ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরে বাংলাদেশের দল পুনর্গঠন

এর আগে ২ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ ওয়ানডে দলের সদস্যদের মেয়াদ বাড়ানো হয়েছে। অন্তর্ভুক্ত করা হয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেনকে। তার নির্বাচনের পেছনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের ব্যাখ্যা ক্রিকেট মহলে সমাদৃত হয়েছেন। একজনের ইনজুরির কারণে অতিরিক্ত ফিল্ডার হবেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার!
বাংলাদেশ টিমে আগ্রাসী এই মিডল অর্ডার ব্যাটসম্যান এখনও পর্যন্ত ১০টি টি-২০ খেলেছেন বাংলাদেশের হয়ে। বাদ পড়ে যাওয়ার পর এবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই তিনি ফেরেন বুধবার ঘোষিত দলে। পরদিনই তাকে যোগ করা হলো ওয়ানডে দলে।
শামীম ওয়ানডেতে সুযোগ পেলেন প্রথমবার। তাকে নিয়ে দ্বিতীয় ওয়ানডের স্কোয়াড এখন ১৫ জনের। তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করা হয়নি এখনও।
৫০ ওভারের সংস্করণের ঘরোয়া আসর গত ঢাকা প্রিমিয়ার লিগে খুব ভালো ছিল না পারফরম্যান্স। ১১ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও ফিফটিতে তিনি করেছিলেন ৩১.৬৬ গড়ে ২৮৫ রান। তবে তার মূল শক্তির জায়গা যেটি, দ্রুত রান তোলার, সেটির ছাপ ছিল স্ট্রাইক রেটে (১০৩.৬৩)।
তবে তার ব্যাটিং যে ওয়ানডে দলে নেওয়ার ক্ষেত্রে বিবেচ্য ছিল না, সেটি ফুটে উঠল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া প্রধান নির্বাচকের ব্যাখ্যায়।
“আমাদের দলে একজনের ইনজুরি নিয়ে একটু কনসার্ন আছে। তাই বাড়তি ফিল্ডার হিসেবে আমরা ওকে নিয়েছি, সাহায্য করার জন্য। বড় কোনো ইনজুরি নয়, একটু কনসার্ন।”
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ১৪ জনের। জরুরি প্রয়োজন হলে বাড়তি ফিল্ডার স্কোয়াডে তাই থাকারই কথা। এটির ব্যাখ্যা দিলেন মিনহাজুল আবেদীন।
“কারও ইনজুরি হয়ে গেলে তো বাড়তি আর দুইজন থাকে। এরপর ম্যাচের সকালে কারও ইনজুরি হয়ে গেলে তখন? এজন্য বাড়তি আরেকজন রাখছি।”
তাহলে আপাতত শামীমকে খেলানোর চিন্তা নেই? এই প্রশ্নে প্রধান নির্বাচক আবারও জানিয়ে দিলেন, “না না, বাড়তি ফিল্ডার হিরসবেই নেওয়া।”
ফিল্ডার হিসেবে অবশ্য নানা সময়ে আলাদা করেই নজর কেড়েছেন শামীম। দেশের সেরা ফিল্ডারদের একজন মনে করা হয় তাকে। বুধবার প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে ইংল্যান্ড।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম/তৌহিদ হৃদয়/শামীম হোসেন, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ানডে: সরাসরি দেখুন
- চলছে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ম্যাচ: সরাসরি দেখুন
- নতুন পে স্কেল আসছে ২০২৬ সালের শুরুতে: সর্বনিম্ন ১৬,৫০০, সর্বোচ্চ ১.৫৬ লাখ
- নতুন পে স্কেল কাঠামোর বাইরে থাকবেন যারা
- আজকের টাকার রেট: ডলার, রিয়ালসহ সকল মুদ্রার দাম
- লাফিয়ে কমে গেল এলপি গ্যাসের দাম
- এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ল
- নতুন দুই জাতীয় দিবসের ঘোষণা: থাকবে কি সরকারি ছুটি
- হাসিনার বিতর্কিত মন্তব্য নিয়ে অবস্থান বদল ভারতের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন কবে, যা জানা গেল
- আনলিমিটেড ইন্টারনেট সহ সব সুবিধা নিয়ে আসছে MVNO সিম
- অবশেষে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ভাতা নিয়ে সুখবর
- কিডনির সমস্যা হলে শরীরের কোথায় কোথায় ব্যথা হয়
- স্বর্ণের দামে নতুন রেকর্ড: ভরি ছাড়ালো ২ লাখ টাকা
- একীভূত পাঁচ ব্যাংকের টাকা আগে ফেরত পাবেন যারা