১০ জন নিয়ে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগে জয়
নিজস্ব প্রতিবেদক: কিলিয়ান এমবাপের দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করল রেয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে তারা। ম্যাচে বেশিরভাগ সময়ই আধিপত্য বিস্তার করলেও ফিনিশিংয়ের দুর্বলতা ভুগিয়েছে রেকর্ড চ্যাম্পিয়নদের। এমনকি একজন কম নিয়েও খেলতে হয়েছে তাদের।
ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল রেয়াল। এমবাপের বাইসাইকেল কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর পঞ্চম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার আর্নল্ড। তার বদলে নামেন দানি কার্ভাহাল।
২২তম মিনিটে উল্টো গোল হজম করে বসে রেয়াল। আর্দা গিলেরের ভুল পাস থেকে বল পেয়ে দ্রুত আক্রমণ গড়ে তোলেন ম্যাসন গ্রিনউড। তার পাস থেকে জোরালো শটে রেয়ালের জালে বল জড়ান টিম ওয়েহ।
পিছিয়ে পড়েও হাল ছাড়েনি রেয়াল। ৬ মিনিটের মধ্যেই সমতা ফেরান এমবাপে। ডি-বক্সে রদ্রিগো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। সফল স্পট কিকে স্কোরলাইন ১-১ করেন এমবাপে।
দ্বিতীয়ার্ধের শুরুতেও রেয়ালের আক্রমণ অব্যাহত থাকে। কিন্তু এরপরই ঘটে ম্যাচের সবচেয়ে বড় ঘটনা। ৭০তম মিনিটে রেয়ালের গোলরক্ষকের সঙ্গে তর্কে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন দানি কার্ভাহাল। ১০ জনের দলে পরিণত হয় রেয়াল।
তবে একজন কম নিয়েও দমে যায়নি তারা। পুনরায় খেলা শুরু হওয়ার পরই আবারও পেনাল্টি আদায় করে নেয় রেয়াল। মার্সেইয়ের ডি-বক্সে ফাকুন্দো মেদিনার হাতে বল লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৮১তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করেন এমবাপে।
শেষদিকে মার্সেই বেশ কয়েকটি আক্রমণ করলেও রেয়াল মাদ্রিদের রক্ষণভাগ তাদের জাল অক্ষত রাখে। রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে-স্কেল: কার্যকর হবে জানুয়ারি ২০২৬ থেকে
- জানুয়ারির শুরুতেই কার্যকর! পে স্কেল বাস্তবায়নে তারিখ নিয়ে সর্বশেষ যা জানা গেল
- নতুন পে স্কেল: সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা এবং ২০ গ্রেড কমে হচ্ছে ১২টি
- পে-স্কেল কার্যকর নিয়ে মিললো চরম অনিশ্চয়তা
- আজকের সোনার বাজারদর: ৫ নভেম্বর ২০২৫
- রেকর্ড দামে সোনা! আজ ১৮, ২১, ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত
- নতুন পে স্কেলে পেনশন ও গ্র্যাচুইটিতে আসছে বড় পরিবর্তন!
- স্বর্ণের বাজারে ফের বড় পতন
- দেশের বাজারে আজ এক ভরি স্বর্ণের দাম
- আফগানিস্তান দলের হেড কোচ হচ্ছেন মোহাম্মদ সালাহ উদ্দীন
- আজকের সোনার বাজারদর: ৬ নভেম্বর ২০২৫
- পে স্কেল নির্ধারণে ৫ বছরের মূল্যবৃদ্ধি ফোকাস
- পে স্কেলে চিকিৎসা ভাতা বেড়ে যত টাকা হতে পারে
- আপনার ফোন বৈধ না অবৈধ; ১৬ ডিসেম্বরের আগে চেক করুন সহজে
- সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি: চূড়ান্ত প্রস্তাব আসছে জানুয়ারিতে
