রায় ১১ বছর পর নতুন স্কেল আসছে, সেহেতু সংশ্লিষ্টরা মনে করছেন, এই দীর্ঘ বিরতিতে অন্তত দুটি কমিশন গঠিত হওয়ার কথা ছিল।
* ফোরামের দাবি: ১১-২০তম গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক বলেন, "১১ বছরে অন্তত দুইবার পে স্কেল পাওয়ার কথা ছিল। এই বিবেচনায় যেহেতু দুইবারের সময়ে একবার পে স্কেল দেওয়া হচ্ছে, তাই বেতন অন্তত ১৫০% বৃদ্ধি করা হোক।"
ফোরামের পক্ষ থেকে মূল বেতন সর্বনিম্ন ৩২ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ২৮ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে।
কমিশনের বিবেচনায় যে বিষয়গুলো:
কর্মজীবীদের এই দাবির পরিপ্রেক্ষিতে পে কমিশন-২০২৫ এর একাধিক সদস্য জানিয়েছেন, বাজারের মূল্যস্ফীতি, কর্মজীবীদের চাহিদা এবং দীর্ঘদিনের বিরতির বিষয়টি কমিশনের বিবেচনায় রয়েছে।
* সদস্যদের ইঙ্গিত: কমিশনের একজন সদস্য ইঙ্গিত দিয়েছেন যে, মূল বেতন দ্বিগুণ হতে পারে। যদি তা হয়, তবে বর্তমান সর্বোচ্চ মূল বেতন (প্রথম গ্রেড) ৭৮ হাজার টাকা থেকে বেড়ে হবে ১ লাখ ৫৬ হাজার টাকা, এবং সর্বনিম্ন বেতন (২০তম গ্রেড) ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে হবে ১৬ হাজার ৫০০ টাকা।
* সক্ষমতা বিবেচনা: কমিশনের সদস্যরা সতর্ক করেছেন যে, সুপারিশ করার ক্ষেত্রে দেশের আর্থিক সক্ষমতা যাচাই করা হবে। তারা বলেন, "আমাদের সক্ষমতার আলোকে সিদ্ধান্ত নিতে হবে।"
অন্যান্য আলোচিত সংস্কার:
নবম পে স্কেল ঘোষণার ক্ষেত্রে এবার কয়েকটি বড় সংস্কার নিয়ে আলোচনা চলছে:
* গ্রেড কমানো: স্বাধীনতার পর এই প্রথমবার গ্রেড ভেঙে কমানোর বিষয়ে জোর আলোচনা চলছে।
* বৈষম্য দূরীকরণ: সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার চিন্তা করছে কমিশন।
কমিশন বর্তমানে বিভিন্ন পক্ষ থেকে আসা মতামত পর্যালোচনা করছে এবং খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দিকে এগোবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- HSC Result 2025: মার্কশিটসহ দ্রুত ফলাফল দেখুন এখানে
- নতুন পে স্কেল ২০২৬ সালের শুরুতেই: বেতন দ্বিগুণ হওয়ার ইঙ্গিত
- HSC Result: মার্কশিটসহ দ্রুত ফলাফল দেখুন এখানে
- অবশেষে এক দশক পর নতুন পে কমিশন: সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ হচ্ছে
- ৫%, ১০%, ১৫% ও ২০% হারে শিক্ষকদের বাড়িভাড়া নির্ধারণ
- HSC Result 2025: ঘরে বসে দেখুন এক ক্লিকে মার্কশিটসহ
- HSC Result 2025: অনলাইনে দ্রুত ফলাফল দেখবেন যেভাবে
- বাংলাদেশে আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- বাড়িভাড়া বৃদ্ধি: শিক্ষকদের জন্য সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
- দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে আজ বিক্রি হচ্ছে সোনা
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- প্রকাশ হল HSC Result: মার্কশিটসহ দ্রুত ফলাফল দেখুন এখানে
- HSC Result 2025: রেজাল্ট সহজে দেখার উপায়
- HSC Result: পাসের হার কমেছে, জিপিএ-৫ পেয়েছেন কতজন
- ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম