মাঠে অশোভন আচরণে লাল কার্ডসহ শাস্তির সীমা বাড়ছে, জানুন বিস্তারিত
মাঠে অভদ্র আচরণ বা প্রতিপক্ষ ফুটবলারদের কঠিন ট্যাকল দেয়া হলে লাল কার্ড দেখানো হয়। একজন রেফারি একজন ফুটবলারকে তার আচরণের কারণে এক বা একাধিক ম্যাচের জন্য নিষিদ্ধও করতে পারেন। তবে লাল কার্ডধারীদের শাস্তি বাড়ানোর প্রস্তাব রয়েছে। প্রযোজ্য হলে, খেলোয়াড়কে আর্থিক জরিমানা ছাড়াও কার্ড ট্যাক্স দিতে হবে।
এমনই একটি প্রস্তাব এসেছে বেলজিয়ামের অর্থ মন্ত্রণালয়ে। এর আগে মাঠে লাল কার্ড দেখালে জরিমানা দিতে হতো সংশ্লিষ্ট খেলোয়াড়ের ক্লাবকে। বেলজিয়ামের মন্ত্রণালয় জানতে চায় যে প্রক্রিয়ার মাধ্যমে এটি সরকারি কোষাগারে জমা করা হয়। এই তথ্য জানিয়েছে বেলজিয়ামের সংবাদমাধ্যম ‘হেত নিউজ্লাদ’।
সংবাদমাধ্যমটি জানায়, পেশাদার ফুটবলে এখন কেউ লাল কার্ড দেখলে অন্তত এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ৫০০ থেকে ১০০০ ইউরো জরিমানাও করা হয়। এই লাল কার্ড দেখা ফুটবলারের ক্লাবই জরিমানার অর্থ পরিশোধ করে। বেলজিয়ামের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র ফ্রান্সিস আদিনস এই জায়গাতেই কর সংগ্রহের সুযোগ দেখছেন।
বেলজিয়ামের অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, ‘ক্লাব যদি জরিমানার অর্থ পরিশোধ করে, তাহলে তার মাধ্যমে ওই খেলোয়াড়ের উপকার করে তারা। এটা অনেকটাই একজন ব্যবসায়ীর তার কর্মীর বেতনের পাশাপাশি অতিরিক্ত সুবিধা দেওয়ার মতো। প্রতিষ্ঠান থেকে যখন কোনো কর্মী ল্যাপটপ কিংবা গাড়ি উপহার পান, ক্লাবের জরিমানা দেওয়ার বিষয়টিও তেমনই একটি সুবিধা।’
জরিমানার করের পরিমাণ ২০ শতাংশ থেকে ৫০ শতাংশ করার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কর কর্তৃপক্ষের নজর এড়িয়ে যায়, এমন লেনদেন আমরা পরিহার করতে চাই। এখানে অবশ্যই কর পরিশোধ করতে হবে। সেটি ২০ শতাংশ থেকে ৫০ শতাংশও হতে পারে। অবশ্য তা ব্যক্তির (যিনি লাল কার্ড দেখছেন) আয়ের ওপর নির্ভর করছে।’
ক্লাবের এই জরিমানা পরিশোধ করার ওপর কর সংগ্রহের সুযোগ দেখছে দেশটির অর্থ মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ২০১৯–২০ অর্থবছরে বেলজিয়ামের ২১টি পেশাদার ক্লাবে এ নিয়ে জরিপ চালিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ সময় ক্লাবগুলো মোট ৫ লাখ ১৩ হাজার ৮৫৯ ইউরো জরিমানা দিয়েছে বলে জানিয়েছে ‘হেত নিউজ্লাদ’ ও স্প্যানিশ সংবাদ সংস্থা ‘ইএফই’।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে-স্কেলে যোগ হলো কঠোর বিধান
- জানুয়ারি থেকেই নতুন পে-স্কেল কার্যকর!
- সোনার দামে মহাধস! দাম নেমে এলো ১ লাখ ১৯ হাজার টাকায়
- জাহান্নামমুখী ব্যাক্তির দুই রোগ লেগেই থাকে
- পে কমিশনে মতবিনিময় শেষ: সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন কত হল
- কঠোর সিদ্ধান্তে সেনাবাহিনী: ২৪ ঘণ্টা সব থানায় সেনা সহায়তার ঘোষণা
- ২০ গ্রেডের কাঠামো ভেঙে যাচ্ছে: সরকারি কর্মীদের বেতন অনুপাত পাল্টে দেবে যে নতুন প্রস্তাব
- রেকর্ড পতন শেষে চাঙ্গা স্বর্ণের বাজার
- কঠোর সিদ্ধান্ত নিলেন সেনাপ্রধান ওয়াকার উজ জামান
- এক ভরি স্বর্ণের দাম কমে ১ লাখ ৩১ হাজার টাকায়
- দেশের বাজারে লাফিয়ে ২৪ হাজার টাকা কমলো সোনার দাম
- যে চাকরি পাচ্ছেন বিয়ারিং পড়ে নিহত কালামের স্ত্রী
- ডিসেম্বরে ঘোষণা হবে নতুন পে স্কেল!
- নতুন বেতন কাঠামোতে বড় সুখবর পাচ্ছে বেসরকারি চাকরিজীবীরা
- সোনার দাম কমলো ১০ হাজারের বেশি, আজ থেকে নতুন মূল্য কার্যকর
