তামিমকে মিস করবো কিনা বলা কঠিন: লিটন
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ক্রিকেট অঙ্গনে মেঘ ছাড়া বৃষ্টি নয় বজ্র্যের মতো আঘাত হেনেছে। তার অবসরে বিসিবি বৃস্পতিবার দীর্ঘ রাত পর্যন্ত জরুরি সভা করেছে। অনুমিতভাবেই তামিম ইস্যুতে উত্তপ্ত দেশের ক্রীড়াঙ্গন।
ওই উত্তাপে চোখ কিছুটা সরে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ের ম্যাচ থেকে। শেষ দুই ম্যাচের নেতৃত্বভার পাওয়া লিটন দাসকে শুক্রবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে দিতে হলো তামিম ইস্যুতে একাধিক প্রশ্নের উত্তর।
‘তামিম অবসর নেবে জানেন কিনা, কখন জেনেছেন।’ ‘তামিম না থাকার প্রভাব দলে পড়বে কিনা।’ ‘তামিমকে মিস করবেন কিনা।’ এমন প্রশ্নে শুরুতে সহজে উত্তর দেওয়ার চেষ্টা করলেও পরে বিরক্ত হলেন লিটন। বলেই বসলেন, ‘ভাই, আমি এখানে এসেছি কালকের ম্যাচ নিয়ে কথা বলতে। আপনারা যদি তামিম বিষয়ে প্রশ্ন করেন, তাহলে আমার মনে হয় বোর্ড প্রেসিডেন্ট বা কোচের এখানে আসা উচিত ছিল।’
বিরক্ত হওয়ার আগে অবশ্য তামিম ইস্যুতে কিছু কথাও বলেছেন তিনি, ‘আমি জানতে পেরেছি, গতকাল দুপুর ১টার দিকে। তার সঙ্গে অনেকদিন খেলেছি, আমরা কেউ বুঝতে পারিনি তিনি এমন সিদ্ধান্ত নেবেন।’ তামিমকে মিস করার প্রশ্নে বলেন, ‘মিস করবো কিনা বলা কঠিন। কারণ আজ আমি এখানে আছি কাল ইনজুরির কারণে নাও থাকতে পারি। কেউ আমাকে মিস করবে না, কারণ নতুনরা চলে আসবে। তবে তিনি থাকলে ভালো হতো।’
এরপরই তামিম ইস্যু রেখে ম্যাচ নিয়ে কথা বলার আহ্বান করেন লিটন, ‘তিনি এখন দলে নেই। আমার মনে হয় না, এই টপিকে আমাদের আর কথা বলার দরকার আছে। যে নেই তাকে নিয়ে কথা বলার দরকার আছে বলে আমি মনে করি না। তার চেয়ে বরং ভবিষ্যতে কী করতে পারি তার দিকে ফোকাস রাখা দরকার।’
তামিমের অবসর ইস্যু ভুলে তারা ম্যাচে মনোযোগ রাখতে চান বলেও উল্লেখ করেছেন লিটন, ‘উনি কিন্তু বলে গেছেন, দলের প্রতি ফোকাস রাখতে। আমরা সেটাই করছি।’ এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লিটন লিখেছেন, ‘আমরা দলের জন্য খেলবো, দল সবকিছুর আগে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন: ১২ গ্রেড, সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার
- বিএনপির ঘোষিত প্রার্থী তালিকা থেকে বাদ পড়ছেন ৩০ জন
- ফেব্রুয়ারির আগে পে স্কেল সম্ভব: অর্থ উপদেষ্টা যা বললেন
- ৩ টি লক্ষণ থাকলে কখনো সন্তান হবে না
- পে স্কেল নিয়ে পে কমিশন থেকে বড় দুঃসংবাদ
- সূর্য ডোবার পর আর উঠবে না ২২ জানুয়ারি পর্যন্ত!
- বাংলাদেশের ভূমিকম্পের রেড জোন যেসব এলাকা
- মুঠোফোনে ভূমিকম্পের সতর্কবার্তা চালু করুন এক ক্লিকে
- নরসিংদীর মাধবদী যে কারনে ৯ মাত্রার ভূমিকম্পের কেন্দ্র হলো
- রাইজিং স্টারস ফাইনাল: বাংলাদেশ বনাম পাকিস্তান, যেভাবে দেখবেন
- পে-স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়ন, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকার দাবি
- আজকের সোনার বাজারদর: ২৩ নভেম্বর ২০২৫
- বড় ভূমিকম্প ‘খুবই নিকটে’: ঢাকার বিপদ স্পষ্ট করলেন বিশেষজ্ঞরা
- একদিনে ১৬০০ ভূমিকম্পের ভয়াবহ সংকেত
- শ্বাসরুদ্ধকর ফাইনাল: পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ গড়াল সুপার ওভারে! লাইভ দেখুন
